X
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
৬ চৈত্র ১৪৩১

তৈমুরের নির্বাচনি প্রচারণায় জাতীয় পার্টির ৪ নেতা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২২, ২২:৫৯আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ২২:৫৯

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকারের নির্বাচনি প্রচারণায় বন্দর উপজেলার চার ইউপি চেয়ারম্যানকে অংশ নিতে দেখা গেছে। এ চার জনই জেলা জাতীয় পার্টির বিভিন্ন পদে রয়েছেন।

এদিকে অভিযোগ উঠেছে, বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাতে তাদের ডেকে তৈমুর আলম খন্দকারের নির্বাচনি প্রচারণায় অংশ নিতে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান নির্দেশ দিয়েছেন। সেলিম ওসমানের দাবি, ‘তিনি কাউকে নির্বাচনি প্রচারণায় নামতে নির্দেশ দেননি। এটি যার যার ব্যক্তিগত বিষয়।’

শুক্রবার (৭ জানুয়ারি) সকালে সিটি করপোরেশনের বন্দর অংশের ২৫নং ওয়ার্ডের কাজী নজরুল ইসলাম কলেজের সামনে প্রচারণা চালান তৈমুর। এ প্রচারণায় কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদ হোসেন, ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন ও বন্দর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ এহসান সঙ্গে ছিলেন। এদের মধ্যে কামাল হোসেন মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব। বাকি তিন জন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক। প্রচারণায় অংশ নেওয়ার সময় চার চেয়ারম্যানই মুখে মাস্ক পরে ছিলেন। ইউপি নির্বাচনের আগে এমপি সেলিম ওসমান তাদেরকে নিজের লোক হিসেবে পরিচয় দিয়ে নির্বাচিত করার আহ্বান জানিয়েছিলেন। 

এ বিষয়ে প্রচারণায় অংশ নেওয়া চেয়ারম্যানদের মোবাইল নম্বরে কল করা হলে কামাল হোসেন ছাড়া বাকিদের নম্বর বন্ধ পাওয়া যায়। নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব ও ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন দাবি করেন, মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক সানাউল্লাহ সানুর নির্দেশে তিনি এ নির্বাচনি প্রচারণায় অংশ নিয়েছেন। তাদের সিটি করপোরেশন এলাকায় কোনও ভোট নেই। তাই তারা নির্বাচনি প্রচারণায় অংশ নিলেও কিছু যায় আসে না।

সেলিম ওসমান বলেন, ‘আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। জাতীয় পার্টি কাউকে সমর্থন দেয়নি। আমার কাছে কেউ সমর্থন চায়নি। চেয়ারম্যানদের তৈমুরের নির্বাচনি প্রচারণায় অংশ নিতে কোনও নির্দেশ দেইনি। তারা নিজ নিজ ইচ্ছায় এ প্রচারণায় অংশ নিয়েছেন।’

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা নির্বাচনি প্রচারনায় অংশ নেওয়া আচরণবিধি লঙ্ঘন কি না- জবাবে জেলা নির্বাচন কর্মকর্তা মতিউর রহমান বলেন, ‘এ বিষয়ে নির্বাচনি আচরণবিধিতে স্পষ্ট কোনও নির্দেশনা নেই।’

তবে চার ইউপি চেয়ারম্যানের প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রচারণায় নামলেও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর ভোটে কোনও প্রভাব পড়বে না বলে মনে করছেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আনিসুর রহমান দীপু। তিনি বলেন, ‘তাদের নিজেদেরই পাস করতে ঘাম ছুটে গেছে। আইভীর জনপ্রিয়তায় এত ওপরে যে তাদের মতো নানা অভিযোগে অভিযুক্ত চেয়ারম্যানরা নামলে এখানে কিছু যায় আসে না।’

/এফআর/
টাইমলাইন: নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
১৬ জানুয়ারি ২০২২, ২১:০১
১৬ জানুয়ারি ২০২২, ১৮:১৪
১৬ জানুয়ারি ২০২২, ১৫:৫৬
১৬ জানুয়ারি ২০২২, ১৩:১৮
১৬ জানুয়ারি ২০২২, ১১:০৫
১৬ জানুয়ারি ২০২২, ১০:০৯
১৬ জানুয়ারি ২০২২, ০৮:৪০
১৬ জানুয়ারি ২০২২, ০০:০১
১৪ জানুয়ারি ২০২২, ২১:১২
১২ জানুয়ারি ২০২২, ১৬:২৫
০৭ জানুয়ারি ২০২২, ২২:৫৯
তৈমুরের নির্বাচনি প্রচারণায় জাতীয় পার্টির ৪ নেতা
সম্পর্কিত
মাটি ব্যবসা নিয়ে বিরোধে ধামরাইয়ে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
নান্দাইলে শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকায় যুবদলের ৩ নেতা বহিষ্কার
জনগণ ভোটাধিকার প্রয়োগের অপেক্ষা করছে: আমিনুল হক
সর্বশেষ খবর
স্লো ওভার রেটের কারণে আইপিএলে আর নিষিদ্ধ হবেন না অধিনায়ক
স্লো ওভার রেটের কারণে আইপিএলে আর নিষিদ্ধ হবেন না অধিনায়ক
সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা
সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা
আমার মুখ বন্ধ করতেই দুর্নীতির অভিযোগ: জিএম কাদের
আমার মুখ বন্ধ করতেই দুর্নীতির অভিযোগ: জিএম কাদের
পাবনায় অটোরিকশাকে বাসের ধাক্কা, স্বামী-স্ত্রী-সন্তানসহ নিহত ৪
পাবনায় অটোরিকশাকে বাসের ধাক্কা, স্বামী-স্ত্রী-সন্তানসহ নিহত ৪
সর্বাধিক পঠিত
ঈদের ছুটি আরও দুই দিন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ
ঈদের ছুটি আরও দুই দিন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ
যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৯৪ কর্মকর্তা
যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৯৪ কর্মকর্তা
উপদেষ্টা পরিষদের বৈঠকে যেসব সিদ্ধান্ত
উপদেষ্টা পরিষদের বৈঠকে যেসব সিদ্ধান্ত
কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সম্পাদক সাদ্দাম গ্রেফতার
কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সম্পাদক সাদ্দাম গ্রেফতার
ইবনে সিনা হাসপাতালের বিলবোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’
ইবনে সিনা হাসপাতালের বিলবোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’