X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

দেশে দেশে মেট্রোরেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০২২, ১০:৩০আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ১৭:৪৩

রাজধানী ঢাকার গণপরিবহন হিসেবে প্রথমবারের মতো যুক্ত হতে যাচ্ছে মেট্রোরেল। বাংলাদেশে নতুন হলেও বিশ্বে দ্রুতগতির বিদ্যুৎচালিত এ পরিবহন ব্যবস্থা নতুন নয়। এর বয়স প্রায় ১৪০ বছর। উইকিপিডিয়ার হিসেবে,  বর্তমানে পৃথিবীর ৬১টি দেশের ২০৫টি শহরে চালু আছে এ দ্রুতগতির পরিষেবা। আরও অর্ধ শতাধিক শহরে এ ব্যবস্থা নির্মাণে কাজ চলছে।

পৃথিবীর প্রথম মেট্রোরেল লন্ডনে

পৃথিবীর প্রথম মেট্রোরেল চালনা করা হয় লন্ডনে ১৮৬৩ সালে। পেডিংটন স্টেশন থেকে কিং ক্রস হয়ে   ফারিংডন স্টেশনে মাত্র চার মাইল এলাকায় এটি চলাচল শুরু করে। পৃথিবীর প্রথম ভূগর্ভস্থ মেট্রোরেলও  লন্ডনে চালনা করা হয় ১৮৯০ সালে।

লন্ডন মেট্রোরেল

বর্তমানে লন্ডনে ৪০২ কিলোমিটার দীর্ঘ লাইন যা ২৭টি স্টেশন দ্বারা যুক্ত। এর ৪৫ ভাগ নেটওয়ার্ক মাটির নিচে।  বর্তমানে চালকবিহীন চলাচল করে ট্রেনটি। দিনের ব্যস্ত সময়ে ৫৪০টি ট্রেন চলে যাতে ৫০ লক্ষ মানুষ যাতায়াত করতে পারে।

বুদাপেস্ট মেট্রো

পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম মেট্রো বুদাপেস্ট চালু হয় ১৮৯৬ সালে।  ইউনেস্কো ২০০২ সালে এটিকে একটি ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে।

দীর্ঘতম মেট্রো লাইন চীনের সাংহাইতে

পৃথিবীর দীর্ঘতম মেট্রো লাইন চীনের সাংহাইয়ে, যা ৪৩৪ কিলোমিটার দীর্ঘ। মোট ১১টি রুট দ্বারা সংযুক্ত এ নেটওয়ার্কে ২৭৭টি স্টেশন আছে। এটির নির্মাণ কাজ ১৯৯৫ সালে শুরু হয়েছিল।  সাংহাই মেট্রোরেল সর্বোচ্চ ঘণ্টায়  ৩১১ কিলোমিটার গতিতে চলে।

সাংহাই মেট্রোরেল

পৃথিবীর ব্যস্ত মেট্রো ব্যবস্থা টোকিওতে

পৃথিবীর সবচেয়ে ব্যস্ত মেট্রো স্টেশন টোকিওতে। ২০১৩ সালের এক হিসেবে দেখা গেছে এ মেট্রোরেলের বার্ষিক ব্যবহারকারীর সংখ্যা ৩ দশমিক ৩৩ বিলিয়ন। এটি জাপানের সবচেয়ে পুরাতন মেট্রো লাইন যা ১৯২৭ সালে চালু হয়।

টোকিও মেট্রোরেল

সর্বমোট ৩১০ কিলোমিটার এ মেট্রো নেটওয়ার্ক ১৩টি লাইন ও ২৯০টি স্টেশন দ্বারা সংযুক্ত।

ভারতের প্রথম মেট্রোরেল

ভারতের প্রথম মেট্রোরেল চালু হয় কলকাতা শহরে ২৪ অক্টোবর ১৯৮৪ সালে। এটি প্রথমে এসপেলেনডি থেকে ভবানীপুর ( বর্তমান নেতাজী ভবন) মোট  ৩.৪ কিলোমিটার এলাকায় ১৭টি স্টেশনে চলাচল করতো। এ কাজের ভিত্তিপ্রস্তর ১৯৭২ সালের ২৯ ফেব্রুয়ারি স্থাপন করা হয়।

কলকাতা মেট্রোরেল

এটি বর্তমানে পশ্চিমবঙ্গের  কলকাতা  ও তার পার্শ্ববর্তী উত্তর ও দক্ষ  চব্বিশ পরগনা ও হাওড়া জেলার অংশ-বিশেষে সেবা প্রদান করছে।

২০২২ সালের জুলাই মাসের তথ্য অনুসারে, কলকাতা মেট্রোর দুটি সক্রিয় যাত্রাপথ রয়েছে, একটি হলো দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত দীর্ঘ ৩১.৩৬৫ কিমি মেট্রো লাইন এবং অপরটি ৯.১ কিমি  দীর্ঘ সল্ট-লেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ  মেট্রো লাইন। এখানে ৩৪টি মেট্রো স্টেশন বিদ্যমান, যার মধ্যে ১৭টি স্টেশন ভূগর্ভস্থ, ১৫টি স্টেশন উত্তোলিত এবং ২টি স্টেশন ভূমিগত। এছাড়া আরও চারটি লাইন বিভিন্ন পর্যায়ে নির্মীয়মাণ হয়ে রয়েছে৷ ভারতীয় সময় ভোর ৫টা ৪৫ মিনিট থেকে রাত ৯টায় ৫৫ মিনিট পর্যন্ত মেট্রো পরিষেবা চালু থাকে। মেট্রোর ভাড়া ৫ রুপি  থেকে ৩০ রুপি  এরমধ্যে হেরফের করে।

লাহোর মেট্রোরেল

পাকিস্তানের প্রথম মেট্রোরেল পরিবহন ব্যবস্থা গড়ে পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে। দেরা গুজরান থেকে আলী টাউন ২৭.১ কিলোমিটার মেট্রো লাইনকে অরেঞ্জ লাইন বলা হয় যার ব্যবহার শুরু হয় ২৫ অক্টোবর ২০২০। এটি একটি ড্রাইভারবিহীন স্বয়ংক্রিয় মেট্রো ব্যবস্থা। 

মোট ২৬টি স্টেশনসহ ২৭.১ কিলোমিটার লাইন নির্মাণে খরচ হয় ১.৬ বিলিয়ন ডলার। পাকিস্তানে আরও দুটি মেট্রোরেলের লাইনের নির্মাণ কাজ চলছে।

/আরএইচ/এমআর/
টাইমলাইন: মেট্রোরেল
১৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:২১
২৪ আগস্ট ২০২৪, ১১:২৪
সম্পর্কিত
মেট্রো স্টেশনের নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
মেট্রো স্টেশনে অগ্নিনির্বাপণ ও উদ্ধার মহড়া
বুধবার মেট্রোরেলের দুই স্টেশনে অগ্নিনির্বাপণ মহড়া চলবে
সর্বশেষ খবর
নতুন অর্থবছরের প্রথম দিনে মোংলা বন্দরে ১৪টি বিদেশি জাহাজ
নতুন অর্থবছরের প্রথম দিনে মোংলা বন্দরে ১৪টি বিদেশি জাহাজ
যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ অনুদান হবে সীমিত: রুবিও
যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ অনুদান হবে সীমিত: রুবিও
ত্বকের যত্নে আমের খোসা কাজে লাগাবেন যেভাবে
ত্বকের যত্নে আমের খোসা কাজে লাগাবেন যেভাবে
ব্রহ্মপুত্রে নৌকাডুবি: আরও দুই শিশুর মরদেহ উদ্ধার
ব্রহ্মপুত্রে নৌকাডুবি: আরও দুই শিশুর মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!