X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পোড়া কনটেইনারগুলোর ভেতর লাশ খুঁজছেন ফায়ারকর্মীরা

রফিকুল ইসলাম, চট্টগ্রাম থেকে
০৮ জুন ২০২২, ১৫:১৮আপডেট : ০৮ জুন ২০২২, ১৫:২২

চট্টগ্রামের সীতাকুণ্ডে শনিবার রাতের বিস্ফোরণের পর পুড়ে যাওয়া কনটেইনারগুলোর ভেতর কোনও লাশ আছে কিনা তা খুঁজে দেখছেন সার্ভিসের সদস্যরা। একই সঙ্গে তারা আগুনে উত্তপ্ত কনটেইনার ঠান্ডা ও ডাম্পিং করার কাজ করছেন। বুধবার (৮ জুন) দুপুরে ওই কনটেইনার ডিপোতে এই দৃশ্য দেখা যায়।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের সহকারী পরিচালক ফারুক হোসেন লাশ খোঁজার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মঙ্গলবার রাতে তাদের ছয়টি ইউনিটের ৪২ জন সদস্য আগুন নেভানোর কাজ করেছেন। এখন তাদের আরও কয়েক সদস্য এ কাজে যুক্ত হবেন। কনটেইনার যত দ্রুত স্তূপ থেকে নামিয়ে আনা যাবে, তত দ্রুত তাদের পক্ষে কাজ শেষ করা সম্ভব হবে।’

ক্রেন বাড়ানো হচ্ছে না কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কর্তৃপক্ষের চারটি ক্রেন ছিল। তার মধ্যে তিনটি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। যে ক্রেন দিয়ে তারা এখন কাজ করছেন, সেটিও পুরনো। কর্তৃপক্ষকে বলা হয়েছে ক্রেন বাড়ানোর জন্য।’

দুপুর ২টার দিকে সরেজমিন দেখা গেছে, ফায়ার সার্ভিসের সদস্যরা পানি ছিটিয়ে কনটেইনার ঠান্ডা করার কাজ করছেন। একটিমাত্র ক্রেন দিয়ে স্তূপ থেকে কনটেইনার নামানোর কাজ করছেন একজন ক্রেন অপারেটর। এ ছাড়া ডিপোর কয়েকজন শ্রমিক ও স্বেচ্ছাসেবী ভেতরে কাজ করছেন। বাইরে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব সদস্যরা অবস্থান করছেন। শ্রমিকরা ঠান্ডা করা কনটেইনারের ভেতরে থাকা প্যাকেটগুলো সরিয়ে নিচ্ছেন। কনটেইনারের স্তূপ থেকে ক্রেন দিয়ে একটি একটি করে কনটেইনার নামিয়ে আনা হচ্ছে। এরপর সেটির দরজা খুলে আগুন নেভানোর কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে একটিমাত্র ক্রেন দিয়ে কাজ করার কারণে কনটেইনার নামাতে সময় লাগছে। এতে কনটেইনার ঠান্ডা করা ও ডাম্পিংয়ের কাজেও সময় লেগে যাচ্ছে।

ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছেন, এখনও ২০টির মতো কনটেইনার ঠান্ডা ও ডাম্পিং করার কাজ বাকি আছে।  মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে বুধবার সকাল ৭টা পর্যন্ত ১২ ঘণ্টায় মাত্র চারটি কনটেইনার নামিয়ে এনে ভেতরে তুষের মতো জ্বলতে থাকা আগুন নেভানো গেছে। এরপর পুরোপুরি ঠান্ডা হলে কনটেইনারগুলো ডাম্পিং করা হয়েছে।

/এমএএ/
টাইমলাইন: সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড
১০ জুন ২০২২, ০৯:০০
০৯ জুন ২০২২, ১৩:৪৩
সম্পর্কিত
বিএম ডিপোতে বিস্ফোরণের ১ বছর, এখনও ক্ষত বয়ে বেড়াচ্ছেন সুলতান মাহমুদ
বিএম ডিপো বিস্ফোরণে নেই কারও দায়: ছেলের জন্য এখনও কাঁদেন স্কুলশিক্ষক বাবা
বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণমালিকপক্ষের অবহেলা পেয়েছে ৬ সংস্থা, কিছুই পায়নি ডিবি
সর্বশেষ খবর
মন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা