X
শনিবার, ১৫ মার্চ ২০২৫
১ চৈত্র ১৪৩১

আন্দোলনের প্রভাব পড়ে দিনমজুরদের পেটে

সাজ্জাদ হোসেন
০৮ জুলাই ২০২৪, ২১:০৬আপডেট : ১০ জুলাই ২০২৪, ১৭:০৪

কোটা সংস্কারের দাবিতে সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তীব্র আন্দোলন চলছে। বাংলাদেশে আন্দোলন নতুন কোনও ঘটনা নয়। বিভিন্ন সময় শিক্ষার্থী-রাজনীতিকরা তাদের ন্যায্য দাবিতে আন্দোলনে নামেন। এ পথ ধরেই সময়ে সময়ে বড় বড় পরিবর্তন এসেছে। তবে রাস্তা বন্ধ করে, যানবাহন আটকে, মানুষের স্বাভাবিক চলাচল বন্ধ করে আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ। যারা দিন এনে দিন চলেন, তারা বলছেন, মূলত আন্দোলনের প্রভাব পড়ে আমাদের পেটে। 

যানজটে আটকে আছে গাড়ি

জীবিকা নির্বাহের তাগিদে প্রতিদিন সকালে রিকশা-অটোরিকশা নিয়ে বের হন শ্রমজীবীরা। তাদের আয়ের ওপরই পরিবারের দৈনন্দিন খরচ নির্ভর করে। রাস্তা অবরুদ্ধ থাকলে তাদের আয় কমে যায়। এতে পরিবার-পরিজন নিয়ে দুশ্চিন্তায় পড়তে হয় তাদের। 

রিকশা থেকে যাত্রী নেমে গেছে

সোমবার (৮ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অফিসফেরত অনেকে হেঁটে বাসায় যাচ্ছেন। অনেকে আবার রিকশা, অটোরিকশায় বসে অপেক্ষা করছেন।

এ সময় বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে রিকশাচালক মোহাম্মাদ সালাম বলেন, ‘প্রায় ১ ঘণ্টা ধরে একই জায়গায় বসে আছি। কোথাও যেতে পারছি না। যাত্রীরা রিকশা থেকে নেমে চলে যাচ্ছে।’

অটোরিকশায় বসে এক যাত্রী

অটোরিকশাচালক মোহাম্মাদ জিয়া জানান, তিনি প্রায় ২ ঘণ্টা ধরে একই জায়গায় বসে আছেন। যাত্রীরা নেমে চলে গেছেন। এখনও দিনের জমা ওঠে নাই তার। কীভাবে মালিককে ভাড়া দেবেন জানেন না তিনি।

যাত্রী নেই

২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশে সরকারি চাকরিতে ৫৬ শতাংশ কোটা প্রচলিত ছিল। এর মধ্যে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা, ১০ শতাংশ নারী কোটা, অনগ্রসর জেলার বাসিন্দাদের জন্য ১০ শতাংশ কোটা, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষদের জন্য ৫ শতাংশ এবং প্রতিবন্ধীদের জন্য এক শতাংশ আসন সংরক্ষিত ছিল। ওই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোটা সংস্কারের দাবিতে বড় বিক্ষোভ হয়। কোটা ব্যবস্থা সংস্কার করে ৫৬ শতাংশ থেকে ১০ শতাংশে নামিয়ে আনার দাবি জানিয়েছিলেন আন্দোলনকারীরা। সে বছরের ৪ অক্টোবর কোটা পদ্ধতি বাতিল বিষয়ক পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ভোগান্তিতে নগরবাসী

এর মাধ্যমে ৪৬ বছর ধরে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে যে কোটাব্যবস্থা ছিল, তা বাতিল হয়ে যায়। ২০২১ সালে সেই পরিপত্রের মুক্তিযোদ্ধা কোটা বাতিলের অংশটিকে চ্যালেঞ্জ করে কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান উচ্চ আদালতে রিট করেন। সেই রিটের রায়ে চলতি বছরের ৫ জুন পরিপত্রের ওই অংশ অবৈধ ঘোষণা করা হয়। এরপর থেকেই আন্দোলনে নেমেছেন চাকরিপ্রত্যাশী ও সাধারণ শিক্ষার্থীরা।

আন্দোলনের প্রভাব পড়ে দিনমজুরদের পেটে

আন্দোলনের প্রভাব পড়ে দিনমজুরদের পেটে

 

/আরকে/এমওএফ/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক
উচ্ছেদ অভিযানেও থামছে না ফুটপাত দখল করে ব্যবসা
মাঠ, পার্ক ও জলাধার রক্ষায় ঈদের পর ডিএনসিসি-রাজউকের যৌথ অভিযান
সর্বশেষ খবর
আছিয়া ধর্ষণ-হত্যার ঘটনায় অভিযুক্তদের বাড়ির গাছও কেটে নিয়ে গেছে স্থানীয়রা
আছিয়া ধর্ষণ-হত্যার ঘটনায় অভিযুক্তদের বাড়ির গাছও কেটে নিয়ে গেছে স্থানীয়রা
চা বাগানে তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
চা বাগানে তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ মার্কিন বিচার বিভাগের
ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ মার্কিন বিচার বিভাগের
নিবন্ধন সনদ ও নিয়োগ সুপারিশ জালিয়াতিতে তিন মাদ্রাসা শিক্ষক
নিবন্ধন সনদ ও নিয়োগ সুপারিশ জালিয়াতিতে তিন মাদ্রাসা শিক্ষক
সর্বাধিক পঠিত
পরিবারসহ কূটনীতিক হারুনের পাসপোর্ট বাতিল
পরিবারসহ কূটনীতিক হারুনের পাসপোর্ট বাতিল
কক্সবাজার যেতে পারেননি সেই প্রকৌশলী, ব্রিফ করলেন বেবিচক চেয়ারম্যান
কক্সবাজার যেতে পারেননি সেই প্রকৌশলী, ব্রিফ করলেন বেবিচক চেয়ারম্যান
গহীন সুন্দরবনে গাছের ডালে শুয়ে থাকা নারী উদ্ধার
গহীন সুন্দরবনে গাছের ডালে শুয়ে থাকা নারী উদ্ধার
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে চায়ের দোকানে বিতর্ক, বিএনপি কর্মী গুলিবিদ্ধ
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে চায়ের দোকানে বিতর্ক, বিএনপি কর্মী গুলিবিদ্ধ
রাতের আঁধারে ৩৭ লাখ টাকাসহ এলজিইডির প্রকৌশলী আটক
রাতের আঁধারে ৩৭ লাখ টাকাসহ এলজিইডির প্রকৌশলী আটক