X
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
৩ চৈত্র ১৪৩১

অনেক সমস্যাকে ডাইভার্ট করতে এই আন্দোলন: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০২৪, ২১:০০আপডেট : ০৮ জুলাই ২০২৪, ২১:০৪

চলমান শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেনশন স্ক্রিম ‘প্রত্যয়’ বাতিলের আন্দোলন নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এটাকে আমরা দুভাবে দেখি—একটা হচ্ছে দেশে অনেক সমস্যা আছে, সেটাকে ডাইভার্ট করার জন্য আন্দোলন তৈরি করা হচ্ছে। আর শিক্ষার্থীদের কোটাবিরোধী দাবিকে আমরা সমর্থন করি কারণ এটা যৌক্তিক দাবি। এটাকে আমরা অযৌক্তিক বলার কোনও কারণ দেখি না।’

সোমবার (৮ জুলাই) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, ‘৫০ বছর পরেও ৫৬ শতাংশ আপনি কোটা দিয়ে রাখবেন…এটা সম্পূর্ণ অযৌক্তিক। এখানে মেধার বিকাশ হচ্ছে না, মেধাবীদের প্রশাসনসহ বিভিন্ন জায়গায় নিতে পারছেন না। একটা বড় ক্ষতি হয়ে গেছে।’

শিক্ষকদের আন্দোলন যুক্তিসংগত দাবি করে ফখরুল বলেন, ‘শিক্ষকদের দাবি যৌক্তিক। আপনি এর আগে এক রকম কথা বলেছেন, এখন করছেন আরেক রকম। আপনি বলেছেন যে যারা পেনশন পায়, তাদের কোনও দরকার নেই। যারা বাইরে পেনশন পায়, তাদের নিয়ে আসতে পারেন। ঐচ্ছিক বিষয়কে এখন কম্বলসারি করে দিয়েছেন।’

আর্থিক খাতে যে দুরবস্থা উল্লেখ করে তিনি বলেন, ‘সরকারের আর্থিক খাতে যে দুরবস্থা, তাদের টাকাপয়সা সব শেষ হয়ে গেছে। এখন তারা বিভিন্ন জায়গা থেকে মানি হয়ে আসছে। বিভিন্ন অটোনোমাস বডি আছে, এদের মধ্যে অনেকগুলো বডি আছে, যাদের কাছে বহু সারপ্লাস মানি ছিল, সেগুলো নিয়ে নিয়েছে। কোথাও কিছু বাকি রাখছে না, সব নিয়ে গেছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অভিযোগের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের কখনোই এই ধরনের আন্দোলনে ইন্ধন দেওয়ার প্রশ্নই ওঠে না। এসব আন্দোলন তাদের নিজস্ব, এটা তাদের প্রফেশনাল জায়গা থেকে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা করছেন, ছাত্ররা করছেন, ছাত্রীরা করছেন। আমরা এখানে ইন্ধন দিতে যাবো কেন? প্রশ্নই ওঠে না।’

এসব আন্দোলনেকে বিএনপি ‘যৌক্তিক’ মনে করে, এই মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘তবে যেটা সত্যি, সেটা সত্যি বলবো, যেটা যৌক্তিক, সেটা যৌক্তিক বলবো। এটা আমরা সব সময় বলি। দেশের মানুষের কাছে তাদের দাবি। তাদের স্বার্থে যদি তারা ঐক্যবদ্ধ হয়, এটা আমাদের বরং অনুপ্রাণিত করছে।’

দুপুরে গুলশানের কার্যালয়ে বিএনপি মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নিরব, দক্ষিণের রফিকুল আলম মজনু এবং মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের তানভীর আহমেদ রবিন।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘নবগঠিত মহানগর কমিটি দেশনেত্রীর চলমান আন্দোলনসহ সব আন্দোলনে অত্যন্ত ভালো ভূমিকা রাখবে বলে আমরা আশা করি। কারণ যে নেতৃত্বটা এসেছে, আমি মনে করি ঢাকা মহানগর বিএনপির জন্য ভালো নেতৃত্ব এসেছে।’

এর আগে গতকাল রবিবার (৭ জুলাই) ঢাকা মহানগর উত্তর-দক্ষিণসহ বরিশাল, চট্টগ্রাম মহানগরের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করে বিএনপি।

আরও পড়ুন

নুরের পথ ধরেই নাহিদরা, আড়ালে তিন ছাত্র সংগঠন

কোটা নিয়ে বিরোধী দলগুলোর সমর্থনের ‘রাজনীতি’

কোটা ও পেনশন স্কিম বাতিলের আন্দোলনে বিএনপির সমর্থন

/এসটিএস/এনএআর/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
ষড়যন্ত্রকারীদের রুখে দিতে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে: আমিনুল হক
গণতন্ত্র প্রতিষ্ঠায় ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধ থাকতে হবে: নজরুল ইসলাম খান
বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে: তারেক রহমান
সর্বশেষ খবর
জাবির ২৭৮ শিক্ষার্থী ও ১৩ শিক্ষক বহিষ্কার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাজাবির ২৭৮ শিক্ষার্থী ও ১৩ শিক্ষক বহিষ্কার
প্রতারণার ২০ মামলার আসামি মীর হাফিজ গ্রেফতার
প্রতারণার ২০ মামলার আসামি মীর হাফিজ গ্রেফতার
ভোলা থেকে গ্রেফতার কিশোর গ্যাং সদস্য ‘পানি রুবেল’
ভোলা থেকে গ্রেফতার কিশোর গ্যাং সদস্য ‘পানি রুবেল’
হাতিরঝিলে চাঁদাবাজির অভিযোগে প্যান্ডি হাসান গ্রেফতার
হাতিরঝিলে চাঁদাবাজির অভিযোগে প্যান্ডি হাসান গ্রেফতার
সর্বাধিক পঠিত
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র: এনডিটিভিকে মার্কিন গোয়েন্দা প্রধান
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র: এনডিটিভিকে মার্কিন গোয়েন্দা প্রধান
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল
দুর্বল ব্যাংকের সংকট কতটা গভীরে
দুর্বল ব্যাংকের সংকট কতটা গভীরে
উপদেষ্টা আসিফের বই: অফলাইন-অনলাইনে চলছে ‘ইতিহাস’ উপস্থাপন নিয়ে বিতর্ক
উপদেষ্টা আসিফের বই: অফলাইন-অনলাইনে চলছে ‘ইতিহাস’ উপস্থাপন নিয়ে বিতর্ক
ছাত্রলীগ নেতার পক্ষে আদালতে দাঁড়ালেন বিএনপি-জামায়াতের ২৫ আইনজীবী
ছাত্রলীগ নেতার পক্ষে আদালতে দাঁড়ালেন বিএনপি-জামায়াতের ২৫ আইনজীবী