X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

ভোটারদের লাইন নেই, অলস সময় কাটছে দায়িত্বরতদের

টাঙ্গাইল প্রতিনিধি
২১ মে ২০২৪, ১৬:১২আপডেট : ২১ মে ২০২৪, ১৬:১২

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে টাঙ্গাইলের ঘাটাইল, কালিহাতী ও ভূঞাপুর উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি খুবই কম। ভোটের আমেজ নেই কর্মী-সমর্থক ও সাধারণ ভোটারদের মধ্যে। অলস সময় কাটাচ্ছেন ভোটকেন্দ্রে দায়িত্ব পালনরত কর্মকর্তাসহ অন্যান্যরা। 

আবহাওয়া অনুকূলে থাকলেও ভোটারের উপস্থিতি কম। কেন্দ্রের বাইরেও সাধারণ ভোটারদের উপস্থিতি তেমন নেই। বিভিন্ন কেন্দ্র ঘুরে কোথাও দীর্ঘ লাইন দেখা যায়নি। কিছুক্ষণ পরপর দু-একজন করে ভোটার আসছেন কেন্দ্রে। এজন্য কোথাও ভোটারের লাইন লক্ষ করা যায়নি। ফলে নিরিবিলি পরিবেশে ভোট চলছে কেন্দ্রগুলোতে। কেন্দ্রে কেন্দ্রে অলস সময় পার করছেন নির্বাচনে দায়িত্বপ্রাপ্তরা।

স্থানীয়রা জানান, ভূঞাপুরে ধান কাটা মৌসুম চলছে। নারী-পুরুষ সমানতালে ধান কাটা, ধান শুকানো ও খড় শুকানো নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এজন্য কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম। দুপুরের পর ভোটারের উপস্থিতি বাড়ার সম্ভাবনা রয়েছে। এবারের নির্বাচনে সাধারণ ভোটারদের মাঝে উৎসব নেই। তবে আওয়ামী লীগের শীর্ষপদে থাকা নেতাকর্মীরা প্রার্থীর পক্ষ নেওয়ায় ভোট সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা রয়েছে। কেন্দ্রে কেন্দ্রে নীরবভাবে ভোট চলছে।

টাঙ্গাইলের তিন উপজেলার কোথাও ভোটকেন্দ্রে ভোটারদের কোনও লাইন চোখে পড়েনি (ছবি: প্রতিনিধি)

উপজেলার অলোয়া ইউনিয়নের আকালু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টা পর্যন্ত ৪৪টি ভোট পড়েছে। এ কেন্দ্রে মোট ভোটার ৩২৪৫ জন। এর মধ্যর পুরুষ ১৬৪০ ও মহিলা ভোটার ১৬০৫ জন।

এ কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা নূরে আলম মিয়া বলেন, সকাল ৮টা থেকে সকাল ১০টা পর্যন্ত এ কেন্দ্রে ৩২৪৫ ভোটারের মধ্যে মাত্র ৪৪ ভোট পড়েছে। মানুষ এখন ধান কাটা নিয়ে ব্যস্ত। ভোটার উপস্থিতি খুবই কম।

নিজাম উদ্দিন নামের এক ভোটার বলেন, এখন ধান কাটা মৌসুম চলছে। মানুষ ধান কাটা ও শুকানো নিয়ে ব্যস্ত আছেন। বিকালে ভোটার বাড়তে পারে। 

অলোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায় এক ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ২২টি। তবে প্রার্থীদের সমর্থকদের দাবি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে।

টাঙ্গাইলের তিন উপজেলায়ই কেন্দ্রে ভোটার উপস্থিতি খুব কম (ছবি: প্রতিনিধি)

কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার ছানোয়ার হোসেন খান বলেন, এই কেন্দ্রে মোট ভোটার রয়েছে ২৫৩২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২৭৯ ও নারী ভোটার ১২৫৩ জন। সকালে ভোটার উপস্থিতি কম। বেলা বাড়লে ভোটার উপস্থিতি বাড়তে পারে।

খরক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আব্দুল জলিল বলেন, এই কেন্দ্রের ভোটার ৩০০৮ জন। ভোটার উপস্থিতি কম। তবে দেড় ঘণ্টায় ভোট পড়েছে দেড়শ।

নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত আসনার সদস্য মোখলেছুর রহমান বলেন, কেন্দ্রে ভোটার উপস্থিতি কম। এ এলাকায় ধানের কাজ চলছে। মানুষের মাঝে নির্বাচনের আমেজ নেই। ভোটার উপস্থিতি কম থাকায় কোনও লাইনও নেই। এজন্য আমরা অলস সময় পার করছি।

ধানকাটা মৌসুমের কারণে টাঙ্গাইলে ভোটার নেই বলে মনে করছেন নির্বাচন কর্মকর্তারা (ছবি: প্রতিনিধি)

জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান জানান, সকাল ৮টা থেকে ব্যালটের মাধ্যমে জেলার তিনটি উপজেলাতে নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

প্রসঙ্গত, জেলার ঘাটাইল, কালিহাতী ও ভূঞাপুর উপজেলায় সকাল ৮টা থেকে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ চলছে। ঘাটাইল উপজেলায় চেয়ারম্যান পদে দুই জন, কালিহাতীতে তিন জন ও ভূঞাপুরে পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

/এফএস/
টাইমলাইন: উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪
সম্পর্কিত
ভোটকেন্দ্র নীতিমালার গেজেট প্রকাশ, বাদ পড়লো ডিসি-এসপির কমিটি ও ইভিএম
দেড় কোটি প্রবাসীকে ভোটার করতে সরকারকে আইনি নোটিশ
ভোটার হলেন জুবাইদা রহমান
সর্বশেষ খবর
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
বৈষম্যবিরোধী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ-লাঠিপেটা, আহত ১০
বৈষম্যবিরোধী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ-লাঠিপেটা, আহত ১০
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক