X
শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫
২৫ মাঘ ১৪৩১

৬তলা থেকে ফেলে দেওয়া ছাত্রলীগের সেই কর্মীরা কেমন আছেন?

নাসির উদ্দিন রকি, চট্টগ্রাম
১৮ জুলাই ২০২৪, ০০:১০আপডেট : ১৮ জুলাই ২০২৪, ০১:২৩

কোটা সংস্কারের দাবিতে চট্টগ্রামে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের সময় ছয়তলা ভবন থেকে ফেলে দেওয়া ছাত্রলীগের ছয় কর্মীর অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রামের দুটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। বাকিরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বুধবার (১৭ জুলাই) সন্ধ্যায় দুটি হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে।

আহতদের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে আছেন সুদীপ্ত পাল, পার্কভিউ হাসপাতালের আইসিইউতে আছেন মেহেদী হাসান, জালাল উদ্দিন মোহাম্মদ জুবায়ের, মো. আলমগীর হোসেন, মো. সোহেল ও শ্রাবণ। এর মধ্যে জালাল ও আলমগীরের অবস্থা বেশ গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। আহত বাকি নয় জনের মধ্যে আট জন পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন। অপরজন ছাত্রলীগ কর্মী ইমন ধর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের চিকিৎসা চলছে।

আইসিইউতে থাকা ছয়সহ ১৫ জনের পদ-পদবি না থাকলেও তারা ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ ও দলীয় নেতারা। তারা চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আওয়ামী লীগের যুব ক্রীড়া উপ-কমিটির সদস্য নুরুল আজিম রনির অনুসারী বলে জানা গেছে।

ছয় জনকে চট্টগ্রামের দুটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে

নুরুল আজিম রনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‌‘কোটা আন্দোলনকারীরা মঙ্গলবার বিকালে মুরাদপুর এলাকায় ছয়তলা ভবনের ছাদ থেকে ফেলে দেওয়ায় ছাত্রলীগ-যুবলীগের ১৫ কর্মী গুরুতর আহত হয়েছেন। তাদের অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে একজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে এবং পাঁচ জন আছেন পার্কভিউ হাসপাতালের আইসিইউতে। এর বাইরে পাথর এবং ছুরিকাঘাতে আহত আট জন পার্কভিউ হাসপাতালে এবং একজন চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’

নুরুল আজিম রনি আরও বলেন, ‘বিনা কারণে কোটা সংস্কার আন্দোলনকারীরা আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করেছিল। তাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ২০ জন কর্মী একটি ছয়তলা ভবনের ছাদে আশ্রয় নিয়েছিল। আন্দোলনকারীর ছদ্মবেশে বিএনপি-জামায়াতের লোকজন তাদের নির্দয়ভাবে সাপ মারার মতো পিটিয়ে ছয়তলা থেকে ফেলে দিয়েছে। তারা সবাই নিচে পড়ে মারা গেছে মনে করে ফেলে রেখে চলে যায়। খবর পেয়ে রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা আমাদের ১৫ জন কর্মীকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছেন। বাকি পাঁচ জন আহত অবস্থায় কোনও মতে ফিরে এসেছে।’

চট্টগ্রাম মেডিক্যালে ৮০ জনের বেশি আহত শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মী চিকিৎসা নিয়েছেন বলে জানালেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘৭১ জনের নাম এন্ট্রি করা হয়েছে। তাৎক্ষণিক অনেকের নাম এন্ট্রি করা যায়নি। বর্তমানে ১১ জন চিকিৎসাধীন আছেন। এর মধ্যে একজন আইসিইউতে, দুজন ক্যাজুয়ালিটি বিভাগে, দুজন নিউরো সার্জারিতে, তিন জন অর্থোপেডিক সার্জারি অ্যান্ড ট্রমালোজিতে এবং তিন জন অন্যান্য ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।’

আহত বাকিরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন আছেন

পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক রেজাউল করিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সংঘর্ষে আহত ৪০ জনের মতো আমাদের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে শিক্ষার্থী ও ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা আছেন। অধিকাংশকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। গুরুতর আহত ১৫ জন বর্তমানে চিকিৎসাধীন আছেন। ছয় জন আইসিইউতে ছিলেন। এর মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় আইসিইউতে থাকা একজনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়েছে। বাকি পাঁচ জনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। হয়তো তাদেরও ঢাকায় পাঠাতে হবে।’

ছাদ থেকে ফেলে দেওয়ার ঘটনায় বুধবার সকালে আহত ইমন ধরের মা সুমি ধর বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেছেন। মামলায় ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। সুমি ধর বলেন, আমার ছেলে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাকেসহ ১৫ জনকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মো. সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মঙ্গলবার সংঘর্ষ চলাকালে বাসার ছাদ থেকে ফেলে দেওয়ায় বেশ কয়েকজন গুরুতর আহত হন। বুধবার সকালে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থলে থাকা সিসিটিভির ফুটেজ দেখে ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে নগরীর মুরাদপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে

স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষ চলাকালীন বিকাল ৫টার দিকে মুরাদপুরের একটি ছয়তলা ভবনের ছাদে আশ্রয় নেওয়া ছাত্রলীগ নেতাকর্মীকে বেধড়ক পিটিয়েছেন আন্দোলনকারীরা। তাদের বেপরোয়া মারধরে প্রাণ বাঁচানোর পথ খুঁজে না পেয়ে ছয়তলার ছাদে আশ্রয় নেন ছাত্রলীগ কর্মীরা। সেখানে গিয়েও তাদের মারধর করা হয়। এ সময় কয়েকজন কর্মী ছাদ থেকে ভবনের পাইপ বেয়ে নিচে থামতে গেলেও পেটানো হয়। এতে কয়েকজন নিচে পড়ে যান। আরও কয়েকজনকে ছয়তলা থেকে নিচে ফেলে দেওয়া হয়। 

