ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ৬০টি উপজেলায় ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া এই নির্বাচনের প্রথম ৪ ঘণ্টায় গড়ে ১৭ দশমিক ৩১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম। বুধবার (৫ জুন) বেলা ১টায় আগারগাঁওস্থ নির্বাচন ভবনে ইসির নতুন সচিব শফিউল আজিম জানান, বিকাল ৪টার মধ্যে ভোটের হার অন্তত ৩৫ শতাংশ হতে পারে বলে ধারণা পাওয়া গেছে।
তিনি জানান, শান্তিপূর্ণ ও স্বতস্ফুর্তভাবে ভোট চলছে। এ ধাপের ৫ সহস্রাধিক ভোটকেন্দ্রের মধ্যে প্রায় সাড়ে ৩ হাজার কেন্দ্রের সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত ভোটের হারের তথ্য সংগ্রহ করা হয়েছে।
বিকালে ভোটার উপস্থিতি বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, ‘আশা করা যায়, দিনশেষে ভোটার উপস্থিতি আরও বাড়বে।’
এ পর্যন্ত কোথাও বড় ধরনের কোনও অনিয়ম, গোলযোগের তথ্য পায়নি ইসির কেন্দ্রীয় মনিটরিং সেল। তবে বিভিন্ন উপজেলায় ভোটের সময় অনিয়মের চেষ্টা করায় চার জনকে আটক এবং তিন জনকে জরিমানা করা হয়েছে।
ষষ্ঠ উপজেলা নির্বাচনে দেশের মোট ৪৯৫ উপজেলার মধ্যে নির্বাচন উপযোগী সাড়ে ৪শ’ উপজেলায় চার ধাপে ভোট হচ্ছে। পরে মেয়াদোত্তীর্ণ হলে বাকিগুলোতে ভোটের আয়োজন করবে নির্বাচন কমিশন।
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোট হয় ৮ মে। এসব উপজেলায় গড়ে প্রায় ৩৬ শতাংশ ভোট পড়ে। এরপর ২১ মে দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় ভোট হয়, তাতে ভোটের হার ৩৮ শতাংশ। আর তৃতীয় ধাপে ২৯ মে ৯০ উপজেলায় ভোট হয়। এ নির্বাচনে ৩৬ শতাংশ ভোট পড়েছে।
আজ চতুর্থ ধাপের ভোটে ৬০টি উপজেলায় তিন পদে মোট ৭২১ জন প্রার্থী রয়েছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ২৫১ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৬৫ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ২০৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।