X
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
৬ চৈত্র ১৪৩১

ক্ষেতলালে ২১০০ ব্যালট পেপার উদ্ধার: থানায় জিডি, প্রিসাইডিং কর্মকর্তাকে শোকজ

জয়পুরহাট প্রতিনিধি
৩১ মে ২০২৪, ১০:৫৫আপডেট : ৩১ মে ২০২৪, ১০:৫৫

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা পরিষদ নির্বাচনের ২০ দিন পর একটি ভোটকেন্দ্র থেকে অব্যবহৃত দুই হাজার ১০০ ব্যালট পেপার উদ্ধারের ঘটনায় নির্বাচন অফিসের পক্ষ থেকে থানায় জিডি ও প্রিসাইডিং অফিসারকে শোকজ করা হয়েছে।

বুধবার (২৯ মে) সকালে ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের ৫ নম্বর ভোটকেন্দ্র আকলাস শিবপুর শ্যামপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয় থেকে ব্যালট পেপারগুলো উদ্ধার করে উপজেলা নির্বাচন কর্মকর্তাকে বুঝিয়ে দিয়েছেন। যেখানে ২১টি ব্যালট বইয়ে চেয়ারম্যান পদে ৭০০, ভাইস চেয়ারম্যান পদে ৭০০ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭০০ মোট দুই হাজার ১০০ অব্যবহৃত ব্যালট পেপার উদ্ধার করা হয়।

ক্ষেতলাল উপজেলা নির্বাচন কর্মকর্তা আয়েশা খাতুন সাংবাদিকদের বলেন, ‘বুধবার (২৯ মে) সকালে আলমপুর ইউনিয়নের আকলাস শিবপুর শ্যামপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ক্ষেতলাল সরকারি ছাইদ আলতাফুন্নেছা কলেজের প্রভাষক তানজির আহমেদ সাকিব অব্যবহৃত ২১টি ব্যালট বইয়ে দুই হাজার ১০০ ব্যালট পেপার আমাকে বুঝিয়ে দিয়েছেন। এ ঘটনায় আমি ক্ষেতলাল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি।’

থানায় জিডি

জেলা নির্বাচন অফিসার ফজলুল করিম বলেন, ‘প্রথম ধাপে গত ৮ মে ক্ষেতলাল উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ছিলেন ক্ষেতলাল সরকারি ছাইদ আলতাফুন্নেছা কলেজের প্রভাষক তানজির আহমেদ সাকিব। ওই কেন্দ্র মোট ভোটার তিন হাজার সাত জন। চেয়ারম্যান পদে মোট প্রদত্ত ভোটের সংখ্যা এক হাজার ৯৯৭টি। মঙ্গলবার (২৮ মে) আকলাস শিবপুর শ্যামপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের একটি আলমারি খোলা হয়। অফিস সহায়ক আলমারির ভেতরে একটি বস্তা দেখে সেই বস্তা খুলে ভেতরে অব্যবহৃত ২১টি ব্যালট বই দেখেন। বিষয়টি তিনি সঙ্গে সঙ্গে প্রধান শিক্ষককে জানান। প্রধান শিক্ষক আজিজুল হাসান ব্যালট পেপার পাওয়ার ঘটনাটি উপজেলা নির্বাচন কর্মকর্তাকে জানান। নির্বাচন কর্মকর্তা ব্যালট পেপারগুলো বিদ্যালয়ের পিয়নের মাধ্যমে তার কার্যালয়ে পৌঁছে দিতে বলেন।’

তিনি আরও জানান, বুধবার ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা তানজির আহমেদ সাকিব ওই বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক আজিজুল হাসানের কাছ থেকে ব্যালট পেপারগুলো বুঝে নেন। এরপর তিনি উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে ব্যালট পেপারগুলো জমা দিয়েছেন। নিয়ম অনুযায়ী ভোটগ্রহণ শেষে অব্যবহৃত ব্যালট পেপার বুঝিয়ে দিতে হয়। কেন এমনটা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় প্রিসাইডিং অফিসারকে শোকজ নোটিশ দিয়ে সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। সেই সঙ্গে ক্ষেতলাল উপজেলা নির্বাচন কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

/কেএইচটি/
টাইমলাইন: উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪
৩১ মে ২০২৪, ১০:৫৫
ক্ষেতলালে ২১০০ ব্যালট পেপার উদ্ধার: থানায় জিডি, প্রিসাইডিং কর্মকর্তাকে শোকজ
সম্পর্কিত
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
পুনর্বহালের দাবিতে যমুনার সামনে অবস্থান ভাইস চেয়ারম্যানদের
দেশের মানুষের উন্নত জীবনযাপনের লক্ষ্যে কাজ করছে সরকার: ধর্মমন্ত্রী
সর্বশেষ খবর
রাজশাহীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ
রাজশাহীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ
মাটি ব্যবসা নিয়ে বিরোধে ধামরাইয়ে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
মাটি ব্যবসা নিয়ে বিরোধে ধামরাইয়ে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
নান্দাইলে শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকায় যুবদলের ৩ নেতা বহিষ্কার
নান্দাইলে শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকায় যুবদলের ৩ নেতা বহিষ্কার
রাজস্থানের প্রথম তিন ম্যাচের অধিনায়ক পরাগ
রাজস্থানের প্রথম তিন ম্যাচের অধিনায়ক পরাগ
সর্বাধিক পঠিত
ঈদের ছুটি আরও দুই দিন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ
ঈদের ছুটি আরও দুই দিন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ
উপদেষ্টা পরিষদের বৈঠকে যেসব সিদ্ধান্ত
উপদেষ্টা পরিষদের বৈঠকে যেসব সিদ্ধান্ত
যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৯৪ কর্মকর্তা
যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৯৪ কর্মকর্তা
কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সম্পাদক সাদ্দাম গ্রেফতার
কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সম্পাদক সাদ্দাম গ্রেফতার
ইবনে সিনা হাসপাতালের বিলবোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’
ইবনে সিনা হাসপাতালের বিলবোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’