বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে ১২টা পর্যন্ত প্রথম দিনের মতো চলাচল করে মেট্রোরেল। প্রতিদিন চার ঘণ্টা মেট্রোরেল ব্যবহারের জন্য র্যাপিড পাসের ব্যবস্থা করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত পাস দেওয়া হবে বলে জানান মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এন এ সিদ্দিক। তবে পাস বিক্রির বিষয়টি জানতে দুপুর আড়াইটার দিকে আগারগাঁও মেট্রো স্টেশনে সরেজমিন গিয়ে দেখা যায়, স্টেশনে ঢোকা এবং বের হওয়ার চারটি গেট বন্ধ। পুলিশ এবং আনসার সদস্যরা বসে আছেন। তারাও কোনও তথ্য দিতে পারছেন না। এমনকি খোঁজ নেওয়ার জন্য ওপরে যেতে চাইলে কাউকে যেতে দেওয়া হচ্ছে না।
পাস কেনার জন্য আগারগাঁওয়ে বাসিন্দা রকিব মেট্রো স্টেশনের বেশ কয়েকটি গেটে খোঁজ করেন। তবে তিনি কোনও তথ্য পাচ্ছিলেন না। এ সময় তিনি দায়িত্বরত আনসার সদস্য ইকবাল কোনও তথ্য দিতে পারেননি। ওপরে কোথাও বিক্রি হচ্ছে কিনা, সে বিষয়টি জানতে চেয়ে ওপরে যেতে চাইলেও তাকে আর যেতে দেওয়া হয়নি।
পাস কেনার জন্য স্টেশনের ওপরের অংশে যেতে চাইলে রকিবের মতো অন্য গেটে বাধা পান রুহুল নামের আরও একজন ব্যক্তি। পুলিশ কনস্টেবল মন্টু তাকে বলেন, ওপরে যাওয়ার কিছু নেই। অন্য গেটে খোঁজ নিন। টিকিট বিক্রি হবে সকালে। পাসের বিষয় আমাদের জানা নেই।
স্টেশনে দায়িত্বরত সিকিউরিটি গার্ড বলেন, সকাল ছাড়া টিকিট পাওয়া যাবে না। এখন স্টেশনে কোনও কর্মকর্তা বা কেউ নেই। পাশে মেট্রোরেলের অফিসে খোঁজ নেওয়ার পরামর্শ দেন তিনি।
পাস বিক্রির সবশেষ অবস্থা জানতে কাউন্টারে যেতে চাইলে দায়িত্বরত পুলিশ সদস্যরা ও আনসার সদস্যরা গণমাধ্যম কর্মীদেরও বাধা দেন।