X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

এখনও পথে নেতাকর্মীরা

ঢাবি প্রতিনিধি
২৮ জুলাই ২০২৩, ১৭:০৬আপডেট : ২৮ জুলাই ২০২৩, ১৭:০৬

‘বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদ’ শীর্ষক শান্তি সমাবেশ শুরু হয়েছে বিকাল ৩টায়। সমাবেশে যোগ দিতে এখনও পথে আছেন নেতাকর্মীরা। বৃষ্টির কারণে আটকে থাকায় সময়মতো পৌঁছাতে পারেননি তারা। পিকআপ, বাস, ভ্যান, মোটরসাইকেল নিয়ে এখনও পথে আছেন অনেক নেতাকর্মী।

শুক্রবার (২৮ জুলাই) আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের আয়োজনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে অনুষ্ঠিত হচ্ছে এই শান্তি সমাবেশ।

শান্তি সমাবেশ বিকাল ৩টায় শুরু হলেও বিকাল ৪টার দিকে ঢাকা দুই মহানগর, গাজীপুরসহ বিভিন্ন এলাকা থেকে শান্তি সমাবেশে যোগ দিতে বাস, পিকআপ ভ্যান ও মোটরসাইকেল শোডাউন করে আসতে দেখা যায় ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের।

সরেজমিনে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিকাল ৪টায় শান্তি সমাবেশে যোগ দিতে পোস্টার, ব্যানার ফেস্টুনে বাস, মোটরসাইকেল ও পিকআপ ভ্যান সাজিয়ে মিছিলে স্লোগানে যোগ দিতে বায়তুল মোকাররমের দিকে যাচ্ছেন নেতাকর্মীরা।

এখনও পথে নেতাকর্মীরা

এর আগে দুপুরে জুমার নামাজের পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্রলীগ নেতাকর্মীরা মিছিল নিয়ে শান্তি সমাবেশে যোগ দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে দেখা যায়, শান্তি সমাবেশ যোগ দিতে আওয়ামী, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে আসা বাস রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। নীলক্ষেত পুলিশ ফাঁড়ি থেকে টিএসসির রাজু ভাস্কর্য পর্যন্ত রাস্তার দুপাশে বাস পার্কিং করা হয়েছে। তবে বৃষ্টি হওয়ায় অনেক নেতাকর্মী এসব বাসে বসে আছেন বলে জানান সমাবেশে আসা কর্মীরা।

গাজীপুর থেকে আসা যুবলীগের কর্মী আফসার হাসান বলেন, সমাবেশে যোগ দিতে এসেছি, কিন্তু বৃষ্টি হওয়ায় বাসে বসে আছি। বৃষ্টি থামলে সমাবেশে যোগ দেবো। তবে আমাদের সঙ্গে অনেকেই যোগ দিয়েছে।

মহানগর দক্ষিণ থেকে আসা ছাত্রলীগ কর্মী আরিফ রায়হান বলেন, সমাবেশে যোগ দিতে এসেছি আমাদের ইউনিটের নেতাকর্মীদের সঙ্গে। সবাই চলে গেলেও বৃষ্টির কারণে আমি এখানে আশ্রয় নিয়েছি। এখন বৃষ্টি থেমেছে, তাই সমাবেশের দিকে যাবো।

/এসও/এনএআর/
টাইমলাইন: আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ
২৯ জুলাই ২০২৩, ১৩:৪৮
২৮ জুলাই ২০২৩, ১৭:০৬
এখনও পথে নেতাকর্মীরা
২৮ জুলাই ২০২৩, ১৬:৪০
সম্পর্কিত
আ.লীগ নিষিদ্ধ না করলে দুই উপদেষ্টাকে অপসারণে আন্দোলনের হুঁশিয়ারি এনসিপির
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
সর্বশেষ খবর
ইউআইইউ’র সমাধান কোন পথে?
ইউআইইউ’র সমাধান কোন পথে?
সিলেটে ঘরের দরজা ভেঙে মামা-ভাগনের লাশ উদ্ধার
সিলেটে ঘরের দরজা ভেঙে মামা-ভাগনের লাশ উদ্ধার
ইউনাইটেড পাওয়ারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, বিদ্যুৎ না থাকায় ডিইপিজেডে উৎপাদন বন্ধ
ইউনাইটেড পাওয়ারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, বিদ্যুৎ না থাকায় ডিইপিজেডে উৎপাদন বন্ধ
বৈভবের রেকর্ড গড়া ম্যাচে গুজরাটকে উড়িয়ে দিলো রাজস্থান
বৈভবের রেকর্ড গড়া ম্যাচে গুজরাটকে উড়িয়ে দিলো রাজস্থান
সর্বাধিক পঠিত
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু