X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শৌচাগারটি এখন শিঙাড়া-সমুচার কাঁচামালের গুদাম

রাশেদুল হাসান ও আতিক হাসান শুভ
১৮ জানুয়ারি ২০২৩, ১০:০১আপডেট : ২০ জানুয়ারি ২০২৩, ১৯:৩৫

পুরান ঢাকার নয়াবাজারের নবাব সিরাজউদ্দৌলা পার্কের গণশৌচাগারটি এখন আর শৌচাগার নয়। এটি পরিচালনার দায়িত্ব নিয়ে তাতে কফি শপের মালামাল রাখার অভিযোগ উঠেছে সিটি করপোরেশন থেকে নিয়োজিত সেবাদানকারীর বিরুদ্ধে। তবে সেবাদানকারীর দাবি, পরিচালনার দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যেই পানির সংযোগ বন্ধ হয়ে যায়। এরপর আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এতে পানির সংযোগ দেয়নি।

স্থানীয় অধিবাসীদের অভিযোগ, শৌচাগারটি ব্যবহার না করতে পারায় ভোগান্তি পড়েছেন হাঁটতে আসা লোকজন।

সিটি করপোরেশন সূত্রে জানা যায়, দক্ষিণ সিটি গত বছরের ১৩ ফেব্রুয়ারি দুই লাখ ৪২ হাজার টাকায় এক বছরের জন্য পার্কের ভেতরে নির্মিত কফি শপ ও গণশৌচাগারটি ইজারা দেয়। নবাব সিরাজউদ্দৌলা পার্কের ইজারাদার ক্যাপিটাল কম্পিউটার এর প্রোপাইটর মহসিন আলী মোল্লার ছেলে রফিক উদ্দিন মোল্লা এই ইজারা পান। রফিক এটি ভাড়া দেন মতিঝিলের আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম চৌধুরীর কাছে। নুরুল ইসলাম চৌধুরী জানান, তিনি তিন লাখ টাকায় স্থাপনা দুটি ভাড়া নেন ইজারাদারের কাছ থেকে। তিনি আবার সোহরাব নামে এক ব্যক্তির কাছে ভাড়া দিয়েছেন যিনি এটিকে কফি শপের মালামাল রাখার ঘর হিসেবে ব্যবহার করছেন।

গণশৌচাগারটি বন্ধ করে রাখা হচ্ছে সিঙ্গারা ও সমুচা তৈরির কাঁচামাল

সরেজমিনে দেখা যায়, পার্কে অবস্থিত কফি শপের জিনিসপত্র ও শিঙাড়া-সমুচা তৈরির উপাদান শৌচাগারের ভেতরে রাখা হয়েছে। ওপরে নাম ফলক থাকলেও ভেতরের পরিবেশ দেখে বোঝার উপায় নেই এটি একটি শৌচাগার।

শৌচাগার সেবা না দিয়ে কেন মালামাল রাখা হয়েছে– চাইলে কফি শপের এক কর্মচারী বলেন, ‘আমরা সিটি করপোরেশন থেকে কফিশপের পাশাপাশি টয়লেটও ইজারা নিয়েছি। এই টয়লেট আমরা ব্যবহার করি নাকি বন্ধ করে রাখি তার কৈফিয়ৎ কাউকে দিতে বাধ্য নই। কারও কোনও সমস্যা থাকলে সেটা নিয়ে মালিকের সঙ্গে কথা বলেন। এই টয়লেট আমাদের প্রয়োজনে ব্যবহার করতে দিয়েছে। এজন্য আমরা এখানে আমাদের মালামাল ও প্রয়োজনীয় জিনিসপত্র রাখি।’

শৌচাগারের জায়গাটি ব্যবহৃত হচ্ছে গুদাম হিসেবে

পার্কে হাঁটতে আসা জিন্দাবাহার এলাকার বাসিন্দা রোকসানা বেগম, ‘এখানে নিয়মিত হাঁটতে আসেন অনেকে।তাদের দীর্ঘদিনের একটা প্রত্যাশা ছিল এই পার্কে যেন একটা টয়লেট হয়। টয়লেট তো হয়েছে। কিন্তু তা মানুষকে ব্যবহার করতে দিচ্ছে না। সেখানে কফিশপের স্টোর রুম বানিয়ে রেখেছে।’

পার্কে নিয়মিত হাঁটতে আসা আব্দুল ওয়াদুদ নামের একজন বলেন, ‘সিটি করপোরেশন এটা পার্ক করার আগে থেকেই এখানে শত শত মানুষ নিয়মিত হাঁটাচলা করে। যখন এখানে টয়লেট নির্মাণ করা হয়েছে তখন আমরা সবাই ভেবেছিলাম উপকার হবে, সবার কাজে আসবে। কিন্তু সেই সুযোগ আর হয়নি। টয়লেট নির্মাণের পর থেকেই কফি শপের স্টোর রুম হিসেবে ব্যবহার হয়ে আসছে। আমরা এলাকার মানুষেরা এর কারণ জানতে চাইলে তারা আমাদের বলে, টয়লেট হওয়ার আগে আপনারা যেখানে প্রস্রাব-পায়খানা করতেন এখনো সেখানেই করেন। মনে করেন এখানে কোনও টয়লেট নেই।’

সুরাইয়া আক্তার নামের একজন বলেন, ‘উদ্বোধনের পর থেকেই এই পার্কের টয়লেট কফি শপের দখলে। তারা টয়লেট বন্ধ করে এখানে তাদের জিনিসপত্র রেখেছে। টয়লেটের কথা জিজ্ঞেস করলেই তারা বলে, কফি শপের সঙ্গে এটাও নাকি তারা ইজারা নিয়েছে। তখন লোকজনের আর কিছু বলার থাকে না। সিটি করপোরেশনের কি এতোই অভাব যে পার্কের টয়লেট কফি শপের স্টোর রুমের জন্য ইজারা দেবে? হাঁটতে আসা লোকজনের টয়লেট ব্যবহারের প্রয়োজন হলে মসজিদের টয়লেট ব্যবহার করে। কিন্তু মহিলাদের তো কোনও উপায় নেই। তাই সবাই বাসায় গিয়েই তাদের জরুরি কাজ সারে।’

এ বিষয়ে নবাব সিরাজউদ্দৌলা পার্কের ইজারাদার ক্যাপিটাল কম্পিউটার এর প্রোপাইটর রফিক উদ্দিন মোল্লা বলেন, ‘আমার কাগজপত্র দিয়ে ইজারা নেওয়া হলেও এই পার্ক ও টয়লেট মতিঝিলের একজনের দায়িত্বে আছে। উনি অনেকটা জোর করেই এটা নিয়েছেন। আসলে উনি এখন ওই টয়লেটকে কফিশপের কাজে ব্যবহার করছেন। এটা শুনে আমার কাছে খুব অদ্ভুত লেগেছে। যিনি নিয়েছেন আমি উনার সঙ্গে কথা বলবো যেন পাবলিক টয়লেট হিসেবে সাধারণ মানুষ ব্যবহার করতে পারে। আর যদি উনি আমার কথা না শোনেন তাহলে আমি সিটি করপোরেশনের কাছে সারেন্ডার করে দরখাস্ত করবো। সিটি করপোরেশন যেন এ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।’

রাজধানীর নয়াবাজারে নবাব সিরাজউদ্দৌলা পার্ক

এই পার্কের কফিশপ ও টয়লেট ভাড়া নেওয়া সোহরাব বলেন, ‘আমি রফিক মোল্লা নামের কারও কাছ থেকে ভাড়া নেইনি। আমি নুরুল ইসলাম ভাইয়ের কাছ থেকে টয়লেট আর কফিশপ ভাড়া নিয়েছি। পার্কের টয়লেট প্রথম ১৫ দিন পাবলিকের জন্য খোলা ছিল। পরে পানির লাইনে সমস্যা হয়েছে। আমি তাদের জানানোর পরে তারা আর এই পানির লাইন ঠিক করে নাই। তখন থেকেই টয়লেটটা পরিত্যক্ত হয়ে আছে। তো আমি যেহেতু এটার ভাড়া দিয়েছি সেজন্য আমরা কফিশপের মালামাল ওখানে রেখেছি।’

রফিক উদ্দিন মোল্লার কাছ থেকে তিন লাখ টাকার বিনিময়ে ইজারা নেওয়া ৯ নম্বর ওয়ার্ড মতিঝিল যুবলীগের সাবেক সহসভাপতি ও বর্তমান ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি পদপ্রার্থী নুরুল ইসলাম চৌধুরী বলেন, ‘এই পার্ক ও টয়লেট ইজারা নিয়ে আমার এক লাখ টাকার বেশি লস হয়েছে। টয়লেটটা মূলত পানির সমস্যার কারণে বন্ধ হয়েছে। সিটি করপোরেশনকে জানানোর পরেও তারা আর এটা ঠিক করে নাই।’

জোর করে রাজনৈতিক ইস্যুতে ইজারা নেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘ওরা আমার পেছনে এক মাসের বেশি সময় ধরে ঘুরেছে। ওটা আমার জন্য ব্যাকওয়ার্ড, তারপরেও এক ছোট ভাইয়ের অনুরোধ আমি ওটা নিয়েছি। ওই এলাকা আমার না। ওখানকার কাউন্সিলরের লোকজন মাঝেমধ্যেই ওটা বন্ধ করে দেয়। টাকা পয়সা দিয়ে আবার ম্যানেজ করা লাগে। এক এলাকার লোক অন্য এলাকায় গিয়ে ব্যবসা করতে নাই। এটার শিক্ষা আমার হয়ে গেছে।’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, ‘শৌচাগার তারা উচ্চ দামে ইজারা নিয়েছে। উচ্চ মূল্যে ইজারা দিয়ে সেবা না দিলে তারাই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সেবা না দেওয়ার কোনও কারণ নেই।’

তিনি আরও বলেন, ‘ইজারা দেওয়ার পর বন্ধ আছে কিনা তা পরিদর্শন করে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’

ছবি: আতিক হাসান শুভ।

/এফএস/এমওএফ/
টাইমলাইন: নাগরিক শৌচাগার চিত্র
২০ জানুয়ারি ২০২৩, ১০:০১
১৮ জানুয়ারি ২০২৩, ১০:০১
শৌচাগারটি এখন শিঙাড়া-সমুচার কাঁচামালের গুদাম
সম্পর্কিত
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা এজেন্সি মালিকদের
সর্বশেষ খবর
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