কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানা পুলিশ ৪২ জন এইচএসসি পরীক্ষার্থীকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। আজ তাদের জামিনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলমের আদালতে এই শুনানি অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট আদালত সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র বলছে, শিক্ষার্থীদের মধ্যে ঢাকা মহানগরের ৩৭ ও ঢাকা জেলার পাঁচ জন শিক্ষার্থী রয়েছে।
এর আগে দুপুরে আইন মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ‘কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতা ও নাশকতামূলক ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকায় হওয়া মামলায় ৩৬ জন এইচএসসি পরীক্ষার্থীকে গ্রেফতার করা হয়। তাদের জামিনের শুনানি বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা সিএমএম কোর্টে অনুষ্ঠিত হবে।’
আরও পড়ুন