X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

রাশিয়ায় গুপ্তচর সন্দেহে মার্কিন সাংবাদিক গ্রেফতারে উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক
৩১ মার্চ ২০২৩, ১২:০০আপডেট : ৩১ মার্চ ২০২৩, ১২:০০

স্নায়ু যুদ্ধের পর গুপ্তচরবৃত্তির অভিযোগে প্রথমবার যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের মার্কিন সাংবাদিক ইভান গ্রেশকোভিচকে আটক করেছে রাশিয়া। এ ঘটনায় তোলপাড় পশ্চিমা বিশ্বে। তাকে বন্দির ঘটনায় কঠোর ভাষায় মস্কোর সমালোচনা করেছে হোয়াইট হাউজ। এদিকে ক্রেমলিন দাবি করছে, রাশিয়ার গোপন নথি সংগ্রহের সময় হাতেনাতে আটক করা হয়েছে তাকে। যদিও মার্কিন সংবাদমাধ্যমটি এমন অভিযোগ স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) দিনভর আলোচনায় ছিল মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিটের আলোচিত সংবাদিক ইভান গ্রেশকোভিচকে (৩১) গ্রেফতারের খবর। তাকে গ্রেফতারের খবর দ্রুত ছড়িয়ে পড়ে বিশ্বের অধিকাংশ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। এ প্রসঙ্গে তাৎক্ষণিকভাবে রুশ গোয়েন্দা সংস্থা এফএসবি দাবি করেছে, গুপ্তচরবৃত্তির অভিযোগে ইভান গ্রেশকোভিচকে আটক করা হয়েছে। ওই সময় তিনি রাশিয়ার ইয়েকাটেরিনবুর্গে কাজ করছিলেন।

মার্কিন আটককৃত সাংবাদিককে রাশিয়ার আদালতের কর্মকর্তারা নিয়ে যাচ্ছেন। ছবি: এপি

৩১ বছর বয়সী গের্শকোভিচ মস্কোর বিদেশি সংবাদদাতাদের মধ্যে সুপরিচিত। বিবিসি রাশিয়ার সম্পাদক স্টিভ রোজেনবার্গ তাকে একজন চমৎকার প্রতিবেদক ও একজন অত্যন্ত নীতিবান সাংবাদিক হিসেবে বর্ণনা করেছেন।

ইউক্রেনে রাশিয়ার চলমান যুদ্ধ নিয়ে মস্কোর সঙ্গে এমনিতেই পশ্চিমাদের ইতিবাচক সম্পর্ক বলতে কিছুই নেই। পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জিরত দেশটি। পুতিনের বাহিনীকে পরাজিত করতে ইউক্রেনকে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ মিত্র দেশগুলো। এরই মধ্যে নতুন করে মার্কিন সাংবাদিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটকে দুই দেশের কূটনৈতিক পর্যায়ে চলমান উত্তেজনায় ঘি ঢেলেছে মস্কো।

তাকে গ্রেফতারে পাশে দাঁড়িয়েছে সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল

এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, গ্রেফতারে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। অন্যান্য মার্কিন কর্মকর্তারা বলেছেন, তারা খবর পাওয়া মাত্রই গ্রেশকোভিচকের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিলেন, কিন্তু রাশিয়ার পক্ষ থেকে সাড়া পাওয়া যায়নি।

রাশিয়ার এফএসবি নিরাপত্তা পরিষেবা আরও জানিয়েছে, তারা অবৈধ কার্যকলাপ বন্ধ করেছে। সে যুক্তরাষ্ট্রের নির্দেশে কাজ করে যাচ্ছিল। ফলে আটক করা হয়েছে। তিনি রাশিয়ার প্রতিরক্ষা সংস্থার কার্যক্রম সম্পর্কে একটি রাষ্ট্রীয় গোপনীয় তথ্য সংগ্রহ করেছিলেন। আনুষ্ঠানিক গ্রেফতার দেখিয়ে মস্কোর একটি আদালতে তোলা হয়। ২৯ মে পর্যন্ত তাকে কারাগারে রাখার আদেশ দিয়েছেন আদালত। গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রমাণ হলে রুশ আইন অনুযায়ী তাকে সর্বোচ্চ ২০ বছর কারাগারে কাটাতে হবে।

এ ঘটনায় উদ্বেগ জানিয়ে হোয়াইট হাউজ বলছে, ওই সাংবাদিক গুপ্তচরবৃত্তির কোনও কাজ করছিলেন এটি বিশ্বাস করার যুক্তিসংগত কোনও কারণ নেই। ইতোমধ্যে তদন্ত শুরু করেছে জো বাইডেন প্রশাসন। রাশিয়ায় এখন মার্কিনিদের জন্য কোনভাবেই নিরাপদ নয়।

এ ঘটনা ভালোভাবে নেয়নি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ছবি: রয়টার্স

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বৃহস্পতিবার ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদক ইভান  গার্শকোভিচকে আটকে নিন্দা জানিয়েছে। গণমাধ্যমের স্বাধীনতার জন্য দেশটির পদ্ধতিগত অবহেলা বলে বর্ণনা করেছে জোটিট। এ প্রসঙ্গে সংস্থাটির পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল টুইট বার্তায় বলেন, সাংবাদিকদের অবশ্যই তাদের পেশা স্বাধীনভাবে চর্চার সুযোগ দিতে হবে এবং নিরাপত্তা তারা প্রাপ্য। কিন্তু রুশ কর্তৃপক্ষ আবারও সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রতি পদ্ধতিগত অবহেলা করেছে।

বিশ্বের অন্যান্য দেশের নেতারাও ওয়াল স্ট্রিট সাংবাদিককে এভাবে আটকের ঘটনায় রাশিয়ার সমালোচনায় মেতেছে। গভীর নিন্দা জানিয়েছে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ও।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণের আগে থেকেই রাশিয়া থেকে পশ্চিমা সংবাদমাধ্যমের খবর সংগ্রহ করা ছিল কঠিন। স্বাধীন সাংবাদিকদের বিদেশি এজেন্ট হিসেবে আখ্যায়িত করা হয়েছে। বহু সাংবাদিককে রাশিয়া ছাড়তে বাধ্য করা হয়েছে। অনেককে জেলে পর্যন্ত নেওয়া হয়েছে।  সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান, সিএনএন

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩০
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০২
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৪
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:০১
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৪
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:০১
সম্পর্কিত
অনিবন্ধিত ও অবৈধ নিউজ পোর্টাল বন্ধে পদক্ষেপ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী
ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ মাওবাদী নিহত
রুশ হামলা ঠেকানোর ক্ষেপণাস্ত্র ফুরিয়ে গেছে: জেলেনস্কি
সর্বশেষ খবর
অনিবন্ধিত ও অবৈধ নিউজ পোর্টাল বন্ধে পদক্ষেপ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী
অনিবন্ধিত ও অবৈধ নিউজ পোর্টাল বন্ধে পদক্ষেপ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী
৫৫০ টাকার ভাড়া ৭০০ নেওয়ায় লাল সবুজ পরিবহনকে ২০ হাজার জরিমানা
৫৫০ টাকার ভাড়া ৭০০ নেওয়ায় লাল সবুজ পরিবহনকে ২০ হাজার জরিমানা
ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ মাওবাদী নিহত
ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ মাওবাদী নিহত
কানে আবার আমন্ত্রিত ঢাকার ঋতি
কানে আবার আমন্ত্রিত ঢাকার ঋতি
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়