X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

মিত্র জার্মানির সমালোচনায় ইউক্রেন

বিদেশ ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২২, ০৪:৪৬আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৮:২১

অত্যাধুনিক ট্যাংক চেয়ে জার্মানির কাছে আবেদন করে ইউক্রেন। কিন্তু বার্লিন বিষয়টি উপেক্ষা করেছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) মিত্র দেশের বিরুদ্ধে অভিযোগ আনেন তিনি। এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইউক্রেনকে অত্যাধুনিক যুদ্ধের ট্যাংক দিতে সোমবার অস্বীকৃতি জানান জার্মানির প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিন ল্যামব্রেখট। কিয়েভের এই অনুরোধ প্রত্যাখ্যানের কথা জানান তিনি। প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইউক্রেনকে এখন পর্যন্ত কোনও দেশে পশ্চিমা নির্মিত লড়াইয়ের সামরিক যান বা যুদ্ধের ট্যাংক দেয়নি। আমরা মিত্রদের সঙ্গে একমত হয়েছি জার্মানি একতরফাভাবে এমন কোনও পদক্ষেপ গ্রহণ করবে না।

ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার কাছ থেকে উত্তর-পূর্বাঞ্চলের ৬ হাজার বর্গ কিলোমিটার ভূখণ্ড পুনরুদ্ধার করেছে বলে দাবি করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এরপর ইউক্রেনে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের গতি বাড়াতে তিনি পশ্চিমা মিত্রদের আরও অস্ত্র পাঠানোর আহ্বান জানান।

তারই প্রেক্ষিতে টুইট বার্তায় এ মন্তব্য করেন কুলেবা। তিনি বলেন, ‘জার্মানির ইঙ্গিত খুবই হতাশাজনক যে যখন দেশের মানুষকে মুক্ত করা এবং গণহত্যা বন্ধ করতে ইউক্রেনের প্রয়োজন লেপার্ড ট্যাংক ও মার্ডার পদাতিক যুদ্ধযান।’ 

তিনি কড়া ভাষায় আরও লিখেছেন, কেন এই অস্ত্রগুলো সরবরাহ করা যাবে না, তার কোনও যৌক্তিক যুক্তি নেই। এটা শুধু ভয় ও অজুহাত। বার্লিন কি ভয় পায় যেটা কিয়েভ পায় না?

জার্মানি ইউক্রেনে স্বচালিত ‘হাউইটজার’ অস্ত্র পাঠিয়েছে কিন্তু এটি যথেষ্ট নয় বলে মনে করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াকও জার্মানির তীব্র সমালোচনা করেন। টুইটে তিনি বলেন, ‘ইউক্রেনের কাছে কে ট্যাংক বিক্রি করবে, ছয় মাস ধরে মিত্ররা তা নিয়ে তর্ক করছে। রাজনৈতিক সমাধান' না থাকায় এ অবস্থা। এদিকে রাশিয়া তার সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, সময় নষ্ট হচ্ছে। জার্মানি, আমরা অপেক্ষা করছি। আপনার উত্তরের জন্য।’

গত সপ্তাহের শেষের দিকে বার্লিনে কুলেবার সঙ্গে আলোচনায় জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি আরও বলেছিলেন, ‘আগামী কয়েক সপ্তাহ ও মাস ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

/এনএআর/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপস্কুল বন্ধ ফ্রান্সে, ইতালিতে নিষিদ্ধ বাইরের কাজ
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় গাজার ব্যস্ত ক্যাফেতে ইসরায়েলি হামলার নৃশংসতা
সর্বশেষ খবর
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক