X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১
কবি নজরুল কলেজ

শিক্ষার্থীদের টয়লেট অপরিচ্ছন্ন, নেই স্যানিটাইজেশনের বালাই

আতিক হাসান শুভ
০২ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০০আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৩৩

রাজধানীর পুরান ঢাকার লক্ষ্মীবাজারে ১৮৭৪ সালে প্রতিষ্ঠিত হয় ঐতিহ্যবাহী লাল ইটের স্থাপত্যে ঘেরা কবি নজরুল সরকারি কলেজ। ইতিহাস, ঐতিহ্য আর সুনামের সঙ্গে দণ্ডায়মান এ কলেজটির প্রতিষ্ঠালগ্নে নাম ছিল মহসিনিয়া মাদ্রাসা। ১৯৭২ সালে কবি নজরুল সরকারি কলেজ হিসেবে নামকরণে পরিচিতি পায়।

কিন্তু প্রতিষ্ঠার এত বছর পরও ইতিহাসের সাক্ষী কলেজটিতে লাগেনি আধুনিকতার কোনও ছোঁয়া। শিক্ষার্থীদের জন্য সবচেয়ে জরুরি বিষয় টয়লেট, যা নেই পর্যাপ্ত। যা আছে, তা-ও নোংরা ও অস্বাস্থ্যকর। তা ছাড়াও নেই কোনও স্যানিটাইজেশন ব্যবস্থা।

ওয়েবসাইটের তথ্যমতে, কলেজটিতে একাদশ, দ্বাদশ, স্মাতক ও স্নাতকোত্তর পর্যায়ে বর্তমানে প্রায় ২১ হাজার শিক্ষার্থী রয়েছে। বিভাগভিত্তিক শিক্ষকদের জন্য আলাদা শৌচাগার থাকলেও শিক্ষার্থীদের জন্য শৌচাগার আছে কেবল ১৫টি, যা সব সময় নোংরা ও অপরিষ্কার থাকে। দুর্গন্ধ ছড়িয়ে পড়ে সর্বত্র।

শিক্ষার্থীদের টয়লেট অপরিচ্ছন্ন, নেই স্যানিটাইজেশনের বালাই

সরেজমিনে দেখা যায়, কলেজের একটি টয়লেটেও হ্যান্ড স্যানিটাইজার বা সাবান-টিস্যু কিছুই নেই। অপরিচ্ছন্ন ও অপরিষ্কার এই টয়লেটগুলোতে স্যানিটাইজেশনের বিন্দুমাত্র বালাই ছিলও না। এ নিয়ে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

কবি নজরুল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুদেব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই কলেজের টয়লেটের মতো নোংরা ও জঘন্য টয়লেট বাংলাদেশের আর কোনও শিক্ষা প্রতিষ্ঠানে বোধ হয় নেই। টয়লেটগুলোতে নেই স্যানিটাইজেশন ব্যবস্থা। ওয়াশরুম ব্যবহার শেষে হাত ধোয়ার জন্য সাবান বা কোনও ধরনের হ্যান্ডওয়াশ নেই, টিস্যু নেই। সপ্তাহ নয়, মাসেও টয়লেটগুলো পরিষ্কার করা হয় না। তা ছাড়া ক্যাম্পাসে শিক্ষার্থী অনুপাতে শৌচাগারও নেই। পরীক্ষার সময় অন্যান্য কলেজ থেকে যেসব শিক্ষার্থী এই কলেজে পরীক্ষা দিতে আসে, তারা বেশির ভাগই এই কলেজের টয়লেট ব্যবহার না করে বাইরের পাবলিক টয়লেট ব্যবহার করে। কলেজের টয়লেট ও স্যানিটাইজেশন ব্যবস্থা দুটো নিয়েই চরম অসন্তোষ প্রকাশ করেছেন এই শিক্ষার্থী। শিক্ষার্থীদের টয়লেট অপরিচ্ছন্ন, নেই স্যানিটাইজেশনের বালাই

কলেজের সি-ভবনের অবস্থা আরও করুণ। এখানের টয়লেটের স্যানিটাইজেশনের ব্যবস্থা। ওয়াশরুমে টিস্যু নেই, সাবান নেই; পানির কল ঠিক নেই। পুরো টয়লেটের নোংরা ও জঘন্য অবস্থা।

কলেজের শিক্ষার্থী তাওহীদ আদনান বলেন, ‌‘আসলে শুধু কলেজ প্রশাসনকে দোষ দিয়ে লাভ নেই। যারা টয়লেট ব্যবহার করে, তারাও যদি কাজ শেষে ঠিকমতো পরিষ্কার করে রাখতো, তাহলে টয়লেটের এমন বাজে অবস্থা হতো না। তবে প্রতিটি টয়লেটে টিস্যু ও সাবানের খুব দরকার। কলেজ কর্তৃপক্ষের শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতায় ন্যূনতম এই সুবিধাটুকু নিশ্চিত করা জরুরি।’

কবি নজরুল কলেজের শিক্ষার্থী তাহমিনা আক্তার বলেন, ‘রাতের বেলায় বাইরের লোকজন কলেজের আঙিনায় প্রস্রাব করে। ফলে দিনের বেলায় দুর্গন্ধ ছড়ায়। কলেজের কোথাও বসলে খুবই উৎকট গন্ধ নাকে লাগে। প্রতিটি বিভাগে আলাদা শিক্ষার্থীর জন্য শৌচাগার না থাকায় নারী শিক্ষার্থীরা মাঝেমধ্যে শিক্ষকদের শৌচাগার ব্যবহার করে। পুরো ক্যাম্পাসে শুধু শিক্ষকদের ব্যবহৃত টয়লেটগুলো কর্মচারীরা নিয়মিত পরিষ্কার রাখে। ফলে সেগুলো ভালো ও স্বাস্থ্যসম্মত। তবে সেখানেও স্যানিটাইজেশন ব্যবস্থা ভালো না।’

শিক্ষার্থীদের টয়লেট অপরিচ্ছন্ন, নেই স্যানিটাইজেশনের বালাই

কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আমেনা বেগম বলেন, ‘আমি এই কলেজে আসার পর সর্বপ্রথম কলেজের পরিবেশ ও শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় শৌচাগারে স্যানিটাইজেশনের ব্যবস্থার ওপর জোর দিয়েছি। আগের তুলনায় এখনকার অবস্থা মোটামুটি ভালো। শিক্ষার্থীরা যদি সচেতনভাবে এসব ব্যবহার করে, তাহলে শৌচাগার নোংরা কম হয়। শিক্ষার্থী অনুপাতে যদিও কলেজে শৌচাগার কম, তবু আমার নতুন আরও কয়েকটি শৌচাগারের ব্যবস্থা করছি। মূলত জায়গা স্বল্পতার কারণে নতুন করে কিছু করতে পারছি না। আমি দায়িত্বরত সবাইকে তাদের কাজ ঠিকমতো করার নির্দেশনা দিয়েছি এবং নিজেও তা তদারকি করি।’

/এনএআর/
টাইমলাইন: নাগরিক শৌচাগার চিত্র
০২ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০০
শিক্ষার্থীদের টয়লেট অপরিচ্ছন্ন, নেই স্যানিটাইজেশনের বালাই
২০ জানুয়ারি ২০২৩, ১০:০১
সম্পর্কিত
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সর্বশেষ খবর
বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত