বরগুনায় চতুর্থ ধাপে আমতলী ও তালতলী উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ জুন) রাতে তালতলী উপজেলা পরিষদ কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক শুভ্রা দাস।
আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকে চেয়ারম্যান প্রার্থী গোলাম ছরোয়ার ফোরকান ৩৭ হাজার ১৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোটরসাইকেল প্রতীকের এলমান উদ্দীন আহমেদ পেয়েছেন ১০ হাজার ৮৯১ ভোট।
তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান মিন্টু ২০ হাজার ৩৯৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঘোড়া প্রতীকের রেজবি উল কবির জোমাদ্দার পেয়েছেন ১৮ হাজার ৪১৩ ভোট।
এর আগে বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।