জাতীয় মুক্তি কাউন্সিল সেন্ট্রাল ওয়ার্কিং টিমের এক বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ডিবি কর্তৃক হেফাজতের নামে আটক রাখার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বুধবার (৩১ জুলাই) দলের কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদক ফয়জুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে বলা হয়, ছাত্র-গণঅভ্যুত্থানের ভয়ে সরকার অব্যাহত নির্যাতনের পথ বেছে নিয়েছে।
নিরাপত্তা বাহিনী কর্তৃক ঢাকার হাসপাতালগুলোতে চিকিৎসাধীন সাম্প্রতিক আন্দোলনে আহতদের ছবি তোলা ও তাদের ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ফয়জুল হাকিম। তিনি বলেন, ‘ছাত্র ও জনগণের জানের হিসাব সরকারকে দিতে হবে।’
সেন্ট্রাল ওয়ার্কিং টিমের এই বৈঠকে উপস্থিত ছিলেন মুঈনুদ্দীন আহমেদ, হেমন্ত দাষ, কাইয়ুম হোসেন, শামসুল আলম, দীপা মল্লিক প্রমুখ।