এক পক্ষ তুমি কে আমি কে বাঙালি বাঙালি। আরেক পক্ষ তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান দিচ্ছে। এতে সমগ্র জাতির মধ্যে গভীর উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী।
বুধবার (১৭ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘অতিপরিকল্পিতভাবে কোনও এক পক্ষ ছাত্রদের কোটা সংস্কারের যৌক্তিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করে প্রজন্মের মধ্যে বিভক্তি তৈরি করছে, যা জাতির জন্য শুভ নয়। এ অশুভ শক্তিকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবির পাশাপাশি আলোচনার মাধ্যমে নিরীহ ছাত্রদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার দাবি জানাচ্ছি।’
‘ছাত্রদের অহিংস নিয়মতান্ত্রিক কোটা সংস্কার আন্দোলন কেউ যেন ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে, সে দিকে সরকারকে সজাগ দৃষ্টি রাখতে হবে।’
তিনি বলেন, ‘ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলন কেন সহিংস রূপ নিলো তা খুঁজে বের করতে হবে। সংঘর্ষে আহত নিহত ছাত্র জনতার সুচিকিৎসা নিশ্চিত ও ক্ষতিপূরণ দেওয়ার জোর দাবি জানাচ্ছি।’
বিএসপি চেয়ারম্যান বলেন, চাকরির ক্ষেত্রে ছাত্রদের যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনে মুক্তিযুদ্ধ তথা মুক্তিযোদ্ধার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে আদালতকে ঢাল না বানিয়ে সরকারের উচিত চলমান আন্দোলন নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া।