X
বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩
২১ অগ্রহায়ণ ১৪৩০
নাসিক নির্বাচন

ইভিএমে ভোট দিতে সময় লাগছে বয়স্কদের

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২২, ১৫:৫৬আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১৬:১৮

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিতে বয়স্কদের একটু সময় লাগছে।  রবিবার (১৬ জানুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জের কয়েকটি কেন্দ্র ঘুরে এসব তথ্য জানা গেছে।

১ নম্বর ওয়ার্ডের পাইনাদী এলাকার নব্বই বৎসরের বৃদ্ধ ভোটার আব্দুল ওহাব (৯০) হাজী শামসুদ্দিন উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে ভোট দিতে আসেন। তিনি বলেন, ‘আমি অন্যের সাহায্য নিয়ে ইভিএমে ভোট দিয়েছি। ভোট দিতে কোনও সমস্যা হয়নি।’

আরেক প্রবীণ ভোটার হাজী মজিবুর রহমান (৮৬) বলেন, ‘এত সহজেই ভোট দিতে পারব জানতাম না। কোনও ধরনের সমস্যা হয়নি।’

একই ওয়ার্ডের মা আমেনা কিন্ডারগার্টেন কেন্দ্রে ভোট দিয়েছেন হাবিবুর রহমান। তিনি জানান, ইভিএম ভোট দিতে একটু ভয় কাজ করছিল। কিন্তু ভোট দিয়ে খুবই ভালো লাগছে। 

মা আমেনা কিন্ডারগার্টেন স্কুল কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা অসিন কুমার বাড়ৈ জানান, এই কেন্দ্রে মোট ভোটার দুই হাজার ৫১৪ জন। একটি ভোট দিতে ১ মিনিট সময় লাগে। বয়স্ক ভোটারদের ভোট দিতে কিছুটা বিলম্ব হচ্ছে। 

তিনি বলেন, এই কেন্দ্রে দুটি ইভিএমে একটি সমস্যা হয়েছিল। ২০ মিনিটের মধ্যে টেকনিশিয়ান এসে সমস্যার সমাধান করে দিয়েছেন। স্ক্যানার মেশিনটি আরেকটু উন্নত করতে হবে বলে জানান তিনি।

মিজমিজি পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয়ে গিয়ে যায়, নারী ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষার পর ভোট দিচ্ছেন। 

মিনা রানী প্রামাণিক নামে এক ভোটার বলেন, ‘পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোট দিয়েছি। সহকারী প্রিসাডিং কর্মকর্তা কীভাবে দিতে হয় বলে দিয়েছেন। পরে সহজেই ভোট দিয়েছি।’

মিজমিজি পাইনদী রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মইনুল হক বলেন, বয়স্ক ভোটারদের ভোট সম্পন্ন করতে একটু বিলম্ব হচ্ছে। বেলা ১১টা পর্যন্ত একটি বুথে ৪২টি ভোট সম্পন্ন হয়েছে। তবে আমাদেরকে ভোটারদের বার বার বলে দিতে হয়। 

মিজমিজি পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের একটি ভোট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আহসান হাবিব বলেন, এই বিদ্যালয়ে চারটি কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে নারীরা ভোট দিচ্ছেন। এ পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশেই ভোট নেওয়া হচ্ছে। এখনও কোনও সমস্যা হয়নি। 

তিনি বলেন, ইভিএমে জাল ভোট দেওয়ার সুযোগ নেই। কারণ ফিঙ্গার প্রিন্ট দিলে ভোটারের ছবিসহ পরিচয় চলে আসে। পরেই ভোটটি কাস্ট করতে হয়। 

এ কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন পরিদর্শক সালাহউদ্দিন ও আনিসুর রহমান। তারা জানান, এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশেই ভোটগ্রহণ চলছে। কোনও বহিরাগতকে ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না।

/এসএইচ/
টাইমলাইন: নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
১৬ জানুয়ারি ২০২২, ২১:০১
১৬ জানুয়ারি ২০২২, ১৮:১৪
১৬ জানুয়ারি ২০২২, ১৫:৫৬
ইভিএমে ভোট দিতে সময় লাগছে বয়স্কদের
১৬ জানুয়ারি ২০২২, ১৩:১৮
১৬ জানুয়ারি ২০২২, ১১:০৫
১৬ জানুয়ারি ২০২২, ১০:০৯
১৬ জানুয়ারি ২০২২, ০৮:৪০
১৬ জানুয়ারি ২০২২, ০০:০১
১৪ জানুয়ারি ২০২২, ২১:১২
১২ জানুয়ারি ২০২২, ১৬:২৫
সম্পর্কিত
সাততলার ছাদ থেকে পড়ে কাউন্সিলরের স্ত্রীর মৃত্যু
শীতলক্ষ্যায় সেতু নির্মাণের প্রত্যয়ে মেয়রের চেয়ারে আইভী
আইভির মিষ্টি খেয়েই বিএনপি থেকে বাদ তৈমুর?
সর্বশেষ খবর
গাইবান্ধায় আ.লীগের প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ
গাইবান্ধায় আ.লীগের প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ
আ.লীগের সঙ্গে জাপা নেতাদের ৩ দফায় বৈঠক, যা জানা গেলো
আ.লীগের সঙ্গে জাপা নেতাদের ৩ দফায় বৈঠক, যা জানা গেলো
চালককে মারধর করে পিকআপভ্যানে আগুন, পুড়ে মরলো কয়েকশ মুরগির বাচ্চা
চালককে মারধর করে পিকআপভ্যানে আগুন, পুড়ে মরলো কয়েকশ মুরগির বাচ্চা
মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে প্রাণ গেলো ২ বন্ধুর
মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে প্রাণ গেলো ২ বন্ধুর
সর্বাধিক পঠিত
ড্রাগন ফল নিয়ে বিভ্রান্তি
ড্রাগন ফল নিয়ে বিভ্রান্তি
আজকের আবহাওয়া: ভারী বর্ষণ এবং তাপমাত্রা কমার পূর্বাভাস
আজকের আবহাওয়া: ভারী বর্ষণ এবং তাপমাত্রা কমার পূর্বাভাস
আরাফাতের ৩ কোটি ৪৪ লাখ টাকা ছয় মাস পর শূন্য
আরাফাতের ৩ কোটি ৪৪ লাখ টাকা ছয় মাস পর শূন্য
৬২ মামলা মাথায় নিয়ে নির্বাচনে বিএনপি থেকে বহিষ্কৃত শওকত মাহমুদ
৬২ মামলা মাথায় নিয়ে নির্বাচনে বিএনপি থেকে বহিষ্কৃত শওকত মাহমুদ
জামায়াতকে একমঞ্চে আনার উদ্যোগ বিএনপির, যুগপৎ ভেঙে যাওয়ার শঙ্কা
জামায়াতকে একমঞ্চে আনার উদ্যোগ বিএনপির, যুগপৎ ভেঙে যাওয়ার শঙ্কা