X
মঙ্গলবার, ২১ মে ২০২৪
৭ জ্যৈষ্ঠ ১৪৩১

পদপ্রত্যাশীদের জ্বালাতনে মরে যাচ্ছি: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২৩, ২১:০৭আপডেট : ২৮ জুলাই ২০২৩, ২১:৩২

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলটির সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনে পদপ্রত্যাশীদের জ্বালাতনে রয়েছেন বলে মন্তব্য করেছেন।

শুক্রবার (২৮ জুলাই) শান্তি সমাবেশে বক্তব্যকালে তিনি এই মন্তব্য করেন।

যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সমাবেশে অধিক সংখ্যক নেতাকর্মী মঞ্চে ওঠায় বিরক্ত হন তিনি। বক্তব্যের একপর্যায়ে তিনি সেই বিরক্তি প্রকাশ করেন।

নেতাকর্মীদের উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, মাথা গরম করবেন না। সবাই মঞ্চে উঠবেন না। এখন এই চেহারাগুলো দেখাচ্ছেন। শৃঙ্খলা বজায় রাখবেন। আমরা ক্ষমতাসীন দল। আমাদের নেত্রী ডিসিপ্লিন মানেন। সবাই স্টেজে উঠে যাবেন, এটা কোন কথা! একটা নিয়ম আছে। আওয়ামী লীগের মঞ্চে একা শেখ হাসিনা থাকবেন, এরকম ডিসিপ্লিন এই পার্টিতে আছে। সবাই একটা সুযোগ পেয়েছেন, নেতা হয়ে যাবেন একদিনে, এটা তো হবে না। মঞ্চে নেতা সেজে পরে গিয়ে আমাকে জ্বালাতন করবেন। যুবলীগে ঢোকান, ছাত্রলীগে ঢোকান, যুব মহিলা লীগে ঢোকান, মহিলা আওয়ামী লীগে ঢোকান, স্বেচ্ছাসেবক লীগে ঢোকান। এই জ্বালাতনে আমি মরে যাচ্ছি।

সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী কিছু ব্যক্তিও চেহারা দেখাতে আসছেন বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তাদের বিষয়ে তিনি বলেন, আবার কিছু অপেক্ষা করছেন আগামী নির্বাচনে নমিনেশন চাইবেন। এখানকার নমিনেশনের চেহারাগুলোও আমি চিনি। এখানে নমিনেশন নেই। এলাকায় যান, মানুষের সঙ্গে মিশেন। মানুষ ভালো বললে, রিপোর্ট ভালো এলে নেত্রী (দলীয় সভাপতি শেখ হাসিনা) বিবেচনা করবেন। শেখ হাসিনার নমিনেশন ঢাকায় নেই, এই নমিনেশন যার যার এলাকায়। বুঝতে পেরেছেন? ঠিক সেভাবে চলবেন।

সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, শাজাহান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবীর নানক, আব্দুর রহমান, যুগ্ম সম্পাদক মাহাবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ আয়োজক ভ্রাতৃপ্রতিম তিন সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

/ইএইচএস/আরআইজে/এমওএফ/
টাইমলাইন: আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ
২৯ জুলাই ২০২৩, ১৩:৪৮
২৮ জুলাই ২০২৩, ২১:০৭
পদপ্রত্যাশীদের জ্বালাতনে মরে যাচ্ছি: ওবায়দুল কাদের
২৮ জুলাই ২০২৩, ১৭:০৬
২৮ জুলাই ২০২৩, ১৬:৪০
সম্পর্কিত
নির্বাচনের একদিন আগে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম
প্রধানমন্ত্রীর নির্দেশ, জানালেন ওবায়দুল কাদেরঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
ওলামা লীগে ধর্মের নামে ব্যবসা চলবে না: ওবায়দুল কাদের
সর্বশেষ খবর
দ্বিতীয় ধাপে ভোটের হার ৩০ শতাংশের ওপরে, দাবি সিইসি’র
দ্বিতীয় ধাপে ভোটের হার ৩০ শতাংশের ওপরে, দাবি সিইসি’র
এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে সবার সহযোগিতা চান মেয়র তাপস
এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে সবার সহযোগিতা চান মেয়র তাপস
সত্যিই কি প্রেম ছিল, জানালেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা
সত্যিই কি প্রেম ছিল, জানালেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা
গবেষণা সহযোগিতায় শিল্প প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান ইউজিসি’র
গবেষণা সহযোগিতায় শিল্প প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান ইউজিসি’র
সর্বাধিক পঠিত
১০০ লিচু ১০০০ টাকা, তবু দুশ্চিন্তায় এই গ্রামের চাষিরা
১০০ লিচু ১০০০ টাকা, তবু দুশ্চিন্তায় এই গ্রামের চাষিরা
ছুটি ছাড়াই ২৩ মাস কর্মস্থলে আসেননি সরকারি এই কর্মচারী
ছুটি ছাড়াই ২৩ মাস কর্মস্থলে আসেননি সরকারি এই কর্মচারী
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
সংসদীয় কমিটির তোপের মুখে টেলিটক
সংসদীয় কমিটির তোপের মুখে টেলিটক
‘বাংলাদেশ দলে খেলতে না পারলে আমি মরে যাবো না’
‘বাংলাদেশ দলে খেলতে না পারলে আমি মরে যাবো না’