X
শনিবার, ১৯ জুলাই ২০২৫
৪ শ্রাবণ ১৪৩২

চট্টগ্রাম মেডিক্যালে তিন লাশ ও আহত ৪০, স্বজনদের কান্না-আর্তনাদ

নাসির উদ্দিন রকি, চট্টগ্রাম
১৬ জুলাই ২০২৪, ২১:০৯আপডেট : ১৬ জুলাই ২০২৪, ২১:০৯

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চট্টগ্রামে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে তিন জন নিহত ও গুলিবিদ্ধ ১৫ জনসহ আহত হয়েছেন শতাধিক শিক্ষার্থী। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে তিন জনকে মৃত ঘোষণা করা হয়। খবর পেয়ে হাসপাতালে আসেন আহত ও নিহতদের স্বজনরা। কান্নায় ভেঙে পড়েন তারা।

নিহতরা হলেন মো. ওমর ফারুক (৩২), ওয়াসিম আকরাম (২৩) ও ফয়সাল আহমেদ শান্ত (২৪)। ফারুক স্থানীয় একটি ফার্নিচার দোকানের কর্মচারী এবং কুমিল্লার চান্দিনা উপজেলার মো. দুলালের ছেলে। ওয়াসিম চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র ও কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তিনি কক্সবাজারের পেকুয়া উপজেলার মেহেরনামা গ্রামের শফিউল আলমের ছেলে। ফয়সাল চট্টগ্রামের ওমরগণি এমইএস কলেজের ব্যবস্থাপনা বিভাগের ছাত্র। এ ছাড়া আহত অবস্থায় ৪০ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বামীর মৃত্যুর কথা শুনে হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন ফারুকের স্ত্রী সীমা বেগম। তার আহাজারিতে চারপাশের পরিবেশ ভারী হয়ে ওঠে। এ সময় ওয়াসিমের স্বজনদেরও আহাজারি করতে দেখা যায়। 

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিহত ওয়াসিম আকরামের স্বজনদের আহাজারি

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আন্দোলনে আহত বেশ কয়েকজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে তিন জনকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। আহত ৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আমরা সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছি তাদের।’

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নুজহাত ইনু বলেন, ‘আহতদের হাসপাতালে আনা হলে তিন জনকে মৃত ঘোষণা করা হয়। এর মধ্যে ওয়াসিমের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন আছে। ফারুককে গুলিবিদ্ধ অবস্থায় আনা হয়েছিল। তার বুকে গুলি লেগেছে। ফয়সালের পিঠে গুলির চিহ্ন আছে।’

সন্ধ্যায় সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা গেছে, নিহত এবং আহতদের স্বজনদের ভিড়। কান্নাকাটি করছেন অনেকে। জরুরি বিভাগের সামনে সবচেয়ে বেশি ভিড়। শতাধিক স্বজন ভিড় করেছেন। তাদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতাল প্রাঙ্গণ। ভিড়ের কারণে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে বলে হাসপাতালের স্বেচ্ছাসেবীরা বারবার স্বজনদের সরে যেতে মাইকে অনুরোধ করে যাচ্ছেন। 

হাসপাতালে স্বজনদের ভিড়

স্থানীয় সূত্র জানায়, নগরীর মুরাদপুর এলাকায় এই সংঘর্ষ শুরু হলেও তা ছড়িয়ে পড়ে বহদ্দারহাট থেকে জিইসি মোড় পর্যন্ত। কয়েক কিলোমিটার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। একপক্ষ অপরপক্ষের ওপর ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কয়েকজন অস্ত্রধারীকে গুলি ছুড়তে দেখা যায়। এ ছাড়া শিক্ষার্থীদের লক্ষ্য করে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। আহত হয়ে আন্দোলনকারীরা সেখান থেকে সরে গেলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, হামলা ও গুলি ছুড়েছেন যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে অন্তত শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। এ পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে।

