X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

মেট্রোরেলের ছয় মাসের আয়ের হিসাব নিয়ে বিভ্রান্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৩০আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৩০

মেট্রোরেলের ছয় মাসের আয়ের হিসাব নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়েছে। এই তথ্যে বলা হচ্ছে মেট্রোরেলের গত ছয় মাসের আয় ছিল ১৮ কোটি ২৮ লাখ টাকা, আওয়ামী লীগ সরকার পতনের পর সেই আয় ১৮ দিনে দাঁড়িয়েছে ২০ কোটি টাকা। বিষয়টি সত্য নয় বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ছয় মাসের যে হিসাব ছড়িয়ে পড়েছে, তা মেট্রোরেল উদ্বোধন হওয়ার পর প্রথম ছয় মাসের আয়ের হিসাব ছিল। চলতি বছর ৪ মার্চ জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সাবেক সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের লিখিত উত্তরে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, মেট্রোরেল চালু হওয়ার পর থেকে গত বছরের জুন পর্যন্ত ১৮ কোটি ২৮ লাখ ৬ হাজার ৫১৪ টাকা আয় হয়েছে।

এদিকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক গত ২২ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে বিগত ১৯ দিনের আয় তুলে ধরেন। সেখানে তিনি জানান, ১৯ দিনে আয় হয়েছে ২০ কোটি ৬৭ লাখ ৩ হাজার ৫৫১।  অর্থাৎ এই আয় মেট্রোরেল চালু হওয়ার পর প্রায় ২০ মাস পরের হিসাব। প্রতিনিয়তই মেট্রোরেলের আয় বেড়েছে।

ডিএমটিসিএল সূত্র জানায়, বর্তমান মেট্রোরেলের দৈনিক আয় গড়ে দেড় কোটি টাকার মতো। লাভজনক প্রতিষ্ঠান হতে মেট্রোরেলকে দৈনিক অন্তত তিন কোটি টাকা আয় করতে হবে৷ বর্তমানে মেট্রোরেলে দৈনিক গড়ে ৩ লাখ ২৫ হাজার যাত্রী চলাচল করেন, তবে ৪ লাখ ৫২ হাজার যাত্রী বহনের সক্ষমতা রয়েছে।

ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে আবদুর রউফ বাংলা ট্রিবিউনকে বলেন, প্রথম দিকে পুরোপুরি মেট্রোরেল চালু না হওয়ায় এবং যাত্রী কম থাকায় প্রথম ছয় মাসে আয় কম হয়েছে। আমাদের আয়-ব্যয়ের অডিট হয়। সাবেক সড়কমন্ত্রী ওবায়দুল কাদের সেই অডিটের তথ্য তুলে ধরে প্রথম ছয় মাসের হিসাব দিয়েছিলেন। সেই হিসাবের সঙ্গে বর্তমান হিসাব মেলালে হবে না।

/জেডএ/এফএস/
টাইমলাইন: মেট্রোরেল
২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৩০
মেট্রোরেলের ছয় মাসের আয়ের হিসাব নিয়ে বিভ্রান্তি
১৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:২১
২৪ আগস্ট ২০২৪, ১১:২৪
সম্পর্কিত
মেট্রো স্টেশনের নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
মেট্রো স্টেশনে অগ্নিনির্বাপণ ও উদ্ধার মহড়া
বুধবার মেট্রোরেলের দুই স্টেশনে অগ্নিনির্বাপণ মহড়া চলবে
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!