X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে সায়েন্স ল্যাব ছাড়লো শিক্ষার্থীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০২৪, ১৬:৫৬আপডেট : ০২ আগস্ট ২০২৪, ১৭:১৯

৯ দফা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শুক্রবার (২ আগস্ট) দুপুরে জুমার নামাজের পর রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় বিক্ষোভ মিছিল করে তারা। এসময় আন্দোলনকারী শিক্ষার্থীরা কোটা আন্দোলনে নিহত-আহতের ক্ষতিপূরণ ও গ্রেফতারদের মুক্তির দাবি জানায়। এসময় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী সদস্য সড়কে অবস্থান নেয়। পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যদেরও দেখা যায়।

আন্দোলনে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ, এশিয়া প্যাসেফিক ইউনিভার্সিটিসহ আরও কয়েকটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

দুপুর দুটার দিকে সায়েন্সল্যাব মোড়ে বায়তুল মামুর জামে মসজিদে জুমার নামাজ শেষে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান সেন্টার ঘুরে আবার সায়েন্সল্যাব হয়ে সিটি কলেজ ও ল্যাবএইড হাসপাতালের মোড় ঘুরে সাইন্সল্যাবের সামনে অবস্থান নেয়।

মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে। তারা পুলিশকে উদ্দেশ করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকে। এছাড়াও শিক্ষার্থীরা ‘আমার ভাইকে মারলো কেনো, পুলিশ তুমি জবাব দাও’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’— এরকম বিভিন্ন স্লোগান দিতে থাকে।

আন্দোলনকারী এক শিক্ষার্থী তানজিলা মাতাব্বার রিমি বলেন, সরকার বর্তমানে শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের ওপর নির্যাতন-নিপীড়ন চালাচ্ছে। আমরা দাবি আদায়ে রাস্তায় নেমেছি৷ আজকে আমরা কেউই নিরাপদ না। বাসায়, রাস্তায় এমন কোনও জায়গা নেই যেখানে আমরা নিরাপদ থাকতে পারি। আমি ঘুমাতে পারি না। আমার ভাইকে, আমার বোনকে ধরে নিয়ে যাচ্ছে। নির্যাতন চালানো হচ্ছে। আমরা এই জালিম সরকারের কাছ থেকে মুক্তি চাই।

বিকাল সাড়ে তিনটার দিকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে কর্মসূচি সমাপ্তি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ঢাকা কলেজ শিক্ষার্থী তানভীর আহমেদ। তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। আমাদের ৯ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আন্দোলন চলবে৷

তবে বিকাল চারটা পর্যন্ত আন্দোলনকারী শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে দেখা যায়। বিকাল সোয়া চারটার দিকে মিছিলটি শাহবাগের দিকে যায়।

/এবি/এমএস/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
নানান অভিযোগ তুলে উমামা ফাতেমা বললেন, ‘আমি আর এই প্ল্যাটফর্মে নেই’
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালনের জাতীয় কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি
জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের পরিবারের জন্য কোটা নাকি ‘বিশেষ সুবিধা’?
সর্বশেষ খবর
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন