X
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
৩ আষাঢ় ১৪৩২

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান, শতাধিক ককটেল ও অস্ত্র উদ্ধারের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০২৪, ০০:৫৬আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০৫:৪৯

রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে যৌথভাবে অভিযান পরিচালনা করছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) ও ঢাকা মহানগর পুলিশের সদস্যরা। কার্যালয়ের ভেতর থেকে শতাধিক ককটেল ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার এবং কার্যালয় থেকে ছাত্রদলের সাতজন নেতাকে আটক করার কথা জানান তারা।

এই অভিযানের নেতৃত্বে রয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুন-অর-রশিদ। তিনি দাবি করে বলেন, ‘কার্যালয়ের ভেতর থেকে শতাধিক ককটেল ও দেশীয় অস্ত্রশস্ত্র ও ৫০০টি বাঁশের লাঠি উদ্ধার করা হয়েছে। এগুলোর সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই ডিবির উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে গেছে। সাত জনকে আটক করা হয়েছে।’

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান, শতাধিক ককটেল ও অস্ত্র উদ্ধারের দাবি

‘আটক নেতাকর্মীদের জিজ্ঞাসাবাদ করে তাদের কী পরিকল্পনা ছিল, বিস্তারিত জানার চেষ্টা চলছে’, বলেন মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান।

তিনি বলেন, ‘একটি গ্রুপ শুধু অর্থ ও অস্ত্র দিয়েই নয় বরং গুজব ছড়িয়ে আন্দোলনকে নানা দিকে ধাবিত করার চেষ্টা করছে। এর আগেও বিভিন্ন আন্দোলনকে কেন্দ্র করে অনেকে অপরাজনীতি করেছে, আমরা তাদের ছাড় দিইনি। কোটাবিরোধী আন্দোলন ঘিরেও যারা অপরাজনীতি করার চেষ্টা করবে, তাদেরও ছাড় দেবো না। যারা এই ধরনের কাজ করছে, তাদের নাম-নম্বর আমরা পেয়েছি। অচিরেই তাদের গ্রেফতার করা হবে।’

বিএনপি কার্যালয়ে এসব অস্ত্র উদ্ধার দেখিয়েছে ডিবি

গোয়েন্দা কর্মকর্তারা জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ১২টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের ভেতর অভিযান চালানো হয়। পুলিশের কাছে তথ্য ছিল, ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে মিশে গিয়ে বিএনপি নেতাকর্মীরা রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে নাশকতা চালাবে। এই তথ্যের ভিত্তিতে বিএনপি কার্যালয়ে অভিযান চালানো হয়।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান, শতাধিক ককটেল ও অস্ত্র উদ্ধারের দাবি

মঙ্গলবার (১৬ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কার্যালয়টিতে প্রবেশ করেন বলে নিশ্চিত করে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার।

/এসটিএস/এনএল/এনএআর/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
জুবাইদা রহমানের জন্মবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি
মির্জা ফখরুলের সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূতের সাক্ষাৎনির্বাচনের তারিখ ঘোষণার জন্য ধৈর্য ধরতে হবে: আমির খসরু
সিটিটিসির আয়োজনে সাইবার অপরাধ তদন্তে সক্ষমতা বৃদ্ধির কর্মশালা শুরু
সর্বশেষ খবর
আফতাবুলের ৩৩ কোটি টাকা অবরুদ্ধের আদেশ
আফতাবুলের ৩৩ কোটি টাকা অবরুদ্ধের আদেশ
কিয়েভসহ একাধিক ইউক্রেনীয় শহরে রাশিয়ার হামলা, নিহত ১৫
কিয়েভসহ একাধিক ইউক্রেনীয় শহরে রাশিয়ার হামলা, নিহত ১৫
নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের তিন সহযোগীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের তিন সহযোগীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
শপথের সুযোগ নেই, পরিপক্ব আচরণ প্রত্যাশা করি: আসিফ মাহমুদ
শপথের সুযোগ নেই, পরিপক্ব আচরণ প্রত্যাশা করি: আসিফ মাহমুদ
ম্যাক্রোঁকে আক্রমণ ট্রাম্পের, বললেন যুদ্ধবিরতি নয়, বড় কিছু ঘটছে
ম্যাক্রোঁকে আক্রমণ ট্রাম্পের, বললেন যুদ্ধবিরতি নয়, বড় কিছু ঘটছে
জয়ের পথে ইসরায়েল: নেতানিয়াহু
জয়ের পথে ইসরায়েল: নেতানিয়াহু
রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করবে কবে
রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করবে কবে
হিমাগারে আলু সংরক্ষণের মূল্য নিয়ে দ্বন্দ্বের অবসান, ভাড়া নির্ধারণ
হিমাগারে আলু সংরক্ষণের মূল্য নিয়ে দ্বন্দ্বের অবসান, ভাড়া নির্ধারণ