বিরোধীদলীয় নেতা জিএম কাদের বলেছেন, চাকরিতে কোটা পদ্ধতি সমাজে বৈষম্য সৃষ্টিতে সহায়ক। বৈষম্যহীন সমাজ গঠনই মুক্তিযুদ্ধের চেতনা। বৈষম্যহীন সমাজ গড়ার জন্য ন্যায়বিচারভিত্তিক জনগণের নিজেদের একটি দেশ গঠনই ছিল স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য। সে কারণে, কোটা পদ্ধতি মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থি এবং স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্যের মূলে আঘাত।’
বৃহস্পতিবার (১৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ কথা বলেন।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘ছাত্রদের যৌক্তিক দাবি মেনে নিন। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপরে সশস্ত্র ছাত্রলীগসহ সরকারদলীয় সন্ত্রাসীদের হামলা ক্ষমার অযোগ্য।’
জাপা চেয়ারম্যান বলেন, ‘বিনা উসকানিতে আন্দোলনরত কোমলমতি শিক্ষার্থীদের ওপর রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী কর্তৃক চরম নির্মমতা প্রদর্শন করা হচ্ছে— বলে বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা যাচ্ছে। প্রয়োজনের অতিরিক্ত বলপ্রয়োগ করা হচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে।’
‘সবচেয়ে দুঃখজনক বিষয় হলো রাষ্ট্রকর্তৃক নিযুক্ত আইনের রক্ষকরা সশস্ত্র সরকার দলীয় সন্ত্রাসীদের সঙ্গে এক সঙ্গে মিলে আন্দোলনকারীদের বিরুদ্ধে একটি অসম যুদ্ধে লিপ্ত হচ্ছেন।’