ঘটনার প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিকাল সাড়ে ৩টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা ষোলশহর স্টেশন থেকে মিছিল নিয়ে মুরাদপুরে আসেন। তখন মুরাদপুরে আন্দোলনকারীরা বিক্ষোভ করছিলেন। সেখানে গেলেই আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল ছোড়ে। একপক্ষ আরেকপক্ষের ওপর ইটপাটকেল ছোড়ে। এর মধ্যে ছাত্রলীগের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। এ সুযোগে তাদের ওপর চড়াও হন আন্দোলনকারীরা। যে যেদিকে পেরেছেন ছড়িয়ে-ছিটিয়ে যান।’ 

মুরাদপুরের একটি ছয়তলা ভবনের ছাদে আশ্রয় নেওয়া ছাত্রলীগ নেতাকর্মীকে বেধড়ক পিটিয়েছেন আন্দোলনকারীরা

তিনি আরও বলেন, ‘ওই সময় ছাত্রলীগের অন্তত ২০ নেতাকর্মী মুরাদপুর মোড়ের মীর মঞ্জিল নামে একটি ভবনের ছাদে আশ্রয় নেন। তারা সেখান থেকে আন্দোলনকারীদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। আন্দোলনকারীরাও নিচ থেকে তাদের পাথর ছুড়ে মারেন। একপর্যায়ে ভবনের ছাদে অবস্থান নেওয়া ছাত্রলীগ কর্মীদের কাছে থাকা পাথর শেষ হয়ে যায়। ততক্ষণে মুরাদপুর মোড় আন্দোলনকারীদের দখলে চলে আসে। এরই মধ্যে আন্দোলনকারীরা ভবনটির ছাদে গিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের লাঠিসোঁটা ও কাঠ দিয়ে পিটিয়ে জখম করেন। তাদের সঙ্গে না পেরে প্রাণে বাঁচতে ভবনের পাইপ বেয়ে নিচে থামতে যান কর্মীরা। ততক্ষণে অন্তত কয়েকজনকে পিটিয়ে ছাদ থেকে নিচে ফেলা দেওয়া হয়। বাকিরা নিচে নামতে গিয়ে পড়ে যান।’

তবে তাদের ফেলে দেওয়া হয়নি বরং হামলার পর পালাতে গিয়ে পড়ে আহত হয়েছেন বলে দাবি করেছেন কোটা সংস্কার আন্দোলনের চট্টগ্রামের সদস্য মোশাররফ হোসেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওই ছয়তলা ভবনের ছাদ থেকে ছাত্রলীগের কয়েকজন উচ্ছৃঙ্খল কর্মী আমাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেছিল। এতে কয়েকজন ছাত্র আহত হন। একপর্যায়ে তাদের ছাদ থেকে নামিয়ে আনা হয়। ছাদ থেকে কাউকে ফেলে দেওয়া হয়নি। তারা ভয়ে পাইপ বেয়ে নামতে গিয়ে পড়ে গিয়ে আহত হয়েছেন।’

আরও পড়ুন: ছাত্রলীগের ১৫ কর্মীকে ছয়তলা থেকে ফেলে দেওয়ার অভিযোগ

/এএম/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
কার্যালয়ে প্রবেশকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০
গাজীপুরে হামলা: আহত আরও একজন ঢামেকে
বৈষম্যবিরোধী কমিটি গঠন নিয়ে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ, শিক্ষকসহ আহত ৫
সর্বশেষ খবর
জয়পুরহাটে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩
জয়পুরহাটে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩
রোহিঙ্গা সংকটে অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব  
রোহিঙ্গা সংকটে অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব  
শ্রীলঙ্কা লিড নিলেও জয় দেখছে অস্ট্রেলিয়া
শ্রীলঙ্কা লিড নিলেও জয় দেখছে অস্ট্রেলিয়া
কার্যালয়ে প্রবেশকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০
কার্যালয়ে প্রবেশকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০
সর্বাধিক পঠিত
গাজীপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পিটুনি, ফেসবুকে যা লিখলেন সারজিস আলম
গাজীপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পিটুনি, ফেসবুকে যা লিখলেন সারজিস আলম
৩২ নম্বরের বাড়ি ভাঙার ঘটনায় নিন্দা ও বিচার দাবি ২৬ বিশিষ্ট নাগরিকের
৩২ নম্বরের বাড়ি ভাঙার ঘটনায় নিন্দা ও বিচার দাবি ২৬ বিশিষ্ট নাগরিকের
চেয়ারম্যানের বাড়িতে হামলা চালিয়ে প্রকাশ্যে তরুণীকে গুলি করে হত্যা
চেয়ারম্যানের বাড়িতে হামলা চালিয়ে প্রকাশ্যে তরুণীকে গুলি করে হত্যা
সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের সময় ১৫ জনকে পিটিয়ে আহত
মসজিদের মাইকে ডাকাতির ঘোষণাসাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের সময় ১৫ জনকে পিটিয়ে আহত
আমরা একটি সুস্থ জাতি দেখতে চাই: সেনাপ্রধান
আমরা একটি সুস্থ জাতি দেখতে চাই: সেনাপ্রধান