জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নয় ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ পাহারায় রেজিস্ট্রার ভবন থেকে বের হয়ে ক্যাম্পাস ছেড়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নুরুল আলম। সেই সঙ্গে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হন রেজিস্ট্রার ভবনে আটকা পড়া সিন্ডিকেট সদস্যরা। এ সময় সাংবাদিকরা ভিডিও করতে গেলে চড়াও হয় পুলিশ। প্রথম আলোর জাবি প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনকে পুলিশ বন্দুক দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন তিনি। সেই সঙ্গে আহত হন বার্তা টোয়েন্টিফোরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহমুদুল হাসান।
এদিকে উপাচার্যকে মুক্ত করার পর ধীরে ধীরে পিছু হটে পুলিশ এখন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়েছে। পুলিশ চলে যাওয়ার পর আন্দোলনকারীরা ধীরে ধীরে হলে প্রবেশ করছে।
বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টার ও এনাম মেডিক্যাল কলেজের তথ্য অনুযায়ী আহতের সংখ্যা অন্তত ১০০। এরমধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।
এদিকে সংঘর্ষের বিষয়ে, ঢাকা জেলার পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘আমরা ১২টার দিকে ক্যাম্পাসে আসি। এসে দেখি শিক্ষার্থীরা রেজিস্ট্রার ভবনে ভিসিসহ অন্য শিক্ষকদের অবরুদ্ধ করে রেখেছে। আমরা তাদের সঙ্গে বারবার কথা বলার পরও তারা তাদের অবস্থান পরিবর্তন করেনি, বরং আরও অনেক শিক্ষার্থী একত্রিত হচ্ছিল। এক পর্যায়ে ভিসিকে উদ্ধার করার জন্য আমরা ফাঁকা গুলি করি। আমরা ভিসিকে উদ্ধার করতে পেরেছি, তাই আমরা এখন ক্যাম্পাস থেকে বাইরে অবস্থান করছি।