X
বুধবার, ২২ মে ২০২৪
৭ জ্যৈষ্ঠ ১৪৩১

শান্তি সমাবেশে সাংস্কৃতিক পরিবেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২৩, ১৫:৩৮আপডেট : ২৮ জুলাই ২০২৩, ১৬:৪২

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে চলছে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শান্তি সমাবেশ। এই সমাবেশে শুরুর আগে চলে সাংস্কৃতিক পরিবেশনা। শুক্রবার (২৮ জুলাই) বেলা সোয়া ২টার পর বৃষ্টি থামলে শুরু হয় এই আয়োজন। এতে দেশের খ্যাতনামা শিল্পীরা গান ও আবৃত্তি পরিবেশন করেন।

আজ দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা। যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, শ্রমিক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন। তারা দুপুরের আগেই সমাবেশস্থল, গুলিস্তান, জিরো পয়েন্ট ও আশপাশের এলাকায় অবস্থান নেন।

দুপুরে জুমার নামাজের পর বৃষ্টি নামলে কিছুটা ছেদ পড়ে সমাবেশস্থলে। এসময় নেতাকর্মীরা আশপাশের দোকানে অবস্থান নেন। বৃষ্টি থামার পরপরই মঞ্চের সামনে অবস্থান নেন আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা। এসময় বঙ্গবন্ধুকে নিয়ে গান পরিবেশন করেন সংগীতশিল্পী আশরাফ উদাস। এছাড়াও শামসুর রাহমানের ‘আমার পরিচয়’ কবিতা আবৃত্তি করেন খ্যাতিমান আবৃত্তিশিল্পী মাহিদুল ইসলাম, সংগীত পরিবেশন করেন দেলোয়ার হোসেন বয়াতী। এ সময় নেতাকর্মীরা নিজ সংগঠনের পতাকা উড়িয়ে, নেচে-গেয়ে মেতে ওঠেন।

শান্তি সমাবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান

অন্যদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালেও সমাবেশস্থলে এসে সঙ্গে জড়ো হচ্ছেন বিভিন্ন এলাকার নেতাকর্মীরা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী ও ভ্রাত্রিপ্রতীম সংগঠনগুলোর নেতাকর্মীরা আসছেন সমাবেশস্থলে। পরে বিকাল ৩টার কিছু পরে সমাবেশ শুরু হয়। আয়োজক তিন সংগঠনের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখছেন। এরপরে বক্তব্য দেবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

৬৪ ফুট দৈর্ঘ্য ও ২৮ ফুট প্রস্থ মঞ্চে অবস্থান করছেন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা। এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্য দেবেন।

সমাবেশে নেতাকর্মীরা

আয়োজক সংগঠনগুলোর নেতারা জানিয়েছেন, এই সমাবেশকে ঘিরে সকল ইউনিটকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে কেন্দ্র থেকে। ঢাকাসহ সারা দেশ থেকে কয়েক লাখ নেতাকর্মী সমাবেশে যোগ দিচ্ছে। বিশেষ করে ঢাকার পার্শ্ববর্তী ৫ জেলার নেতাকর্মীরা আসছেন। এই সমাবেশে এযাবতকালের সবচেয়ে বড় গণজমায়েত হবে। এখান থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দেবেন কেন্দ্রীয় নেতারা।

/এমআরএস/এসও/ইউএস/
টাইমলাইন: আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ
২৯ জুলাই ২০২৩, ১৩:৪৮
২৮ জুলাই ২০২৩, ১৭:০৬
২৮ জুলাই ২০২৩, ১৬:৪০
২৮ জুলাই ২০২৩, ১৫:৩৮
শান্তি সমাবেশে সাংস্কৃতিক পরিবেশনা
সম্পর্কিত
ঋণখেলাপি-অর্থপাচারকারীদের তালিকা প্রকাশের দাবিতে গণসংহতির আল্টিমেটাম
ব্যাটারিচালিত যানবাহন ও চালকদের লাইসেন্সসহ চার দাবি
২৭ মে সারা দেশে আন্দোলনের হুঁশিয়ারি অটোরিকশা চালকদের
সর্বশেষ খবর
কৌশলগত পারমাণবিক অস্ত্র মহড়া শুরু রাশিয়ার
কৌশলগত পারমাণবিক অস্ত্র মহড়া শুরু রাশিয়ার
আ.লীগ নেতার ঘোড়ার দৌড়ে লক্ষাধিক ভোটে পিছিয়ে দুই নেতা
আ.লীগ নেতার ঘোড়ার দৌড়ে লক্ষাধিক ভোটে পিছিয়ে দুই নেতা
বেসবলের দেশ হারিয়ে দিলো বাংলাদেশকে
বেসবলের দেশ হারিয়ে দিলো বাংলাদেশকে
দুইদিন বিঘ্নিত হতে পারে ডেসকোর প্রিপেইড মিটার রিচার্জ
দুইদিন বিঘ্নিত হতে পারে ডেসকোর প্রিপেইড মিটার রিচার্জ
সর্বাধিক পঠিত
১০০ লিচু ১০০০ টাকা, তবু দুশ্চিন্তায় এই গ্রামের চাষিরা
১০০ লিচু ১০০০ টাকা, তবু দুশ্চিন্তায় এই গ্রামের চাষিরা
বিসিএস বাণিজ্য ক্যাডার সংস্কারে নতুন আদেশ
বিসিএস বাণিজ্য ক্যাডার সংস্কারে নতুন আদেশ
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
সহিংসতার দুটি মামলা থেকে খালাস পেলেন ইমরান খান
সহিংসতার দুটি মামলা থেকে খালাস পেলেন ইমরান খান
প্রচুর ভুয়া ‘নুলস্তা’ পাওয়ায় ভিসা দিতে দেরি হচ্ছে: ইতালির রাষ্ট্রদূত
প্রচুর ভুয়া ‘নুলস্তা’ পাওয়ায় ভিসা দিতে দেরি হচ্ছে: ইতালির রাষ্ট্রদূত