X
রবিবার, ০৪ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

বিএনপি কার্যালয়ে রহস্যময় ‘আগন্তুক’, জানেন না মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২৩, ২২:২৬আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ২২:৩৭

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উপদেষ্টা পরিচয়ে একজন বিদেশি নাগরিকের সংবাদ সম্মেলনে অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠেছে। শনিবার (২৮ অক্টোবর)  রহস্যময় এই আগন্তুকের সংবাদ সম্মেলন নিয়ে বিএনপির নেতাদের মধ্যে আলোচনা চলছে। কার সহযোগিতায় তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন, এ নিয়ে সরগরম এখন দল।

শনিবার সন্ধ্যা সাতটার দিকে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ‘বিদেশি ওই আগন্তুক’ সংবাদ সম্মেলন করেন। এসময় তার সঙ্গে সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বিএনপিনেতা ইশরাক হোসেনসহ আরও অনেকে ছিলেন।

যুক্তরাষ্ট্রের ওই আগন্তুক সংবাদ সম্মেলনে বলেন, ‘আজকে যা কিছু হয়েছে তা আলাদা করে কেউ আমাকে বলতে হবে না, আমার কোনও সাক্ষীর প্রয়োজন নেই। আমি নিজে গুলির শব্দ শুনেছি, আমি নিজেই সাক্ষী।’

পরে বিষয়টি নিয়ে ঢাকার মার্কিন দূতাবাসে যোগাযোগ করা হয়। সেখান থেকে একজন দায়িত্বশীল জানান, ‘মার্কিন দূতাবাসের নাম দিয়ে উল্লিখিত (যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উপদেষ্টা পরিচয়) তথ্যটি মিথ্যা এবং ভুল’। বিষয়টিকে 'রিউমার' উল্লেখ করে ওই খবরের সূত্র সম্পর্কে আরও সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়। উইংয়ের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শনিবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশে পুলিশের হামলা, টিয়ারগ্যাস, গুলির পর সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় অফিসে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উপদেষ্টা পরিচয় দিয়ে যিনি সাংবাদিকদের সামনে বক্তব্য রেখেছেন, তা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দৃষ্টিগোচরে এসেছে।

‘এই বিষয়ে বিএনপি একেবারেই অবগত নয় এবং ওই ব্যক্তির বিষয়ে দূতাবাস থেকে কোনও রকম পূর্ব ধারণা মহাসচিবকে দেওয়া হয়নি। বিএনপি তার বক্তব্যের বিষয়ে কোনোভাবেই অবহিত নয়।’ বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

কূটনৈতিক একটি সূত্র বাংলা ট্রিবিউনকে জানিয়েছে, আগন্তুকের নাম মিয়ান আরাফি। তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক একটি এনজিও National Democratic Institute-এ কাজ করেন বলে জানায় ওই সূত্র।

/এসএসজেড/এসটিএস/এমএস/
টাইমলাইন: ডেটলাইন ২৮ অক্টোবর
৩১ অক্টোবর ২০২৩, ০০:০৭
২৮ অক্টোবর ২০২৩, ২২:২৬
বিএনপি কার্যালয়ে রহস্যময় ‘আগন্তুক’, জানেন না মির্জা ফখরুল
২৮ অক্টোবর ২০২৩, ২১:৪৮
২৮ অক্টোবর ২০২৩, ১৭:১৪
২৮ অক্টোবর ২০২৩, ১৬:৫১
২৮ অক্টোবর ২০২৩, ১৬:৪১
২৮ অক্টোবর ২০২৩, ১৬:১৭
২৮ অক্টোবর ২০২৩, ১৫:৫৭
২৮ অক্টোবর ২০২৩, ১৫:৩৬
সম্পর্কিত
রসিদ দিয়ে যানবাহন থেকে চাঁদাবাজি, অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে
খালেদা জিয়া ঢাকায় পৌঁছাবেন মঙ্গলবার
আইনজীবীকে মারধর করে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা
সর্বশেষ খবর
আর্সেনালের মাঠে জিতে বোর্নমাউথের ইতিহাস
আর্সেনালের মাঠে জিতে বোর্নমাউথের ইতিহাস
আর্সেনাল ম্যাচের ১০ জনকে বেঞ্চে রেখে লিগে টানা হার পিএসজির
আর্সেনাল ম্যাচের ১০ জনকে বেঞ্চে রেখে লিগে টানা হার পিএসজির
ঢাকার দুই সিটিকে একীভূত করার যৌক্তিকতা কী
ঢাকার দুই সিটিকে একীভূত করার যৌক্তিকতা কী
চেন্নাইয়ের বিপক্ষে বেঙ্গালুরুর ২ রানের শ্বাসরুদ্ধকর জয়
চেন্নাইয়ের বিপক্ষে বেঙ্গালুরুর ২ রানের শ্বাসরুদ্ধকর জয়
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন