X
রবিবার, ০৪ মে ২০২৫
২১ বৈশাখ ১৪৩২

ডিএনএ’র ফল পেতে একমাস অপেক্ষায় থাকতে হবে স্বজনদের

রফিকুল ইসলাম, চট্টগ্রাম থেকে
০৯ জুন ২০২২, ১০:৩৫আপডেট : ০৯ জুন ২০২২, ১০:৩৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে শনাক্ত করা যায়নি এমন লাশের পরিচয় নিশ্চিতের জন্য ডিএনএ পরীক্ষার ফল পেতে স্বজনদের একমাস অপেক্ষা করতে হবে। বুধবার ফরেনসিক ল্যাবের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

এই অগ্নিকাণ্ডে এ পর্যন্ত নিহত ৪৬ জনের মধ্যে ২৬ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। বাকিদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষার জন্য স্বজনদের কাছ থেকে নমুনা নেওয়া হয়েছে। এ ছাড়া কয়েকজন নিখোঁজও রয়েছেন।

সিআইডি ফরেনসিক ল্যাবের পরীক্ষক নাজমুল আলম টুটুল বিষয়টি জানিয়ে বলেন, ‘ক্রাইমসিন স্যাম্পলে সংগ্রহ করা লাশের দাঁত, হাড়, চুল, নখ, টিস্যুর যেকোনও একটি নিয়ে কাজ শুরু হয়। এতে ফল আসলে অন্য উপকরণের পরীক্ষার প্রয়োজন হয় না। কিন্তু ফল না পেলে অন্য উপকরণগুলো নিয়েও পরে পরীক্ষা করতে হয়। এভাবে ফল না আসা পর্যন্ত একের পর এক সব উপকরণ পরীক্ষা করা হয়, যা একটি সময়সাপেক্ষ বিষয়।’

সিআইডির ফরেনসিক ল্যাবের কর্মকর্তারা জানান, ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে প্রোফাইল তৈরি এবং মেলানো একটি সময়সাপেক্ষ প্রক্রিয়া। ব্যক্তির ডিএনএ প্রোফাইলের মাধ্যমে পরিচয় শনাক্ত করতে অন্তত মাসখানেক সময় দরকার। ক্ষেত্রবিশেষে আরও বেশি সময় লাগতে পারে। দুর্ঘটনার পর যাদের লাশ উদ্ধার করা হয়েছে সেগুলো পুড়ে এতটাই বিকৃত হয়েছে যে চোখে দেখে বা আলামত যাচাই করে পরিচয় নিশ্চিত করা কঠিন। রেফারেন্স স্যাম্পলে লাশের স্বজনের রক্ত, লালা এবং ক্রাইম সিন স্যাম্পলে লাশের দাঁত, হাড়, চুল, নখ, টিস্যু সংগ্রহ করা হয় বলে জানান তিনি।

এদিকে, মঙ্গল ও বুধবার ২২ জনের লাশের বিপরীতে ৩৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে শনাক্ত হয়েছেন এমন কয়েকজনের স্বজনদের নমুনাও নেওয়া হয়েছে।

সূত্র জানায়, লাশের নমুনা সংগ্রহ করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক চিকিৎসকরা এবং স্বজনদের নমুনা সংগ্রহ করছেন সিআইডির ফরেনসিক ল্যাবের সদস্যরা।

ফরেনসিক ল্যাবের কর্মকর্তারা জানান, ডিএনএ’র নমুনা মেলানোর ক্ষেত্রে স্বজনদের মধ্যে বেশি প্রাধান্য দেওয়া হয় বাবা, মা ও সন্তানদের। এর পরের পর্যায়ে ভাই-বোন এবং তাদের কোনোটিই না পেলে স্ত্রী। তবে এ ক্ষেত্রে অবশ্যই স্ত্রীকে তার সন্তানের মা হতে হবে। এ ছাড়া স্বজনদের কাছ থেকে সংগ্রহ করা নমুনা পরিষ্কার না হলে নতুন করে তা সংগ্রহ করতে হয় বলেও জানান কর্মকর্তারা।

 

/এমএএ/
টাইমলাইন: সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড
১০ জুন ২০২২, ০৯:০০
০৯ জুন ২০২২, ১৩:৪৩
০৯ জুন ২০২২, ১০:৩৫
ডিএনএ’র ফল পেতে একমাস অপেক্ষায় থাকতে হবে স্বজনদের
সম্পর্কিত
বিএম ডিপোতে বিস্ফোরণের ১ বছর, এখনও ক্ষত বয়ে বেড়াচ্ছেন সুলতান মাহমুদ
বিএম ডিপো বিস্ফোরণে নেই কারও দায়: ছেলের জন্য এখনও কাঁদেন স্কুলশিক্ষক বাবা
বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণমালিকপক্ষের অবহেলা পেয়েছে ৬ সংস্থা, কিছুই পায়নি ডিবি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৫)
হারের শঙ্কা উড়িয়ে রিয়ালকে সাত পয়েন্ট পেছনে ফেললো বার্সা
হারের শঙ্কা উড়িয়ে রিয়ালকে সাত পয়েন্ট পেছনে ফেললো বার্সা
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
রাস্তায় কলেজছাত্রীকে ইভটিজিং, গ্রেফতার ২
রাস্তায় কলেজছাত্রীকে ইভটিজিং, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!