X
বুধবার, ১৫ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

সিরিয়া-তুরস্কে ভূমিকম্প: বিরূপ আবহাওয়ায় ব্যাহত উদ্ধার কাজ

আন্তর্জাতিক ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৫০আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৫০

তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের পর বিরূপ আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর তথ্য অনুসারে, সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে ১৭ দশমিক ৯ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প হয়। এর ফলে পুরো অঞ্চলজুড়ে ভবন ধসে পড়ে এবং ধ্বংসস্তূপে পরিণত হয়। ভূমিকম্প এতই শক্তিশালী ছিল যে সাইপ্রাস ও লেবাননেও কম্পন অনুভূত হয়েছে।

তুরস্ক ও সিরিয়ায় সম্মিলিতভাবে নিহতের সংখ্যা ১৫০০ ছাড়িয়ে গেছে বলে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে উল্লেখ করেছে।

ভূমিকম্পের ক্ষয়ক্ষতির মধ্যে উদ্ধার কাজ পরিচালনায় বাধা দিচ্ছে বিরূপ আবহাওয়া। তুরস্কের ভাইস-প্রেসিডেন্ট ফুয়াত ওকতায় বলেছেন, চরম বিরূপ আবহাওয়ার কারণে কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে।

সংবাদমাধ্যমকে তিনি বলেন, আমরা অঞ্চলটিতে যত দ্রুত সম্ভব পৌঁছানোর চেষ্টা করছি।

ইস্তানবুল থেকে আল জাজিরার সাংবাদিক সিনেম কোসেওগলু বলেছেন, তীব্র শীতল আবহাওয়ার কারণে পরিস্থিতি খুব কঠিন হয়ে পড়েছে। চারদিকে তুষার এবং বৃষ্টি, সঙ্গে তীব্র শীত। আবহাওয়ার পরিস্থিতি ও জলবায়ু উদ্ধারকর্মী ও বেসামরিকদের জন্য পরিস্থিতি কঠিন করে তুলেছে। মনে হচ্ছে এটিই সবার জন্য বড় চ্যালেঞ্জ।

তুর্কি শহর দিয়ারবাকির থেকে পাওয়া টেলিভিশনের ছবিতে দেখা গেছে, শীতের জ্যাকেট পরে এবং তুষারে ঢাকা মুখ নিয়ে ধ্বংসস্তূতে জীবিতদের সন্ধানে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

লেবাননের বৈরুত থেকে আল জাজিরার সাংবাদিক জেইনা খোদর বলেছেন, উত্তর সিরিয়া বড় ধরনের ঝড় আঘাত হেনেছে। তিনি বলেন, এখানে শীত। অনেক মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছেন। তারা উন্মুক্ত স্থানে। এমনিতেই উত্তর সিরিয়ায় লাখো মানুষের বাড়ি তাঁবু। ফলে এটি এমন এক জরুরি পরিস্থিতি তা সহজে মোকাবিলা সম্ভব নয়।

সিরিয়ার ইদলিব শহরের আলা নাফি ভূমিকম্পকে খুব ভয়ঙ্কর এবং আতঙ্কজনক হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ঘুম ভাঙার পর পুরো ভবনকে দুলতে দেখা আমার জীবনের সবচেয়ে ভয়াবহ অনুভূতি। এটি ভুলতে পারছি না সহজে।

তিনি আরও বলেন, শীতের মধ্যে মানুষেরা সন্তানদের নিয়ে রাস্তায় কাঁদছে দেখা ছিল হৃদয়বিদারক। আমরা সবাই সব ভবন থেকে একটি জায়গায় জড়ো হয়েছিলাম।

তুর্কি শহর গাজিয়ানতেপ থেকে আল জাজিরার আরেক সাংবাদিক আহমেদ আল-খতিব বলেছেন, ভূমিকম্পের পর হতে শীতের মধ্যে অনেক মানুষ বাইরে দাঁড়িয়ে আছেন। তারা অপেক্ষায় আছেন মসজিদের দরজা খুললে তারা হিমশীতল আবহাওয়া থেকে ভেতরে আশ্রয় নেবেন।

তবে তিনি আরও বলেছেন, অনেক মানুষ ভবনের ভেতরেও নিরাপদবোধ করছেন না। পুরো রাস্তা গাড়িতে ভরে গেছে। মানুষ গাড়ির ভেতর বসে আছেন। এটি একেবারে দুঃস্বপ্নের মতো। এটি অবর্ণনীয়।

কর্তৃপক্ষ বলেছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আর বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, আগামী কয়েক দিন বা সপ্তাহগুলোতে ভূমিকম্পের আফটারশক আঘাত হানতে পারে।

 

/এএ/
টাইমলাইন: তুরস্কে ভয়াবহ ভূমিকম্প
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১০
১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৫
১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৩২
০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:২৯
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৪
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৯
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৩
সম্পর্কিত
অ্যান্টার্কটিকায় তেলের বিশাল ভাণ্ডার পেয়েছে রাশিয়া?
সেনাবাহিনী ও বিদ্রোহীদের লড়াইয়ে মানবঢাল বানানো হচ্ছে রোহিঙ্গাদের?
চাবাহার বন্দর: ভারত-ইরান চুক্তির পর নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের
সর্বশেষ খবর
লখনউকে হারিয়ে রাজস্থানকে প্লে অফে তুললো দিল্লি
লখনউকে হারিয়ে রাজস্থানকে প্লে অফে তুললো দিল্লি
ডানপিঠে দুলু থেকে কিংবদন্তি ফারুক
প্রয়াণ দিবসে স্মরণডানপিঠে দুলু থেকে কিংবদন্তি ফারুক
‌‘এখনও ঘুমালে মনে হয় জলদস্যুরা এই বুঝি গুলি করলো’
এমভি আবদুল্লাহর চিফ অফিসার‌‘এখনও ঘুমালে মনে হয় জলদস্যুরা এই বুঝি গুলি করলো’
‘দলীয় সাংবাদিক’ ও সাংবাদিকতায় অনাস্থা
‘দলীয় সাংবাদিক’ ও সাংবাদিকতায় অনাস্থা
সর্বাধিক পঠিত
শুক্রবারও চলবে মেট্রোরেল
শুক্রবারও চলবে মেট্রোরেল
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