আহতদের রেড ক্রিসেন্ট সোসাইটি, সহপাঠী এবং পথচারীরা অ্যাম্বুলেন্স, ভ্যান এবং রিকশায় করে হাসপাতালে নিয়ে যান। অনেকে আহত হয়ে আশপাশের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সংঘর্ষে আহত বেশ কয়েকজনকে হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে তিন জনকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত অন্তত ৪০ জনকে বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

হাসপাতালের জরুরি বিভাগের সামনে স্বজনদের ভিড়  

রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম সিটি ইউনিটের প্রধান আবু নাঈম তামজিদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা আহত ১৯ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যালে এনেছি। আহতদের বেশিরভাগকে আনা হয়েছে মুরাদপুর এলাকা থেকে। আরও অনেকে আহত হয়েছেন। তাদের ঘটনাস্থলেই চিকিৎসা দিয়েছি আমরা।’ 

চট্টগ্রাম মহসিন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মায়মুন উদ্দিন মামুন বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনকারীদের মধ্যে ঢুকে পড়েছে ছাত্রদল ও ছাত্র শিবিরের চিহ্নিত ক্যাডাররা। তাদের হামলায় ছাত্রলীগের অন্তত ৫০ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন। তাদের চিকিৎসার ব্যবস্থা করেছি আমরা।’ 

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক উপ-দফতর সম্পাদক মো. ইদ্রিস আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছাত্রলীগের গুলিতে চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আকরাম নিহত হয়েছেন। তার লাশ চট্টগ্রাম মেডিক্যালে আছে। সে চট্টগ্রাম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিল। তার গ্রামের বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলায়। সে নগরীর বদ্দারহাটে থাকতো।’

/এএম/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
রংপুরে গ্যাস স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ, একজনের মৃত্যু
রাজধানীতে গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
৫৪ বছরের বাংলাদেশে আমরা এই স্বাস্থ্যব্যবস্থা চাই না: ডা. তাসনিম জারা
সর্বশেষ খবর
এই সরকার নতুন ষড়য‌ন্ত্রের পাতা ফাঁদে পা দি‌য়ে‌ছে: মামুনুল হক
এই সরকার নতুন ষড়য‌ন্ত্রের পাতা ফাঁদে পা দি‌য়ে‌ছে: মামুনুল হক
প্রথমবারের মতো মিরপুর স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে পারবেন দর্শকরা
প্রথমবারের মতো মিরপুর স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে পারবেন দর্শকরা
লস অ্যাঞ্জেলসে ভিড়ের মধ্যে গাড়ি ঢুকে পড়ায় বহু আহত, কয়েকজনের অবস্থা গুরুতর
লস অ্যাঞ্জেলসে ভিড়ের মধ্যে গাড়ি ঢুকে পড়ায় বহু আহত, কয়েকজনের অবস্থা গুরুতর
পূজার জোড়া গোলে শ্রীলঙ্কাকে আবারও উড়িয়ে দিয়েছে বাংলাদেশ 
পূজার জোড়া গোলে শ্রীলঙ্কাকে আবারও উড়িয়ে দিয়েছে বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
কেন লাল কাপড়ে ঢেকে দেওয়া হলো আবু সাঈদ স্ট্রিট মেমোরি স্ট্যাম্প?
কেন লাল কাপড়ে ঢেকে দেওয়া হলো আবু সাঈদ স্ট্রিট মেমোরি স্ট্যাম্প?
জামায়াতের সমাবেশে কারা যাচ্ছেন
জামায়াতের সমাবেশে কারা যাচ্ছেন
ঢাকায় সমাবেশে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় জামায়াতের উপজেলা আমির নিহত
ঢাকায় সমাবেশে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় জামায়াতের উপজেলা আমির নিহত
‘মোহামেডান বলেছে দরকার নেই, তাই আবাহনীতে গিয়েছি’
‘মোহামেডান বলেছে দরকার নেই, তাই আবাহনীতে গিয়েছি’
সমাবেশে যোগ দিতে রাজশাহীতে জামায়াতের ট্রেন ভাড়া, খরচ কত?
সমাবেশে যোগ দিতে রাজশাহীতে জামায়াতের ট্রেন ভাড়া, খরচ কত?