X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

বগুড়ার তিন উপজেলায় বেলা বাড়ার সঙ্গে বাড়ছে ভোটার উপস্থিতি

বগুড়া প্রতিনিধি
০৫ জুন ২০২৪, ১৪:১৪আপডেট : ০৫ জুন ২০২৪, ১৪:১৪

চতুর্থ ধাপে বগুড়ার নন্দীগ্রাম, শেরপুর ও ধুনট উপজেলায় ভোটগ্রহণ চলছে। শুরুতে ভোটার উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার সংখ্যা বাড়ছে। বেলা সাড়ে ১১টা পর্যন্ত কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বুধবার (৫ জুন) সকালে শেরপুর উপজেলার ফুলবাড়ি হামিদিয়া দাখিল মাদ্রাসা ও চকপাথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে, ভোটার উপস্থিতি কম। দুই ঘণ্টায় ৪ শতাংশ ভোট পড়েছে। প্রিসাইডিং অফিসাররা বলছেন, বেলা বাড়লে ভোটার বাড়বে।

সকাল সাড়ে ১০টার দিকে নন্দীগ্রামের বীরপলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে, নারী ভোটারদের দীর্ঘ লাইন।

নির্বাচন অফিস সূত্র জানায়, তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১২ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ধুনট উপজেলায় তিন চেয়ারম্যান প্রার্থী হলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক টি আই এম নুরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক মুহম্মদ আসিফ ইকবাল ও সিনিয়র সহসভাপতি বর্তমান চেয়ারম্যান আবদুল হাই খোকন।

এখানে ভাইস চেয়ারম্যান পদে ৩ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯০টি কেন্দ্রে ভোটার ২ লাখ ৫৫ হাজার ৩২৪ জন।

শেরপুর উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচ প্রার্থী হলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ জামাল সিরাজী, সুলতান মাহমুদ, রুবেল আহমেদ, এম এ হান্নান ও জাকারিয়া তারেক বিদ্যুৎ। ভাইস চেয়ারম্যান পদে ৬ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১০৭টি কেন্দ্রে ভোটার ২ লাখ ৯৩ হাজার ২৭৩ জন।

নন্দীগ্রাম উপজেলায় চেয়ারম্যান পদে চার প্রার্থী হলেন বর্তমান চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, আনোয়ার হোসেন রানা, নজিবুল্লাহ মজনু মণ্ডল ও মাহমুদ আশরাফ। ভাইস চেয়ারম্যান পদে ৪ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় ৪৯ কেন্দ্রে মোট ভোটার ১ লাখ ৫৭ হাজার ১৯০ জন।

নির্বাচনে রিটার্নিং অফিসার বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (পিএম) ইমরুল কায়েস সাংবাদিকদের জানিয়েছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিন উপজেলায় ৯ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রতিটি উপজেলায় একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

এ ছাড়াও প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য রয়েছেন। র‌্যাব, সাদা পোশাকে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

/কেএইচটি/
টাইমলাইন: উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪
০৫ জুন ২০২৪, ১৪:১৪
বগুড়ার তিন উপজেলায় বেলা বাড়ার সঙ্গে বাড়ছে ভোটার উপস্থিতি
সম্পর্কিত
প্রবাসীদের পাশাপাশি পুলিশ-আনসারদের জন্য প্রক্সি পদ্ধতিতে ভোট চায় লেবার পার্টি
‘প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগে প্রক্সি পদ্ধতির পক্ষে গণঅধিকার পরিষদ’
‘সীমাবদ্ধতা থাকলেও প্রবাসীদের ভোটাধিকার কার্যক্রম শুরু করতে হবে’
সর্বশেষ খবর
হেফাজতের সমাবেশ: টিএসসিতে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন কর্মীরা
হেফাজতের সমাবেশ: টিএসসিতে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন কর্মীরা
হেফাজতের মহাসমাবেশে ব্ল্যাসফেমি আইনের দাবি মুফতি আব্বাসীর
হেফাজতের মহাসমাবেশে ব্ল্যাসফেমি আইনের দাবি মুফতি আব্বাসীর
থানায় নেওয়ার পথে দুই পুলিশকে হাতুড়িপেটা করলো আসামি
থানায় নেওয়ার পথে দুই পুলিশকে হাতুড়িপেটা করলো আসামি
সরকারি সফরে কাতার গেলেন সেনাপ্রধান
সরকারি সফরে কাতার গেলেন সেনাপ্রধান
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’