X
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
৩০ মাঘ ১৪৩১

কোটা আন্দোলনের প্রভাবে ফাঁকা ঢাকার নিম্ন আদালত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০২৪, ১২:৪৩আপডেট : ১৮ জুলাই ২০২৪, ১২:৪৩

চলমান কোটা সংস্কার আন্দোলনের প্রভাব পড়েছে ঢাকার নিম্ন আদালতে। আইনজীবী, বিচারপ্রার্থী ও আসামির সংখ্যা তুলনামূলক কম দেখা গেছে।

ঢাকার জজ কোর্ট প্রাঙ্গণে মূলত সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত মানুষের পদচারণা বেশি থাকে। কিন্তু বৃহস্পতিবার (১৮ জুলাই) এ সময় কোনও ভিড় দেখা যায়নি। আদালত প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, অধিকাংশ মামলায় কোনও বাদী এলে আসামি আসেনি। আবার কোনও মামলায় আসামি এসেছে কিন্তু বাদি আসেনি। বাদীর সাক্ষী কিংবা আসামি না আসায় প্রায় সব মামলায় সময়ের আবেদন করা হয়েছে।

আইনজীবী, বিচারপ্রার্থী ও আসামির সংখ্যা তুলনামূলক কম। ছবি: প্রতিবেদক

এদিকে ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে কিছুসংখ্যক আসামি আনা হলেও নিরাপত্তার স্বার্থে কাশিমপুর কারাগার থেকে ঢাকার আদালতে কোনও আসামি আনা হয়নি। সাক্ষী বাদী কিংবা আসামির উপস্থিতিও কম। এতে মামলার কার্যক্রম ব্যাহত হয়েছে।

ঢাকা জজ কোর্টের আইনজীবী জাহিদ হাসান বলেন, ‘আজ তুলনায়মূলকভাবে আদালতে বিচারপ্রার্থী কম এসেছে। গুরুত্বপূর্ণ কিছু আসামি ছাড়া রাজনৈতিক কোনও মামলার আসামিকে আদালতে হাজির করেননি কারা কর্তৃপক্ষ। এছাড়া যারা ঢাকার বাইরে অবস্থান করছেন, তারাও কোটা আন্দোলনের কারণে আসতে পারছেন না। সব মিলিয়ে অনিবার্যভাবেই মামলার পরবর্তী শুনানির তারিখ পড়ছে।’

সংস্কার আন্দোলনের প্রভাব পড়েছে ঢাকার নিম্ন আদালতে। ছবি: প্রতিবেদক

ঢাকা মহানগর আদালতের হাজতখানার ওসি সাদিক বলেন, ‘ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে ৪৪ আসামিকে আদালতে আনা হয়। তবে কাশিমপুর কারাগার থেকে ঢাকার আদালতে আসামিবাহী কোনও প্রিজন ভ্যান আসেনি।’ ঢাকার সিএমএম আদালতেও একই অবস্থা বলে জানিয়েছেন তিনি।

এদিকে ঢাকা জজ কোর্টের আশেপাশের ঘুরে দেখা গেছে বেলা ১১টা পর্যন্ত আন্দোলনকারীরা রাস্তায় নামেনি। রাস্তায় যানবাহনের উপস্থিতিও তুলনামূলক কম। বাস বা বড় কোনও যানবাহন দেখা যায়নি। রিকশা-অটোরিকশায় যাচ্ছেন যাত্রীরা।

সদরঘাট এলাকা থেকে মিরপুর যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হন রিফাত হোসেন। তিনি বলেন, ‘বাসা থেকে বের হতে কিছুটা ভয় লাগছিল। কী জানি কী হয়? গুরুত্বপূর্ণ কাজের জন্য বাধ্য হয়ে বাইরে বের হয়েছি। দেশের যে অবস্থা, ভালোভাবে পৌঁছাতে পারলে হয়!’

 

/এআই/ আরকে/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
শেখ হেলালের পিএস মুরাদ ৪ দিনের রিমান্ডে
সিএমপির সাবেক কমিশনার কারাগারে, জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি
স্ত্রীসহ জাপার মুজিবুল হক চুন্নুর দেশত্যাগে নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
সাত বছর পর মাঠে গড়াচ্ছে তৃতীয় বিভাগ কোয়ালিফায়ার
সাত বছর পর মাঠে গড়াচ্ছে তৃতীয় বিভাগ কোয়ালিফায়ার
শঙ্কায় সাধারণ মানুষ, তাদের প্রত্যাশা অনুযায়ী দেশ চলছে না: কাদের সিদ্দিকী
শঙ্কায় সাধারণ মানুষ, তাদের প্রত্যাশা অনুযায়ী দেশ চলছে না: কাদের সিদ্দিকী
সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
চুরি যাওয়া মোবাইল ও টাকার সঙ্গে হ্যাক হওয়া ফেসবুক আইডিও উদ্ধার করেছে পুলিশ
চুরি যাওয়া মোবাইল ও টাকার সঙ্গে হ্যাক হওয়া ফেসবুক আইডিও উদ্ধার করেছে পুলিশ
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের নতুন দল গঠনে জরিপ: যা লিখছেন সাধারণ মানুষ
শিক্ষার্থীদের নতুন দল গঠনে জরিপ: যা লিখছেন সাধারণ মানুষ
‌‘হেফাজতে ইসলামের আপত্তিতে’ লালন স্মরণোৎসব বন্ধ
‌‘হেফাজতে ইসলামের আপত্তিতে’ লালন স্মরণোৎসব বন্ধ
৩২ নম্বরে বুলডোজারে উঠে স্লোগান দিয়েছি, ছাত্রলীগের প্রথম আক্রোশের শিকার আমি
সংবাদ সম্মেলনে কনটেন্ট ক্রিয়েটর কাফি৩২ নম্বরে বুলডোজারে উঠে স্লোগান দিয়েছি, ছাত্রলীগের প্রথম আক্রোশের শিকার আমি
তোপের মুখে অফিস ছাড়লেন ইউএনও
তোপের মুখে অফিস ছাড়লেন ইউএনও
জাতিসংঘ মিশনে মনোনীত হবেন না র‍্যাব, ডিজিএফআই বা ডিবি সদস্য
জাতিসংঘ মিশনে মনোনীত হবেন না র‍্যাব, ডিজিএফআই বা ডিবি সদস্য