X
বুধবার, ১৯ মার্চ ২০২৫
৫ চৈত্র ১৪৩১

‘স্বৈরাচার হটাইতে পারছি, সাংবাদিকদের ১৫ সেকেন্ডেই ফিনিশ করে দেবো’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ আগস্ট ২০২৪, ১৬:২৩আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ১৭:০২

অতিরঞ্জিত সংবাদ প্রকাশ করলে সাংবাদিকদের ১৫ সেকেন্ডে ফিনিশ (শেষ) করে দেওয়ার হুমকি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি। শনিবার (১৭ আগস্ট) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক সমন্বয়ক ও চার সহ-সমন্বয়কের পদত্যাগ এবং চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি টিম ভেঙে দেওয়া নিয়ে সংবাদ প্রকাশের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ হুমকি দেন।

ইতোমধ্যে সাংবাদিকদের হুমকি দিয়ে রাফি যে বক্তব্য দিয়েছেন তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সেই বক্তব্যে সমন্বয়ক তালাত মাহমুদ রাফি বলেন, ‘যারা মিডিয়ার ভাইয়েরা আছেন, আপনারা কোনোভাবেই অতিরঞ্জিত করে কিছু বলার চেষ্টা করবেন না। গতকালকে আমরা কোনও মিডিয়ার সঙ্গে কথাই বলিনি। এটা স্পষ্ট। দেখুন চট্টগ্রামকে তিনটি ভাগে ভাগ করেছিলাম। মহানগর, উত্তর ও দক্ষিণ। কিছু সমস্যা ছিল। থানা ভাঙা হয়েছে, কারও অসুস্থতা, ট্রাফিক, তো এরকম জিনিসগুলোর জন্য আমরা প্রতিনিধিদল করেছিলাম। ওই কাজগুলো শেষ হয়ে গেছে। যার দরুন আমাদের প্রতিনিধিদলের আর প্রয়োজন হচ্ছে না। ওই প্রতিনিধিদলে মেক্সিমামই সমন্বয়ক ছিল। যার বাড়ি যেখানে সে জিনিসগুলো দেখেছে। ধরুন, একজনের বাড়ি মহানগরে, সে মহানগরের ভেতর দায়িত্বে ছিল। একজনের বাড়ি উত্তরে, একজনের বাড়ি দক্ষিণে, এভাবে দায়িত্বগুলো দিয়েছিলাম। এখন আমাদের সে কাজগুলো শেষ হয়ে গেছে। যার কারণে আমাদের আর প্রতিনিধিদলটির প্রয়োজন হচ্ছে না।’

তিনি বলেন, ‘আমরা অন্য কাজগুলোতে এখন ফোকাস দিতে যাচ্ছি। যার ফলে প্রতিনিধিদলটা আপাতত স্থগিত করেছি বা এটি আর কাজ করবে না। জিনিস এটাই। কিন্তু এটাকে অতিরঞ্জিত করে বিভিন্নভাবে পাবলিশ করার চেষ্টা করা হচ্ছে। অনিয়ম একটা ব্যাপার আসছে। এ জিনিসটা এভাবে হাইলাইট করা হচ্ছে। কিন্তু আমরা এরকম কিছুই বলিনি, যেটা মিডিয়াতে চলে আসছে। তাই আমরা হুঁশিয়ারি করে বলবো, অতিরঞ্জিত সংবাদ করার চেষ্টা যদি আপনারা করেন, আমরা স্বৈরাচার খুনি হাসিনাকে হটাইতে পারছি, পালাইতে বাধ্য করছি, আপনারা (সাংবাদিকরা) কিন্তু আমাদের কাছে কেউ না। ১৫ সেকেন্ডও লাগবে না। যখন সাংবাদিক ছিল না, শুধু কয়েকটা মিডিয়া আমাদের সংবাদ প্রচার করছিল, তখন কিন্তু আন্দোলন চলছে। এত এত খুন হয়েছে, এত এত কিছু হয়েছে, আন্দোলন কিন্তু চলেছে। আপনারা এটা ভাববেন না যে এগুলো ছড়িয়ে আপনারাও রেহাই পাবেন। আপনারা কিন্তু রেহাই পাবেন না। একদম ১৫ সেকেন্ডে ফিনিশ (শেষ) করে দেবো। তো আপনারা সতর্ক থাকবেন।’

শুক্রবার (১৬ আগস্ট) সমন্বয়কদের মাঝে সমন্বয়হীনতার অভিযোগ তুলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চবির একজন সমন্বয়ক ও চার সহ-সমন্বয়ক সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেন। তারা হলেন সমন্বয়ক সুমাইয়া শিকদার, সহ-সমন্বয়ক ধ্রুব বড়ুয়া, আল মাশনূন, সাইদুজ্জামান ও ঈশা দে।

সাংবাদিকদের দেওয়া হুমকি প্রসঙ্গে জানতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

/কেএইচটি/এমওএফ/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
১৮ আগস্ট ২০২৪, ১৬:২৩
‘স্বৈরাচার হটাইতে পারছি, সাংবাদিকদের ১৫ সেকেন্ডেই ফিনিশ করে দেবো’
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
‘বাজেটে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিতে হবে’
৩ দিনের মধ্যে গণঅভ্যুত্থান নিয়ে সিনেমা প্রদর্শনীর নির্দেশ
সাংবাদিক মেহেদী হাসানের হত্যাকারীদের শাস্তির দাবি পরিবারের
সর্বশেষ খবর
রাতের আঁধারে সড়ক ঢালাই, ভিডিও করায় যুবককে মারধর করলেন যুবদলের দুই নেতা
রাতের আঁধারে সড়ক ঢালাই, ভিডিও করায় যুবককে মারধর করলেন যুবদলের দুই নেতা
নোয়াবের ৩ দিন ঈদের ছুটি ঘোষণায় ডিআরইউ’র প্রতিবাদ
নোয়াবের ৩ দিন ঈদের ছুটি ঘোষণায় ডিআরইউ’র প্রতিবাদ
ঈদে চাঁদপুর-ঢাকা নৌপথে ফিটনেসহীন লঞ্চ চলবে না
ঈদে চাঁদপুর-ঢাকা নৌপথে ফিটনেসহীন লঞ্চ চলবে না
ইসরায়েলি নিশানায় হামলা বাড়ানোর হুমকি হুথিদের
ইসরায়েলি নিশানায় হামলা বাড়ানোর হুমকি হুথিদের
সর্বাধিক পঠিত
প্রশাসনে চলছে চাপা ক্ষোভ ও উত্তেজনা
প্রশাসনে চলছে চাপা ক্ষোভ ও উত্তেজনা
সরকারের হস্তক্ষেপে ৭৫% কমলো এয়ার টিকিটের মূল্য
সরকারের হস্তক্ষেপে ৭৫% কমলো এয়ার টিকিটের মূল্য
নাজমুল হাসান পাপনের দেখা মিললো লন্ডনে
নাজমুল হাসান পাপনের দেখা মিললো লন্ডনে
রাজধানীতে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি, আহত ১২ পুলিশ
রাজধানীতে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি, আহত ১২ পুলিশ
রাষ্ট্রদ্রোহ মামলায় প্রাথমিকের শিক্ষক গ্রেফতার
রাষ্ট্রদ্রোহ মামলায় প্রাথমিকের শিক্ষক গ্রেফতার