X
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
৪ চৈত্র ১৪৩১

প্রার্থীর এজেন্টদের ভোটকেন্দ্রে গণনা পর্যন্ত রাখা হবে: সিইসি  

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২২, ২৩:০৪আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ২৩:০৭

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তিনি বলেছেন, ‘নির্বাচনে চলাকালে সবচেয়ে বড় যে অভিযোগটি ওঠে, তা হলো প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়া। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে প্রার্থীর এজেন্টদের কেন্দ্রে প্রবেশ নিশ্চিত করাসহ ভোট গণনা পর্যন্ত যেন থাকতে পারে- এ জন্য প্রিসাইডিং কর্মকর্তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। কারণ কেন্দ্রে এজেন্ট হচ্ছে একজন প্রার্থীর প্রতিনিধি। ভোটের জন্য প্রার্থীর এজেন্টের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ।’

বুধবার (১২ জানুয়ারি) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, ‘এখানে এমন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে দেশে নির্বাচনটি একটি মডেল হিসেবে উদাহরণ হয়ে থাকবে। সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য ও কাউন্সিলর প্রার্থীদের কারণে সহিংসতা বেশি হয়ে থাকে। কিন্তু নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থীরাও আচরণবিধি মেনে চলছেন। সহিংসতার আশঙ্কা কম। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।’

নূরুল হুদা বলেন, ‘নির্বাচনে পরীক্ষামূলকভাবে কয়েকটি কেন্দ্রে স্মার্ট বুথের ব্যবস্থা করা হবে। একটি চার কোণ স্ট্যান্ডের ওপর কাপড় দিয়ে ঘর বানিয়ে এর মাঝে ইভিএম মেশিন রাখার ব্যবস্থা করা হবে। সামনে কালো কাপড় দিয়ে গোপন কক্ষ বানানো হবে। যাতে ভোট কেন্দ্রে যে প্রবেশ করছেন এজেন্টসহ প্রিসাইডিং, পোলিং এজেন্টরা দেখতে পারেন।’

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘সম্প্রতি ইউনিয়ন পরিষদ ও পৌরসভাসহ বিভিন্ন নির্বাচনে দেখা গেছে, ফল ঘোষণার পর বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। অনেক প্রাণহানি ঘটেছে। যেগুলো আমাদের খুব সমালোচনার মধ্যে ফেলেছে। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে এ ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে তীক্ষ্ণ নজরদারি রাখতে হবে। নির্বাচনের পর দিন নারায়ণগঞ্জে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।’

সরকার দলীয় মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী অভিযোগ করেছেন, ‘নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি হচ্ছে’। এর পরিপ্রেক্ষিতে সিইসি বলেন, ‘এমন কোনও তথ্য আমার কাছে নেই।’ তবে স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকারের সমর্থককে পুলিশ হয়রানি করছেন- এমন অভিযোগের কথা জানানো হলে কে এম নূরুল হুদা বৈঠকে উপস্থিত জেলা পুলিশ সুপারকে মাইক দিয়ে উত্তর দিতে বলেন।

জবাবে পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, ‘নির্বাচনের দিন প্রভার বিস্তার করতে পারে বা ভোটের পরিবেশের জন্য হুমকি, এ ছাড়া মাদক ব্যবসায়ী, ওয়ারেন্ট আছে- এমন ব্যক্তিদের আইনের আওতায় আনা হচ্ছে। তবে কোনও প্রার্থীর নির্বাচন সংশ্লিষ্ট কাউকে গ্রেফতার বা হয়রানি করা হচ্ছে না।’

আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণের কথা রয়েছে। এ সিটির নির্বাচন ইভিএমে হবে। সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা পাঁচ লাখ ১৭ হাজার ৩৫৭ জন।

/এফআর/
টাইমলাইন: নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
১৬ জানুয়ারি ২০২২, ২১:০১
১৬ জানুয়ারি ২০২২, ১৮:১৪
১৬ জানুয়ারি ২০২২, ১৫:৫৬
১৬ জানুয়ারি ২০২২, ১৩:১৮
১৬ জানুয়ারি ২০২২, ১১:০৫
১৬ জানুয়ারি ২০২২, ১০:০৯
১৬ জানুয়ারি ২০২২, ০৮:৪০
১৬ জানুয়ারি ২০২২, ০০:০১
১৪ জানুয়ারি ২০২২, ২১:১২
১২ জানুয়ারি ২০২২, ২৩:০৪
প্রার্থীর এজেন্টদের ভোটকেন্দ্রে গণনা পর্যন্ত রাখা হবে: সিইসি  
১২ জানুয়ারি ২০২২, ১৬:২৫
সম্পর্কিত
এনআইডি নির্বাচন কমিশনের অধীনেই থাকা উচিত: সিইসি
নির্বাচনি আচরণবিধি মানার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য জরুরি: সিইসি
চূড়ান্ত তালিকা প্রকাশ, দেশে মোট ভোটার কত জানালেন সিইসি
সর্বশেষ খবর
৩৭তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্বে তাছবীর ও নাছিম
৩৭তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্বে তাছবীর ও নাছিম
বিমানের মৌখিক পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী আটক
বিমানের মৌখিক পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী আটক
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে গাজায় যুদ্ধে ফেরার দাবি ইসরায়েলের 
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে গাজায় যুদ্ধে ফেরার দাবি ইসরায়েলের 
২০ রোজার মধ্যে শ্রমিকের বেতন-বোনাসসহ সব পাওনা পরিশোধের দাবি
২০ রোজার মধ্যে শ্রমিকের বেতন-বোনাসসহ সব পাওনা পরিশোধের দাবি
সর্বাধিক পঠিত
খুলছে উড়াল সেতু, এবার উত্তরের ঈদযাত্রা হবে স্বস্তির
খুলছে উড়াল সেতু, এবার উত্তরের ঈদযাত্রা হবে স্বস্তির
ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনের নেতাদের নামে মামলা, ছাত্রদলের প্রতিবাদ
ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনের নেতাদের নামে মামলা, ছাত্রদলের প্রতিবাদ
পল্লবীতে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২
পল্লবীতে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২
খেলাপি ঋণের অর্ধেকের বেশি ৫ ব্যাংকে, ১৬টির মূলধন ঘাটতি
ঝুঁকির মুখে ব্যাংক খাতখেলাপি ঋণের অর্ধেকের বেশি ৫ ব্যাংকে, ১৬টির মূলধন ঘাটতি
জাবির ২৮৯ শিক্ষার্থীকে বহিষ্কারসহ বিভিন্ন শাস্তি, ৯ শিক্ষক সাময়িক বরখাস্ত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাজাবির ২৮৯ শিক্ষার্থীকে বহিষ্কারসহ বিভিন্ন শাস্তি, ৯ শিক্ষক সাময়িক বরখাস্ত