X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

চীন আশা করে বাংলাদেশে দ্রুত স্থিতিশীলতা ফিরে আসবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০২৪, ১৪:৫৪আপডেট : ১৮ জুলাই ২০২৪, ১৪:৫৪

চীন আশা করে বাংলাদেশে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে। একইসঙ্গে দেশটি বিশ্বাস করে, বাংলাদেশের সরকার ও জনগণের সক্ষমতা রয়েছে নিজেদের সমস্যা সমাধানের।

বৃহস্পতিবার (১৮ জুলাই) পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বৈঠকের পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন একথা বলেন।

বাংলাদেশে শিক্ষার্থীদের কোটা আন্দোলন নিয়ে মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা করি না। যা হচ্ছে সেটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। প্রাণহানি এবং সহিংসতা অত্যন্ত দুঃখজনক। কিন্তু আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের সরকার এবং জনগণের সক্ষমতা ও বিচক্ষনতা রয়েছে— নিজেদের সমস্যা সমাধান করার।’

তিনি বলেন, ‘আমরা আশা করি, খুব দ্রুত বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে। চীনের জন্য শান্তি ও স্থিতিশীলতা প্রয়োজন। এখনই সময় চীন থেকে বাংলাদেশে বেশি সহযোগিতা ও বিনিয়োগ আসার। আমরা বাংলাদেশে স্থিতিশীলতা দেখতে চাই। আমরা দেখতে চাই, বাংলাদেশ এগিয়ে যাক।’

তৃতীয় কোনও দেশ উসকানি দিচ্ছে কিনা সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ‘আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি যেকোনও ধরনের হস্তক্ষেপ অত্যন্ত খারাপ।’

চীনের সহযোগিতা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্প্রতি চীন সফরে দুই দেশের মধ্যে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে। একইসঙ্গে চীন থেকে ২০০ কোটি ডলার সহায়তার বিষয়ে অনুরোধ করেছে বাংলাদেশ।

এ বিষয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘প্রকৃতপক্ষে এটি বাংলাদেশের অনুরোধ। তারা চীনের আরও সহায়তা চায়। আমাদের অভ্যন্তরীণ সমন্বয়ের পরে, আমরা একটি আর্থিক প্যাকেজ দেবো। আমাদের প্রধানমন্ত্রী এ বিষয়ে বলেছেন। এরমধ্যে অনুদান, সুদমুক্ত ঋণ, রেয়াতী ঋণ এবং বাণিজ্যিক ঋণ রয়েছে। সব মিলিয়ে এই প্যাকেজটি হচ্ছে দৃই বিলিয়ন মার্কিন ডলারের। কিন্তু আমাদের মধ্যে কীভাবে ঋণ বিনিময় হবে, মোডালিটি কী হবে, সেটি কারিগরি লেভেলে ঠিক করা হবে। আমাদেরকে এটি চূড়ান্ত করতে হবে।’

 ‘আমরা বিশ্বাস করি, এই প্যাকেজ আমাদের দ্বিপক্ষীয় সহযোগিতাকে আরও বেগবান এবং বাংলাদেশের উন্নয়নকে সহায়তা করবে’, বলে জানান রাষ্ট্রদূত।

ইয়াও ওয়েন বলেন, ‘আপনারা হয়তো অবগত আছেন, আগামী বছর বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তি হবে এবং এবারের সফরে সামনের বছরকে মানুষে-মানুষে বিনিময়ের বছর হিসেবে চিহ্নিত করা হয়েছে। আমরা এবিষয়ে পরিকল্পনা নিয়ে আলোচনা করেছি।’

 

/এসএসজেড/এপিএইচ/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
যুক্তরাজ্যে চীনা কোম্পানিগুলো নিরাপত্তা হুমকি নয়, বরং অংশীদার: চীনা রাষ্ট্রদূত
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
চীনের চোখ রাঙানি উপেক্ষা করে উত্তরসূরি নিয়ে পরিকল্পনা জানাবেন দালাইলামা
সর্বশেষ খবর
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১৬
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১৬
চট্টগ্রাম ডিআইজি অফিসের সামনে বিক্ষোভ, পটিয়ায় অবরোধকারীদের সঙ্গে কথা বলছে সেনাবাহিনী
চট্টগ্রাম ডিআইজি অফিসের সামনে বিক্ষোভ, পটিয়ায় অবরোধকারীদের সঙ্গে কথা বলছে সেনাবাহিনী
৫ আগস্ট সাধারণ ছুটির প্রজ্ঞাপন জারি
৫ আগস্ট সাধারণ ছুটির প্রজ্ঞাপন জারি
ইউক্রেনে কিছু অস্ত্রের সরবরাহ স্থগিত করলো যুক্তরাষ্ট্র
ইউক্রেনে কিছু অস্ত্রের সরবরাহ স্থগিত করলো যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি