X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

‘কমপ্লিট শাটডাউনে’ সমর্থন দিলো যেসব দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০২৪, ০০:৩১আপডেট : ১৮ জুলাই ২০২৪, ০০:৩১

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ডাকা বৃহস্পতিবারের (১৮ জুলাই) ‘কমপ্লিট শাটডাউনে’ সমর্থন জানিয়েছে বিএনপি, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, এবি পার্টি, এলডিপিসহ যুগপত ধারার কর্মসূচিতে যুক্ত রাজনৈতিক দলগুলো। পৃথকভাবে এদিন সারাদেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন। বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অভিভাবক সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ। মহানগরীর বিজয়নগরে বিক্ষোভ মিছিল করবে এবি পার্টি।

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ‘চলমান শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ, বিজিবি, র‍্যাব, সোয়াটের ন্যাক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে’ বৃহস্পতিবার (১৮ জুলাই) সারাদেশে 'কমপ্লিট শাটডাউন' ঘোষণায় সমর্থন ও একাত্মতা প্রকাশ করেছে ১২ দলীয় জোট।

'কমপ্লিট শাটডাউনে' পূর্ণ সমর্থন ও একাত্মতা প্রকাশ করেছে যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক জাতীয়তাবাদী সমমনা জোট। বুধবার (১৭ জুলাই) রাতে এক বিবৃতিতে জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ এই সমর্থন জানান।

বুধবার সন্ধ্যায় ফেসবুক পেজে এক বিবৃতিতে নতুন কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ ফেসবুকে দেওয়া বিবৃতিতে বৃহস্পতিবার সারাদেশে 'কমপ্লিট শাটডাউন' ঘোষণা করেন। এরপর রাত ১০ টার দিকে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কর্মসূচিতে সমর্থন ও দেশবাসীকে ছাত্রদের পাশে দাঁড়ানোর আহ্বান জানায়।

গণতন্ত্র মঞ্চসহ বিরোধী নেতাদের বিক্ষোভ, বুধবার বিকালে।

শিক্ষার্থীদের এই কর্মসূচিতে সমর্থন দিয়েছে এবি পার্টি। দলটির সদস্য মজিবুর রহমান মঞ্জু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৃহস্পতিবার বিকালে বিজয়নগরে বিক্ষোভ মিছিলের কর্মসূচি রয়েছে।’

সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছেন এলডিপির সভাপতি অলি আহমদ। তিনি বলেন, ‘আমাদের সকলের উচিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো। কারণ তারাই আমাদের আগামীর নেতা।’

গণঅধিকার পরিষদ, এবি পার্টি ও এনডিএমের নেতারা

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বুধবার মধ্যরাতে জানান, শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে'র ডাকা আগামীকালে'র কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে সর্বাত্মক সমর্থন জানিয়ে দেশের আপামর জনসাধারণকে অংশগ্রহণ করার জন্য জোরালো আহবান জানানো হয়েছে।

এদিকে, মঙ্গলবার (১৬ জুলাই) সারাদেশে কোটা সংস্কার আন্দোলনের ছয়জন শিক্ষার্থী নিহতের প্রতিবাদে মিছিল করেছে গণতন্ত্র মঞ্চ, এবি পার্টি, গণঅধিকার পরিষদ, এনডিএম।

বুধবার দলীয় মিছিল শেষে এবি পার্টি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা যৌথ ভাবে ‘বৈষম্য বিরোধী ছাত্র-জনতা’র ব্যানারে গণমিছিল বের করে। পথে মিছিলে মুক্তিযোদ্ধা দলের সভাপতি  ইশতিয়াক আজিজ উলফাৎ, সাদেক খান যুক্ত হন।

মিছিলের অগ্রভাগে ছিলেন এবি পার্টির যুগ্ম আহবায়ক  আব্দুল ওহাব মিনার, এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, এবি পার্টির যুগ্ম আহ্বায়ক  তাজুল ইসলাম, সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, গণঅধিকার পরিষদের সেক্রেটারি রাশেদ খান, এনডিএম মহাসচিব মমিনুল আমিন।

/এসটিএস/এস/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
নানান অভিযোগ তুলে উমামা ফাতেমা বললেন, ‘আমি আর এই প্ল্যাটফর্মে নেই’
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালনের জাতীয় কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি
জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের পরিবারের জন্য কোটা নাকি ‘বিশেষ সুবিধা’?
সর্বশেষ খবর
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক