কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় নিহত ও গণগ্রেফতারের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে মিরপুরের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সমাবেশ হয়েছে।
রাজধানীর ইসিবি চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার (২ আগস্ট) বেলা ৪টার দিকে মিরপুর মাটিকাটা থেকে মিছিল নিয়ে ইসিবি চত্বরে এসে অবস্থান নেন তারা। সেখানে ৫টা পর্যন্ত বিক্ষোভ চলে। এসময় তাদের আশপাশ পুলিশ ঘিরে রাখে।
এর আগে সাড়ে ৩টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা মাটিকাটায় জড় হতে থাকেন। তাদের কাছ থেকে কিছু দূরে আওয়ামী লীগ ও যুবলীগ কর্মীরা লাঠিসোঁটা হাতে অবস্থান নেন। এসময় দুই পক্ষের মাঝ সংঘাত এড়াতে পুলিশ আওয়ামী লীগ কর্মীদের সরিয়ে এলাকার ভেতর পাঠিয়ে দেয়। শিক্ষার্থীদের মিছিল নিয়ে যাওয়ার জন্য রাস্তা খালি করে দেওয়া হয়। তবে পুলিশ মিছিলের পাশ দিয়েই কড়া অবস্থান নিয়ে এগোতে থাকে। পরে আন্দোলনকারী প্রায় দুই শতাধিক শিক্ষার্থী ইসিবিতে বৃষ্টিতে ভিজে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
মিরপুর-১০ নম্বরে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেলা সাড়ে ৪টার দিকে জড়ো হন। তারা মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে মিছিল নিয়ে মিরপুর ২ হয়ে অরিজিনাল ১০ ঘুরে আবার মিরপুর ১০ গোল চত্বরে এসে থামেন। এসময় তারা স্লোগান ও বিক্ষোভ করতে থাকে। মিরপুর ১০-এ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তারা শিক্ষার্থীদের বোঝাতে থাকেন বিক্ষোভ শেষ করে চলে যেতে। পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা ৫টা ৫০ মিনিটের দিকে তাদের বিক্ষোভ শেষ করে স্থান ত্যাগ করেন।
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনে সৃষ্ট সহিংসতায় নিহত ও শিক্ষার্থীদের গণগ্রেফতারের প্রতিবাদ এবং ৯ দফা দাবি আদায়ে সারা দেশে দোয়া, নিহতদের কবর জিয়ারত ও ছাত্র-জনতার গণমিছিল কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।