নড়াইল-২ আসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজা হুইপ মনোনীত হচ্ছেন এমন খবর গণমাধ্যমে আসায় নড়াইলে আনন্দ-উল্লাস ও মিষ্টি বিতরণ করেছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
‘হুইপ হচ্ছেন মাশরাফি’ সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় এ খবর জানার পর রাতে শহরের নড়াইল চৌরাস্তা, রূপগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এবং লোহাগড়াতে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উল্লাস প্রকাশ করেন। এ সময় মিষ্টিও বিতরণ করা হয়। প্রচণ্ড শীত উপেক্ষা করে গভীর রাত পর্যন্ত শহরের বিভিন্ন জায়গায় আনন্দ-উল্লাস করেন ভক্ত সমর্থকরা।
এ সময় নিজেদের প্রতিক্রিয়ায় নেতাকর্মীরা বলেন, ‘দেশ স্বাধীনের পর থেকে বিভিন্ন জাতীয় নির্বাচনে নড়াইলের দুটি আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী জয়ী হলেও এবং আওয়ামী লীগ সরকার গঠন করলেও এ জেলা থেকে কেউ কখনও মন্ত্রী কিংবা মন্ত্রী পদমর্যাদার পদে আসীন হননি। মাশরাফি প্রতিমন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন হুইপ হতে যাচ্ছেন এমন খবর শুনে আমরা বেশ আনন্দিত।’
জানা যায়, নড়াইল বরাবরই আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। নড়াইল-২ (সদর আংশিক-লোহাগড়া) আসন থেকে স্বাধীনতা-পরবর্তী সময়ে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে বেশির ভাগ সময়ে নৌকা প্রতীকের প্রার্থীরা জয়লাভ করেন। গত ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবং সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাশরাফি নড়াইল-২ আসন থেকে বিপুল ভোটে এমপি নির্বাচিত হন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাশরাফির জয়লাভের পর তিনি প্রতিমন্ত্রী হচ্ছেন শহরে এমন গুঞ্জনও উঠেছিল।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস এক প্রতিক্রিয়ায় বলেন, ‘এ পর্যন্ত নড়াইল থেকে কেউ মন্ত্রী নির্বাচিত হননি। নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মুর্তজা হুইপ হতে যাচ্ছেন—এ খবর শুনে আমরা অত্যন্ত আনন্দিত ও উদ্বেলিত। আমাদের আশা, ভবিষ্যতে তিনি মন্ত্রী হবেন।’
লোহাগড়া উপজেলার আমাদা আদর্শ কলেজের অধ্যক্ষ মো. আল ফয়সাল খান বলেন, ‘আমাদের এমপি মহোদয় শিক্ষাবান্ধব জনপ্রতিনিধি। শিক্ষার মানোন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নসহ সার্বিক উন্নয়নে তিনি সব সময় খোঁজখবর রাখেন। মাননীয় সংসদ সদস্য (মাশরাফি) হুইপ হতে যাচ্ছেন এমন খবরে শিক্ষাক্ষেত্রে আরও উন্নয়ন ঘটবে। পাশাপাশি জেলার সার্বিক উন্নয়নে আমরা অনেকটা আশান্বিত।’
জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফরহাদ হোসেন বলেন, ‘মাশরাফি হুইপ মনোনীত হতে যাচ্ছেন এ খবর শুনে তাৎক্ষণিকভাবে আমরা শহরে আনন্দ-উল্লাসসহ মিষ্টি বিতরণ করেছি।’ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে জেলায় মিছিল বের করা হবে বলে জানান তিনি।
নাম প্রকাশ না করার শর্তে লোহাগড়া উপজেলার একজন স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ‘সম্প্রতি এমপি মহোদয় আমাদের আশ্বস্ত করেছেন, লোহাগড়া উপজেলার মানুষকে উন্নত চিকিৎসাসেবা পেতে দূরে যেতে কিংবা ভোগান্তির শিকার যাতে না হতে হয় সে জন্য প্রয়োজনীয় জনবলসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ১০০ শয্যায় উন্নীতকরণে চেষ্টা চালাচ্ছেন তিনি। আমরা এখন অনেকটা আশাবাদী, তার (মাশরাফি) একান্ত প্রচেষ্টায় দ্রুততম সময়ে হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীত হবে।’