X
বুধবার, ২৯ মার্চ ২০২৩
১৫ চৈত্র ১৪২৯

কয়েকজনের অবস্থা ‘বেশ ভালো’, এখনই ছাড়পত্র নয়: ডা. সামন্ত লাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০২২, ১৭:০৫আপডেট : ১২ জুন ২০২২, ১৮:১৮

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ২০ জনের চিকিৎসা চলছে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। তাদের মধ্যে দুই জন এখনও ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) এবং বাকিরা পোস্ট অপারেটিভ ওয়ার্ডে আছেন।

রবিবার (১২ জুন) দুপুরে বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক বলেন, এখানে চিকিৎসাধীন রোগীদের সবারই অবস্থা মোটামুটি ভালোর দিকে। কয়েকজনের অবস্থা বেশ ভালো। তবে এই মুহূর্তে কাউকে ছাড়পত্র দেওয়ার চিন্তা করছি না। কারণ, তাদের ফলোআপ করতে হবে। ছাড়া পেলেই ঢাকা থেকে চট্টগ্রামে চলে যাবেন, তাতে ফলোআপ চিকিৎসা ব্যাহত হবে।

তিনি আরও বলেন, সব চিকিৎসা সম্পন্ন এবং পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত কোনও রোগীকে ছাড়পত্র দেওয়া যাবে না। সরকারও বিষয়টিতে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে, সেই সিদ্ধান্ত মাফিক সবকিছু চলবে। তারা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সে জন্য প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে, আগুনের ঘটনায় দগ্ধ ফায়ার সার্ভিস কর্মী গাউছুল আজম (২৬) চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১২ জুন) ভোর ৩টার দিকে বার্ন ইনস্টিটিউটে মারা যান। তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। শ্বাসনালি পোড়াসহ গাউছুল আজমের শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয় ওই ঘটনায়।

প্রসঙ্গত, গত ৪ জুন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ড উপজেলার কদমরসুল এলাকার বেসরকারি বিএম কনটেইনার ডিপোটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে আগুন নিয়ন্ত্রণের সময় বিস্ফোরণ ঘটলে আহত হন ফায়ার সার্ভিস কর্মীসহ ২ শতাধিক মানুষ। এ ঘটনায় গাউসুল আজমসহ এখন পর্যন্ত ১০ ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হলো। আর সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৭-এ।

/এমআরএস/এমএস/এমওএফ/
টাইমলাইন: সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড
১২ জুন ২০২২, ১৭:০৫
কয়েকজনের অবস্থা ‘বেশ ভালো’, এখনই ছাড়পত্র নয়: ডা. সামন্ত লাল
১০ জুন ২০২২, ০৯:০০
০৯ জুন ২০২২, ১৩:৪৩
সম্পর্কিত
সীতাকুণ্ডে তুলার গুদামের আগুন চারদিকে ছড়িয়ে পড়েছে
বিএম ডিপোতে বিস্ফোরণ: এমসি-ময়নাতদন্তে আটকে আছে মামলার প্রতিবেদন
বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণ: ৭ মাসেও শেষ হয়নি তদন্ত
সর্বশেষ খবর
বিএনপির জবাবের জন্য ‘একটা সময় পর্যন্ত’ অপেক্ষা করবে ইসি
বিএনপির জবাবের জন্য ‘একটা সময় পর্যন্ত’ অপেক্ষা করবে ইসি
‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের ক্ষতির অর্থ আদায়
‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের ক্ষতির অর্থ আদায়
গতিসীমা না মানায়  ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে তিনদিনে ৩৭৮ মামলা
গতিসীমা না মানায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে তিনদিনে ৩৭৮ মামলা
ভাই ডাকায় সরকারি কর্মকর্তা বললেন ‘বিসিএস ক্যাডারকে কীভাবে ডাকতে হয় জানেন না?’
ভাই ডাকায় সরকারি কর্মকর্তা বললেন ‘বিসিএস ক্যাডারকে কীভাবে ডাকতে হয় জানেন না?’
সর্বাধিক পঠিত
রুচির দুর্ভিক্ষ: বুঝতে পারছেন কি, সামনে কতটা অন্ধকার
রুচির দুর্ভিক্ষ: বুঝতে পারছেন কি, সামনে কতটা অন্ধকার
র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: কোনও অভিযোগ নেই পরিবারের, করবে না মামলাও
র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: কোনও অভিযোগ নেই পরিবারের, করবে না মামলাও
বিরিয়ানির হাঁড়ি লাল কাপড়ে ঢাকা থাকে কেন?
বিরিয়ানির হাঁড়ি লাল কাপড়ে ঢাকা থাকে কেন?
শুদ্ধভাবে জাতীয় সংগীত গাইতে না পারায় শিক্ষককে শোকজ করলেন ডিসি
শুদ্ধভাবে জাতীয় সংগীত গাইতে না পারায় শিক্ষককে শোকজ করলেন ডিসি
শাকিবের জন্মদিনে শেষ ছক্কা হাঁকালেন অপু!
শাকিবের জন্মদিনে শেষ ছক্কা হাঁকালেন অপু!