X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৮ বৈশাখ ১৪৩২

প্রত্যেক বাংলাদেশির হৃদয়ে আবু সাঈদের ছবি খোদাই করা আছে: ড. ইউনূস

রংপুর প্রতিনিধি
১০ আগস্ট ২০২৪, ১৫:৫৩আপডেট : ১০ আগস্ট ২০২৪, ১৮:০৬

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্র শহীদ আবু সাঈদের বাড়িতে গিয়ে তার বাবা-মাকে সান্ত্বনা দিয়েছেন। শনিবার বেলা ১১টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে পৌঁছে তিনি আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

ড. ইউনূস শহীদ আবু সাঈদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘এই মুহূর্তে আমি আবু সাঈদকে স্মরণ করছি, যার ছবি প্রত্যেক বাংলাদেশির হৃদয়ে খোদাই করা আছে। কেউ এটি ভুলতে পারে না, কী অবিশ্বাস্য সাহসী যুবক ছিলেন তিনি! তিনি বন্দুকের সামনে দাঁড়িয়ে যান এবং তারপর থেকে আন্দোলনরত তরুণ-তরুণীরা হার মানেননি। সামনে এগিয়ে গেছেন এবং বলেছেন, “যত গুলি মারতে পারো মারো, আমরা এখানে আছি”।’

পুলিশের অস্ত্রের সামনে বুক চিতিয়ে দাঁড়ান অকুতোভয় আবু সাইদ

আবু সাঈদের কবরের বাঁশের বেড়া ছুঁয়ে বক্তব্য দেওয়ার সময় প্রধান উপদেষ্টা বলেন, ‘আবু সাঈদ এই কবরে শুয়ে আছেন। আজকে আমরা তার জন্য নতুন বাংলাদেশ পেয়েছি। এদেশ সাধারণ মানুষের বাংলাদেশ। এখন আবু সাঈদ এক পরিবারের সন্তান না, সারা বাংলাদেশের সন্তান। এখন বাংলাদেশের যত সন্তান সবাই আবু সাঈদের বীরত্বগাঁথা, বুক পেতে দেওয়ার দৃশ্য দেখেছে। ছোট ছোট ছেলেমেয়েরা যখন স্কুলের পাঠ্যবইয়ে সাঈদের বীরত্বগাঁথা গল্প পড়বে তখন তারাও বলবে, “আমিও ন্যায়ের জন্য লড়বো। আমিও বুক পেতে দেবো।” সেই হলো আবু সাঈদ যে দেশের নতুন স্বাধীনতার জন্য নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। সবার প্রতি অনুরোধ, আবু সাঈদ যে স্বপ্ন দেখেছিলেন আমরা যেন তা বাস্তবায়ন করতে পারি।’

তিনি বলেন, ‘এখন আবু সাঈদ শুধু একটি পরিবারের নয়, সারা বাংলাদেশের সন্তান। জাতি-ধর্ম নির্বিশেষে সবার সন্তান– হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবার। কাজেই আপনারা খেয়াল রাখবেন কোথাও যেন কোনও গোলমাল না হয়। কেউ যেন ধর্ম নিয়ে কথা না বলে। আমরা সবাই এ মাটিরই সন্তান। সবার দায়িত্ব সমাজে বিশৃঙ্খলা দূর করা। জাতি-ধর্ম-নির্বিশেষে আবু সাঈদ যেমন দাঁড়িয়েছেন, আমাদেরও তেমনিভাবে দাঁড়াতে হবে।’

পরে ড. ইউনূস শহীদ আবু সাঈদের বাসায় গেলে তার বাবা মকবুল হোসেন ও মা মনোয়ারা বেগম কান্নায় ভেঙে পড়েন। মনোয়ারা বেগম বলেন, ‘আমার ছেলেকে পুলিশ পাখির মতো গুলি করে হত্যা করেছে।’ তিনি ছেলে হত্যার বিচার দাবি করেন।

এরপর পীরগঞ্জ থেকে সড়কপথে কোটা সংস্কার আন্দোলনে আহতদের দেখতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে যান প্রধান উপদেষ্টা। সেখান থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গিয়ে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। প্রধান উপদেষ্টা রংপুর সার্কিট হাউসে অবস্থান করবেন।

প্রসঙ্গত, বেরোবির ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদ আন্দোলনের সময় সামনে থেকে নেতৃত্ব দেন। তিনি বেরোবিতে কোটা সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী ছিলেন। গত ১৬ জুলাই আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন তিনি। পরদিন পীরগঞ্জ উপজেলায় তাকে দাফন করা হয়। ওই গুলির ভিডিও দেশ-বিদেশে সামাজিক যোগাযোগমাধ্যমসহ গণমাধ্যমে ছড়িয়ে পড়লে আন্দোলন নতুন মাত্রা পায়।

/এমএএ/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
১০ আগস্ট ২০২৪, ১৫:৫৩
প্রত্যেক বাংলাদেশির হৃদয়ে আবু সাঈদের ছবি খোদাই করা আছে: ড. ইউনূস
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
সাবেক কৃষিমন্ত্রীর এপিএস আল আমিন গ্রেফতার
বৈষম্যবিরোধীদের আন্দোলনের জেরযশোর মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদকের পদত্যাগ
পদত্যাগে বাধ্য হলেন যশোর মিনিবাস মালিক সমিতির সম্পাদক
সর্বশেষ খবর
জনগণ নির্বাচন ঠেকাতে চাওয়া শক্তিকে ক্ষমা করবে না: আমির খসরু
জনগণ নির্বাচন ঠেকাতে চাওয়া শক্তিকে ক্ষমা করবে না: আমির খসরু
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
এক মোটরসাইকেলে চার যুবক, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকচাপায় দুজনের মৃত্যু
এক মোটরসাইকেলে চার যুবক, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকচাপায় দুজনের মৃত্যু
ঢাকায় এনসিপির বিক্ষোভে অংশ নিতে জনতাকে আহ্বান নাহিদ ইসলামের
ঢাকায় এনসিপির বিক্ষোভে অংশ নিতে জনতাকে আহ্বান নাহিদ ইসলামের
সর্বাধিক পঠিত
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট