সরকার পতনের এক দফার চলমান গণ-আন্দোলন সফল করে দেশ ও জাতিকে মুক্ত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্রদল।
ছাত্র-জনতা হত্যার প্রতিবাদে চলমান গণ-আন্দোলনে সংহতি প্রকাশ করে বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ আহ্বান জানান। একইসঙ্গে ছাত্র-জনতার জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দেশের জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার হওয়ারও আহ্বান জানান তারা।
বিবৃতিতে তারা বলেন, ‘অবৈধভাবে ক্ষমতা দখলকারী, ফ্যাসিস্ট সরকারের নির্দেশে গত এক সপ্তাহে পুলিশ-বিজিবি-র্যাব-ছাত্রলীগ সম্মিলিতভাবে চার শতাধিক ছাত্র-জনতাকে হত্যা করেছে। ঔপনিবেশিক ব্রিটিশ আমল, পাকিস্তান আমল এবং এরশাদ আমলেও ছাত্র-জনতার ওপরে এমন নির্বিচার হত্যাকাণ্ডের নজির নাই। যৌক্তিক দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনরত ছাত্র-জনতাকে দেখামাত্র গুলি করা হচ্ছে। হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। ইন্টারনেট বন্ধ করে সারা বিশ্বের কাছ থেকে এই নজিরবিহীন বর্বরতা আড়াল করা হচ্ছে। প্রাণঘাতী তাণ্ডবের প্রমাণ লোপাট করা হচ্ছে।’
ছাত্র-জনতা হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে নেতারা আশা প্রকাশ করেন, ছাত্র-জনতার ওপর চালানো বর্বর গণহত্যার প্রতিবাদে ছাত্র-জনতার চলমান গণ-আন্দোলন সফল হবে। অচিরেই হত্যাকারীদের বিচারের মুখোমুখি করা হবে।