কোটা আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে কোনও এইচএসসি পরীক্ষার্থী আটক হয়ে থাকলে তার মুক্তির জন্য আইনি সহায়তা দেবে শিক্ষা মন্ত্রণালয়। এ জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। পরীক্ষার্থী আটকের কোনও তথ্য থাকলে মামলা নম্বরসহ বিস্তারিত [email protected] ইমেইল ঠিকানায় জানানোর অনুরোধ করেছে মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
কোটা আন্দোলন ঘিরে তৈরি অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সব এইচএসসি পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ইতোমধ্যে চারজন পরীক্ষার্থীর জামিন হয়েছে। রাজউক উত্তরা মডেল কলেজ ও বিএএফ শাহীন কলেজের পরীক্ষার্থীদের আগামী রবিবার জামিনের ব্যবস্থা করা হবে। যাদের জামিন হয়েছিল তাদের দুজন ইতোমধ্যেই কারাগার থেকে মুক্তি পেয়েছে। বাকিরা রবিবারের মধ্যে মুক্তি পাবে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে বিভিন্ন কলেজের ব্যানারে পরীক্ষায় অংশ না নেওয়ার বিষয়ে পরীক্ষার্থীদের বিবৃতি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের নাম ও যোগাযোগের কোনও তথ্য নেই এসব বিবৃতিতে। কোন কলেজের কত পরীক্ষার্থী গ্রেফতার হয়েছে সে তথ্যও দেওয়া হয়নি। একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেও নিশ্চিত হওয়া যায়নি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কতজন গ্রেফতার হয়েছে।