X
শনিবার, ১৯ জুলাই ২০২৫
৪ শ্রাবণ ১৪৩২

কাজীপাড়া মেট্রো স্টেশন চালু হওয়ায় যাত্রীদের স্বস্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৩৩আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ২০:৩২

কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে গত ১৮ জুলাই ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলাকালে রাজধানীর মিরপুর-১০ নম্বর মেট্রো স্টেশনে হামলা চালান বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। এর পরের দিন শুক্রবার (১৯ জুলাই) সাপ্তাহিক ছুটির দিনে হামলা চালানো হয় কাজীপাড়া স্টেশনে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় স্টেশন দুটিতে। এরপর জননিরাপত্তার স্বার্থে স্টেশন দুটির কার্যক্রম বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুই মাস পরে আবারও চালু হলো কাজীপাড়া স্টেশন। এই স্টেশনটি চালু করায় স্বস্তি প্রকাশ করেছেন এখান থেকে যাতায়াত করা যাত্রীরা। 

কাজীপাড়া স্টেশনে গিয়ে দেখা যায়, বিকাল সাড়ে ৩টার দিকে আসতে শুরু করেছেন যাত্রীরা। শুরুর দিকে যাত্রীর সংখ্যা কিছুটা কম থাকলেও বিকাল গড়াতেই বাড়তে থাকে চাপ।

কাজীপাড়া স্টেশন বন্ধ থাকা নিয়ে সামসুল আলম নামের এক যাত্রী বলেন, এই স্টেশন বন্ধ থাকাতে আমাদের অনেক অসুবিধায় পড়তে হয়েছে। আমাকে নামতে হয়েছে এক স্টেশন আগে শেওড়াপাড়ায়। আমার বাসা থেকে রিকশা নিয়ে শেওড়াপাড়ায় আসতে হতো, যেতে হতো। খরচ বেড়ে গিয়েছিল, এখন কিছুটা স্বস্তি আসবে।

শুরুর দিকে যাত্রী কম থাকলেও পরে বাড়তে থাকে চাপ

কাজীপাড়া স্টেশনে এসেছিলেন ফারিয়া ও তার বন্ধুরা। তারা যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়। তারা বলেন, মাসখানেক এই স্টেশন বন্ধ থাকাতে আমাদের ভোগান্তিতে পড়তে হয়েছে। এখন সেটা থেকে মুক্তি মিলবে। 

এদিকে ছুটির দিনেও মেট্রোরেল চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন যাত্রীরা। ফারিয়া নামের ওই যাত্রী বলেন, আগেই এটা চালু করা দরকার ছিল। আমাদের বন্ধ থাকে শুক্রবার। কিন্তু এদিন হয়তো বন্ধুরা মিলে ঘুরতে বের হই। কিন্তু জ্যামের কারণে বিরক্ত লাগতো। এখন আর সেটা ফেইস করতে হবে না। চাইলেই আড্ডা দিতে যেতে পারবো। যেমন আজ যাচ্ছি টিএসসিতে। 

মিরপুর-১০ নম্বরের বাসিন্দা ইকবাল হোসেন বলেন, আমার বাসা মিরপুর-১০ নম্বরে, কিন্তু আমাকে ওঠা-নামা করতে হয় মিরপুর-১১ কিংবা শেওড়াপাড়া স্টেশন থেকে। এটাতে আমার সময় যেমন নষ্ট হচ্ছিল, আবার খরচও হতো বেশি। এখন কাজীপাড়া স্টেশন চালু হওয়ায় অনেকটা বাঁচা গেলো। চাইলে হেঁটেও যাওয়া-যাবে মাঝেমধ্যে। মিরপুর-১০ নম্বরের স্টেশনটা চালু হলে সব ঠিক হবে। কবে চালু হয়, দেখা যাক। 

বন্ধের দিনে মেট্রোরেল চলাচল নিয়ে তিনি বলেন, শুক্রবারে মেট্রোরেল চালু হওয়ায় অনেক ভালো হয়েছে। এটা আরও আগেই চালু হলে ভালো হতো। শুক্রবারেও অনেক মানুষ যাতায়াত করে। 

এদিকে মিরপুর-১০ নম্বরের মেট্রোস্টেশন চালু প্রসঙ্গে জানতে চাইলে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, আমাদের প্রথমে স্টেশনের ক্ষয়ক্ষতি নির্ণয় করতে হবে। ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশগুলো বদলে নতুন করে বসাতে হবে। এগুলো করতে যেটুকু সময় লাগে, আমরা সেই সময়ের মধ্যেই ওই স্টেশন চালুর চেষ্টা করবো। তাই এখনই নির্দিষ্ট সময় বলা যাচ্ছে না। একইসঙ্গে আমাদের স্টেশনের নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করবো।

কথা বলছেন ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ

শুক্রবারের মেট্রোরেল চলাচলের সময়সূচি হলো, উত্তরা উত্তর হতে মতিঝিল রুটে দুপুর সাড়ে ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং মতিঝিল থেকে উত্তরা উত্তর রুটে দুপুর ৩টা ৫০ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলবে।

উল্লেখ্য, গত ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলাকালে রাজধানীর মিরপুরের-১০ নম্বর গোলচত্বরে থাকা পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। আগুনের কালো ধোঁয়া মেট্রোরেল পর্যন্ত ছড়িয়ে পড়ে। জননিরাপত্তার স্বার্থে ওইদিন বিকাল সাড়ে ৫টায় মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরদিন ১৯ জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে মেট্রোরেল বন্ধ ছিল। ওইদিন বিকালে দুর্বৃত্তদের হামলায় মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১০ নম্বর স্টেশনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ কারণে মেট্রোরেল চলাচল বন্ধ করে রাখা হয়েছিল। 

বিগত সরকারের আমলে এই দুটি স্টেশন মেরামত করে পুনরায় চালু করতে সাড়ে ৩শো কোটি টাকা উল্লেখ করলেও কাজীপাড়া স্টেশনটি ২০ লাখ ৫০ হাজার টাকায় প্রাথমিক সংস্কার শেষে চালু করেছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ।

/এএজে/ইউএস/
টাইমলাইন: মেট্রোরেল
২০ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৩৩
কাজীপাড়া মেট্রো স্টেশন চালু হওয়ায় যাত্রীদের স্বস্তি
১৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:২১
২৪ আগস্ট ২০২৪, ১১:২৪
সম্পর্কিত
সমাবেশ স্থল ছাড়াও শাহবাগে অবস্থান করছেন জামায়াত নেতাকর্মীরা
ধানমন্ডিতে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই, ভিডিও ভাইরাল
বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবসে হাতিরঝিলে বর্ণাঢ্য আয়োজন
সর্বশেষ খবর
কথাশিল্পী হুমায়ূন আহমেদ
কথাশিল্পী হুমায়ূন আহমেদ
কথাশিল্পী হুমায়ূন আহমেদ
কথাশিল্পী হুমায়ূন আহমেদ
‘জুলাই সনদ’ ঘোষণা করতে সরকারকে বাধ্য করা হবে: নাহিদ ইসলাম
‘জুলাই সনদ’ ঘোষণা করতে সরকারকে বাধ্য করা হবে: নাহিদ ইসলাম
কোল্ড প্লের কনসার্টে ভিডিও ভাইরালের পর সিইও-কে ছুটিতে পাঠিয়েছে মার্কিন প্রতিষ্ঠান
কোল্ড প্লের কনসার্টে ভিডিও ভাইরালের পর সিইও-কে ছুটিতে পাঠিয়েছে মার্কিন প্রতিষ্ঠান
সর্বাধিক পঠিত
জামায়াতের সম্মেলনকে কেন্দ্র করে ঢাবি শিক্ষার্থীদের জন্য প্রশাসনের নির্দেশনা
জামায়াতের সম্মেলনকে কেন্দ্র করে ঢাবি শিক্ষার্থীদের জন্য প্রশাসনের নির্দেশনা
সমাবেশের জন্য বিশেষ ট্রেন নিয়ে সমালোচনা: ব্যাখ্যা দিলো রেল কর্তৃপক্ষ
সমাবেশের জন্য বিশেষ ট্রেন নিয়ে সমালোচনা: ব্যাখ্যা দিলো রেল কর্তৃপক্ষ
কেন লাল কাপড়ে ঢেকে দেওয়া হলো আবু সাঈদ স্ট্রিট মেমোরি স্ট্যাম্প?
কেন লাল কাপড়ে ঢেকে দেওয়া হলো আবু সাঈদ স্ট্রিট মেমোরি স্ট্যাম্প?
জামায়াতের সমাবেশে কারা যাচ্ছেন
জামায়াতের সমাবেশে কারা যাচ্ছেন
দেশের জন্য সোনালি ভবিষ্যৎ অপেক্ষা করছে: বাণিজ্য উপদেষ্টা
দেশের জন্য সোনালি ভবিষ্যৎ অপেক্ষা করছে: বাণিজ্য উপদেষ্টা