নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়ানো দুই যুবককে আটক করে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২১ মে) বিকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাথিয়া শারমীন এই দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত দুই যুবক হলেন- মাঝিনা এলাকার আলী হোসেনের ছেলে ইমরান হোসেন ও আব্দুল জলিলের ছেলে মফিজুল ইসলাম।
এর আগে দুপুরে উপজেলার মাঝিনা মৌজার আহমদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় তাদের দুই জনকে আটক করে পুলিশ।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, ভোটকেন্দ্রে কয়েকজন যুবক লাইনে দাঁড়িয়ে ছিলেন। তবে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন যুবক দৌড়ে পালিয়ে যাচ্ছিলেন। এ সময় দুই যুবককে ভোট দেওয়ার বিষয়ে প্রশ্ন করলে, তারা সাংবাদিকদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। পরে তাদের আটক করা হয়। ওই দুই যুবক ইতিপূর্বে ভোট দিয়ে ফের ভোটদের লাইনে দাঁড়িয়ে থাকার কথা স্বীকার করেছেন। এ সময় পুলিশ তাদের আটক করেছে।
রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক সাকিব আল রাব্বি বাংলা ট্রিবিউনকে বলেন, দুই যুবককে আটক করা হয়েছে। সেখানে ম্যাজিস্ট্রেট পাঠানো হয়েছে। ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আনিসুর রহমান বলেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাথিয়া শারমীন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই দুই জনকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
প্রসঙ্গত, রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুই জন প্রার্থী রয়েছেন। তারা হলেন- আবু হোসেন ভূঞা (রানু) আনারস প্রতীক ও মো. হাবিবুর রহমান দোয়াত কলম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে, ভাইস চেয়ারম্যান পদে মো. মিজানুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফেরদৌসী আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন।রূপগঞ্জ উপজেলায় মোট ভোটার সংখ্যা তিন লাখ ৯০ হাজার ৬০৭ জন।