X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

একটি চিত্রকর্ম, সোশাল মিডিয়া পোস্ট ও যুদ্ধবিরোধিতার সাজা

আন্তর্জাতিক ডেস্ক
২৯ মার্চ ২০২৩, ১৬:৪০আপডেট : ২৯ মার্চ ২০২৩, ১৬:৪১

রাশিয়ায় ১৩ বছরের এক স্কুলছাত্রী যুদ্ধবিরোধী ছবি আঁকায় ২ বছরের কারাদণ্ডের মুখে পড়তে হয়েছে তার বাবাকে। মঙ্গলবার (২৮ মার্চ) সামরিক বাহিনীর অবমাননার অপরাধে তাকে দোষী সাব্যস্ত করেন দেশটির আদালত। এর আগে মেয়েকে বাবার কাছ থেকে আলাদা করা হয়।

মেয়েটির বাবার নাম অ্যালেক্সি মোসকালোভ। এ বিষয়ে আদালতের একজন মুখপাত্র জানান, দুই বছরের কারাদণ্ডের খবর পেয়েই বাড়ি ছেড়ে পালিয়েছেন তিনি। তাকে আটকে ইতোমধ্যে অভিযানে নেমেছে পুলিশ।

২০২২ সালের এপ্রিলে ষষ্ঠ শ্রেণির ওই শিক্ষার্থী স্কুলে দেশাত্মবোধক ক্লাস করতে অস্বীকৃতি জানায়। এরপর ইউক্রেনে রুশ আগ্রাসন তুল ধরতে বিভিন্ন ছবি আঁকে সে। তার আঁকা একটি ছবিতে দেখা যায়, ইউক্রেনীয় পতাকার নিচে দাঁড়ানো একটি পরিবারের ওপর রাশিয়ার রকেট হামলা হচ্ছে। আরেকটি ছবিতে সে লিখেছে, ‘মহিমান্বিত ইউক্রেন’।

এ ঘটনার পর পুলিশকে অবহিত করে স্কুল কর্তৃপক্ষ। মেয়েকে জেরা করে তার বাবাকে তখনই হুমকি দিয়ে যায় পুলিশ। তখন থেকেই পুলিশের তোপের মুখে পড়তে হয় তাদের। বাবাকে গৃহবন্দি করা হয়। এতে বাবা ও মেয়ে আলাদা হয়ে পড়ে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্টে রুশ সরকারকে ‘সন্ত্রাসী’ ও দেশটির সামরিক বাহিনীকে ‘ধর্ষক’ আখ্যা দিয়েছিলেন মোসকালোভ। এসব ঘটনা পর্যালোচনা করে তার বিরুদ্ধে সামরিক বাহিনীকে অবমাননার অভিযোগ এনেছে পুলিশ।

মস্কো থেকে ১৫০ মেইল দূরে মেয়েকে নিয়ে মোসকালোভে থাকতেন ইয়েফরেমভ। তবে কারাদণ্ডের আদেশের পরে আর মেয়ের সঙ্গে থাকা হচ্ছে না। ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়েটিকে এখন রাষ্ট্র পরিচালিত একটি আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। পলাতক মোসকালোভের আইনজীবী ভ্লাদিমির বিলিয়েনকো জানান, মেয়েটিকে লালন পালন করার মতো কাছের কোনও আত্মীয় খুঁজে না পেলে এতিমখানায় স্থানান্তর করা হবে।

রাশিয়ার মানবাধিকার সংস্থাগুলো এ ঘটনার সমালোচনা করে বাবা ও মেয়েকে এক করতে একটি অনলাইন প্রচারণা চালিয়েছে। ইউক্রেনে হামলার বিরোধিতা করায় গ্রেফতারের আশঙ্কায় অসংখ্য রাজনীতিবিদ, অ্যাক্টিভিস্ট ও বহু রুশ নাগরিক দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়।  সূত্র: দ্য গার্ডিয়ান

/এটি/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইউক্রেন-রাশিয়া বৈঠকে যোগ দিতে পারেন ট্রাম্প
রাশিয়ার সঙ্গে আলোচনার আগে যুদ্ধবিরতি নিশ্চিত করতে বললেন জেলেনস্কি
২০২২ সালের খসড়া চুক্তিকে কেন্দ্র করে শান্তি আলোচনা চায় রাশিয়া
সর্বশেষ খবর
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
থাইল্যান্ডে গেছেন মির্জা ফখরুল
থাইল্যান্ডে গেছেন মির্জা ফখরুল
যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতির তীব্র সমালোচনা: নার্স, বিশ্ববিদ্যালয় ও এমপিদের শঙ্কা
যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতির তীব্র সমালোচনা: নার্স, বিশ্ববিদ্যালয় ও এমপিদের শঙ্কা
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি