X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

একটি চিত্রকর্ম, সোশাল মিডিয়া পোস্ট ও যুদ্ধবিরোধিতার সাজা

আন্তর্জাতিক ডেস্ক
২৯ মার্চ ২০২৩, ১৬:৪০আপডেট : ২৯ মার্চ ২০২৩, ১৬:৪১

রাশিয়ায় ১৩ বছরের এক স্কুলছাত্রী যুদ্ধবিরোধী ছবি আঁকায় ২ বছরের কারাদণ্ডের মুখে পড়তে হয়েছে তার বাবাকে। মঙ্গলবার (২৮ মার্চ) সামরিক বাহিনীর অবমাননার অপরাধে তাকে দোষী সাব্যস্ত করেন দেশটির আদালত। এর আগে মেয়েকে বাবার কাছ থেকে আলাদা করা হয়।

মেয়েটির বাবার নাম অ্যালেক্সি মোসকালোভ। এ বিষয়ে আদালতের একজন মুখপাত্র জানান, দুই বছরের কারাদণ্ডের খবর পেয়েই বাড়ি ছেড়ে পালিয়েছেন তিনি। তাকে আটকে ইতোমধ্যে অভিযানে নেমেছে পুলিশ।

২০২২ সালের এপ্রিলে ষষ্ঠ শ্রেণির ওই শিক্ষার্থী স্কুলে দেশাত্মবোধক ক্লাস করতে অস্বীকৃতি জানায়। এরপর ইউক্রেনে রুশ আগ্রাসন তুল ধরতে বিভিন্ন ছবি আঁকে সে। তার আঁকা একটি ছবিতে দেখা যায়, ইউক্রেনীয় পতাকার নিচে দাঁড়ানো একটি পরিবারের ওপর রাশিয়ার রকেট হামলা হচ্ছে। আরেকটি ছবিতে সে লিখেছে, ‘মহিমান্বিত ইউক্রেন’।

এ ঘটনার পর পুলিশকে অবহিত করে স্কুল কর্তৃপক্ষ। মেয়েকে জেরা করে তার বাবাকে তখনই হুমকি দিয়ে যায় পুলিশ। তখন থেকেই পুলিশের তোপের মুখে পড়তে হয় তাদের। বাবাকে গৃহবন্দি করা হয়। এতে বাবা ও মেয়ে আলাদা হয়ে পড়ে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্টে রুশ সরকারকে ‘সন্ত্রাসী’ ও দেশটির সামরিক বাহিনীকে ‘ধর্ষক’ আখ্যা দিয়েছিলেন মোসকালোভ। এসব ঘটনা পর্যালোচনা করে তার বিরুদ্ধে সামরিক বাহিনীকে অবমাননার অভিযোগ এনেছে পুলিশ।

মস্কো থেকে ১৫০ মেইল দূরে মেয়েকে নিয়ে মোসকালোভে থাকতেন ইয়েফরেমভ। তবে কারাদণ্ডের আদেশের পরে আর মেয়ের সঙ্গে থাকা হচ্ছে না। ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়েটিকে এখন রাষ্ট্র পরিচালিত একটি আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। পলাতক মোসকালোভের আইনজীবী ভ্লাদিমির বিলিয়েনকো জানান, মেয়েটিকে লালন পালন করার মতো কাছের কোনও আত্মীয় খুঁজে না পেলে এতিমখানায় স্থানান্তর করা হবে।

রাশিয়ার মানবাধিকার সংস্থাগুলো এ ঘটনার সমালোচনা করে বাবা ও মেয়েকে এক করতে একটি অনলাইন প্রচারণা চালিয়েছে। ইউক্রেনে হামলার বিরোধিতা করায় গ্রেফতারের আশঙ্কায় অসংখ্য রাজনীতিবিদ, অ্যাক্টিভিস্ট ও বহু রুশ নাগরিক দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়।  সূত্র: দ্য গার্ডিয়ান

/এটি/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩০
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০২
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৪
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:০১
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৪
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:০১
সম্পর্কিত
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
সর্বশেষ খবর
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের দেশের উন্নয়ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করতে হবে
রামরুর কর্মশালায় বক্তারাঅভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের দেশের উন্নয়ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করতে হবে
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের