X
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
২৪ অগ্রহায়ণ ১৪৩০

প্রার্থীর এজেন্টদের ভোটকেন্দ্রে গণনা পর্যন্ত রাখা হবে: সিইসি  

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২২, ২৩:০৪আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ২৩:০৭

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তিনি বলেছেন, ‘নির্বাচনে চলাকালে সবচেয়ে বড় যে অভিযোগটি ওঠে, তা হলো প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়া। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে প্রার্থীর এজেন্টদের কেন্দ্রে প্রবেশ নিশ্চিত করাসহ ভোট গণনা পর্যন্ত যেন থাকতে পারে- এ জন্য প্রিসাইডিং কর্মকর্তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। কারণ কেন্দ্রে এজেন্ট হচ্ছে একজন প্রার্থীর প্রতিনিধি। ভোটের জন্য প্রার্থীর এজেন্টের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ।’

বুধবার (১২ জানুয়ারি) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, ‘এখানে এমন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে দেশে নির্বাচনটি একটি মডেল হিসেবে উদাহরণ হয়ে থাকবে। সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য ও কাউন্সিলর প্রার্থীদের কারণে সহিংসতা বেশি হয়ে থাকে। কিন্তু নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থীরাও আচরণবিধি মেনে চলছেন। সহিংসতার আশঙ্কা কম। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।’

নূরুল হুদা বলেন, ‘নির্বাচনে পরীক্ষামূলকভাবে কয়েকটি কেন্দ্রে স্মার্ট বুথের ব্যবস্থা করা হবে। একটি চার কোণ স্ট্যান্ডের ওপর কাপড় দিয়ে ঘর বানিয়ে এর মাঝে ইভিএম মেশিন রাখার ব্যবস্থা করা হবে। সামনে কালো কাপড় দিয়ে গোপন কক্ষ বানানো হবে। যাতে ভোট কেন্দ্রে যে প্রবেশ করছেন এজেন্টসহ প্রিসাইডিং, পোলিং এজেন্টরা দেখতে পারেন।’

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘সম্প্রতি ইউনিয়ন পরিষদ ও পৌরসভাসহ বিভিন্ন নির্বাচনে দেখা গেছে, ফল ঘোষণার পর বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। অনেক প্রাণহানি ঘটেছে। যেগুলো আমাদের খুব সমালোচনার মধ্যে ফেলেছে। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে এ ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে তীক্ষ্ণ নজরদারি রাখতে হবে। নির্বাচনের পর দিন নারায়ণগঞ্জে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।’

সরকার দলীয় মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী অভিযোগ করেছেন, ‘নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি হচ্ছে’। এর পরিপ্রেক্ষিতে সিইসি বলেন, ‘এমন কোনও তথ্য আমার কাছে নেই।’ তবে স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকারের সমর্থককে পুলিশ হয়রানি করছেন- এমন অভিযোগের কথা জানানো হলে কে এম নূরুল হুদা বৈঠকে উপস্থিত জেলা পুলিশ সুপারকে মাইক দিয়ে উত্তর দিতে বলেন।

জবাবে পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, ‘নির্বাচনের দিন প্রভার বিস্তার করতে পারে বা ভোটের পরিবেশের জন্য হুমকি, এ ছাড়া মাদক ব্যবসায়ী, ওয়ারেন্ট আছে- এমন ব্যক্তিদের আইনের আওতায় আনা হচ্ছে। তবে কোনও প্রার্থীর নির্বাচন সংশ্লিষ্ট কাউকে গ্রেফতার বা হয়রানি করা হচ্ছে না।’

আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণের কথা রয়েছে। এ সিটির নির্বাচন ইভিএমে হবে। সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা পাঁচ লাখ ১৭ হাজার ৩৫৭ জন।

/এফআর/
টাইমলাইন: নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
১৬ জানুয়ারি ২০২২, ২১:০১
১৬ জানুয়ারি ২০২২, ১৮:১৪
১৬ জানুয়ারি ২০২২, ১৫:৫৬
১৬ জানুয়ারি ২০২২, ১৩:১৮
১৬ জানুয়ারি ২০২২, ১১:০৫
১৬ জানুয়ারি ২০২২, ১০:০৯
১৬ জানুয়ারি ২০২২, ০৮:৪০
১৬ জানুয়ারি ২০২২, ০০:০১
১৪ জানুয়ারি ২০২২, ২১:১২
১২ জানুয়ারি ২০২২, ২৩:০৪
প্রার্থীর এজেন্টদের ভোটকেন্দ্রে গণনা পর্যন্ত রাখা হবে: সিইসি  
১২ জানুয়ারি ২০২২, ১৬:২৫
সম্পর্কিত
ইসিতে শাহজাহান ওমর, সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার
অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন চায় ইইউ, আশ্বস্ত করলেন সিইসি
সিইসি জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন: সুব্রত চৌধুরী
সর্বশেষ খবর
নেপালে বাংলাদেশের দুই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
নেপালে বাংলাদেশের দুই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
ডিজিটাল মাধ্যম ও মার্কেটিংয়ে উদ্ভাবনী সমাধানকে সুদৃঢ় করতে ডিজিটাল সামিট অনুষ্ঠিত
ডিজিটাল মাধ্যম ও মার্কেটিংয়ে উদ্ভাবনী সমাধানকে সুদৃঢ় করতে ডিজিটাল সামিট অনুষ্ঠিত
ফি‌লি‌স্তি‌নে স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে লন্ডনে লা‌খো মানুষের বিক্ষোভ
ফি‌লি‌স্তি‌নে স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে লন্ডনে লা‌খো মানুষের বিক্ষোভ
পাগলা মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেলো ৬ কোটি ৩২ লাখ টাকা
পাগলা মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেলো ৬ কোটি ৩২ লাখ টাকা
সর্বাধিক পঠিত
একাধিক দেশের ৯০ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার নিষেধাজ্ঞা
মানবাধিকার লঙ্ঘনএকাধিক দেশের ৯০ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার নিষেধাজ্ঞা
বাংলাদেশে উৎপাদন হলো বিশ্বসেরা কফি, কৃষিতে নতুন সম্ভাবনা
বাংলাদেশে উৎপাদন হলো বিশ্বসেরা কফি, কৃষিতে নতুন সম্ভাবনা
যুক্তরাজ্যে ভিজিট ভিসায় কাজের সুযোগ
যুক্তরাজ্যে ভিজিট ভিসায় কাজের সুযোগ
আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হক আটক
আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হক আটক
কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে জালিয়াতির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি
কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে জালিয়াতির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি