রাজধানীর যাত্রাবাড়ীতে কোটাবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় গুলিতে এক রিকশাচালক নিহত হয়েছেন। তাৎক্ষণিক রিকশাচালকের নাম জানা যায়নি। তার আনুমানিক বয়স ৩০ বছর।
বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে কাজলার পার বটতলা এলাকায় সংঘর্ষে এ ঘটনা ঘটে।
আন্দোলন চলাকালীন রিকশাচালক গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
পথচারী রেজাউল ইসলাম অনিক ও সৌরভ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, বিকাল সাড়ে ৪টার দিকে ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছিল। ওই সময়ে এই রিকশাচালক গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান। পাশেই তার রিকশাটি পড়ে ছিল। আমরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল হয়ে ঢামেক হাসপাতালে নিয়ে আসি।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।