সরকারি চাকরিতে সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে নিজেদের দাবি সুস্পষ্টভাবে রাষ্ট্রপতি বরাবর তুলে ধরতে বঙ্গভবনের উদ্দেশে গণপদযাত্রা শুরু করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
রবিবার (১৪ জুলাই) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে গণপদযাত্রা শুরু করেন তারা। এই গণপদযাত্রায় অংশ নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।
এদিকে শাহবাগ মোড় অতিক্রম করে যখন মৎস্য ভবনের দিকে রওনা দিয়েছেন আন্দোলনকারীরা, তখন শাহবাগ মোড় অল্প কিছু সংখ্যক পুলিশ সদস্য অবস্থান করছিল। কিন্তু তারা কোনও প্রকার বাধা দেওয়ার চেষ্টা করেননি।
এর আগে শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এই কর্মসূচি ঘোষণা করেন।
বেলা ১১টায় বিভিন্ন হল ও বিভাগ থেকে ব্যানার নিয়ে মিছিল করতে করতে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগ ও হল ছাড়াও অধিভুক্ত সাত কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই পদযাত্রায় অংশ নেওয়ার জন্য জড়ো হন।
আন্দোলনকারীরা জানিয়েছেন, পদযাত্রার রুট হবে লাইব্রেরির সামনে থেকে রাজু ভাস্কর্য-শাহবাগ-মৎস ভবন-হাইকোর্ট-বায়তুল মোকাররম হয়ে বঙ্গভবন।
পুরান ঢাকা হয়ে জবি শিক্ষার্থীদের গণপদযাত্রা
সরকারি চাকরিতে কোটা বৈষম্য নিরসন করে সংসদে আইন পাসের লক্ষ্যে জরুরি অধিবেশন আহ্বান ও আগামী ২৪ ঘণ্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বঙ্গভবন অভিমুখে গণ পদযাত্রা শুরু করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনকারী শিক্ষার্থীরা।
রবিবার (১৪ জুলাই) সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে মিছিলটি বাহাদুর শাহ পার্কের সামনে দিয়ে, জজ কোর্ট এলাকা হয়ে রায়সাহেব বাজার মোড়, তাঁতিবাজার মোড় হয়ে জিরো পয়েন্ট মোড় অভিমুখে যাত্রা করে। জিরো পয়েন্টে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসা মিছিলের সঙ্গে একত্র হয়ে বঙ্গভবনের দিকে যাওয়ার কথা রয়েছে তাদের তারা। এরপর সেখানে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেবেন শিক্ষার্থীরা।
আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান সমন্বয়ক মেহেরুন্নেসা নিদ্রা বলেন, ‘সরকারি চাকরিতে কোটা বৈষম্য নিরসন করে সংসদে আইন পাসের লক্ষ্যে জরুরি অধিবেশন আহ্বান ও আগামী ২৪ ঘণ্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বঙ্গভবন অভিমুখে গণপদযাত্রা শুরু করেছি। আমরা সেখানে গিয়ে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেবো। আমাদের যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো।’