X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

নৌকা-ঈগলের সমর্থকের বাড়িতে পাল্টাপাল্টি হামলা-ভাঙচুরের অভিযোগ

শরীয়তপুর প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২৪, ২০:৩৪আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ২০:৩৪

শরীয়তপুরের নড়িয়াতে নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনা ঘটেছে। এতে নৌকা ও ঈগলের সমর্থকের বাড়িতে পাল্টাপাল্টি হামলা-ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে।

শুক্রবার (১২ জানুয়ারি) রাতে উপজেলার মোক্তারের চর ইউনিয়নের নয়ন মাদবরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নড়িয়া থানা, স্থানীয় ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মোক্তারের চর ইউনিয়নের নয়ন মাদবরকান্দি এলাকার দেলোয়ার খান ও স্থানীয় ইউপি সদস্য কালাম খানের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধ। এ ছাড়াও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-২ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলীর সমর্থক ছিলেন দেলোয়ার খান। অন্যদিকে ইউপি সদস্য কালাম খান নৌকা প্রতীকের প্রার্থী একেএম এনামুল হক শামীমের সমর্থক ছিলেন। নির্বাচন শেষ হওয়ার পর থেকেই তাদের মধ্যে আবার বিরোধ তৈরি হয়।

শুক্রবার রাতে ইউপি সদস্য কালাম খান, মিলন খাঁ, সিফাত খাঁসহ বেশ কয়েকজন নৌকা প্রার্থীর সমর্থকরা দেলোয়ার খানের বসতবাড়িতে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এ সময় হামলাকারীরা ঘরে ঢুকে বিভিন্ন আসবাবপত্র, টেলিভিশন, কম্পিউটার ভাঙচুর চালিয়ে ১ লাখ টাকা নিয়ে যায়। অন্যদিকে দেলোয়ার খান ও তার লোকজন আবার ইউপি সদস্য কালাম খানের ভাই সালাম খানের বসতবাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করেন সালাম খানের স্ত্রী আইরিন বেগম। পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক দেলোয়ার খানের মা ফিরোজা বেগম অভিযোগ করে বলেন, ‘নির্বাচনে আমার ছেলে ঈগল মার্কার সমর্থক ছিল। সালাম খান নৌকার লোক ছিল। নির্বাচনে পাস করছে বলে আমাদের বাড়িতে তারা লোকজন নিয়া হামলা করছে। ঘরের সব জিনিস ভেঙে ফেলছে। আমরা এর বিচার চাই।’

দেলোয়ার খানের বোন ভুলু বেগম বলেন, ‘আমার ভাবি তাদের বাধা দিতে গেলে তার হাত ভেঙে ফেলেছে কালাম খানের লোকজন। ঘরে ঢুকে আলমারি ভেঙে ১ লাখ টাকাও লুট করে নিয়ে গেছে। আমরা এই ঘটনার বিচার চাই।’

এদিকে, ইউপি সদস্য কালাম খানের ভাই সালাম খানের স্ত্রী আইরিন বেগম অভিযোগ করে বলেন, ‘নির্বাচনে আমরা ঈগল প্রতীকে ভোট দিইনি বলে দেলোয়ার খান আর তার লোকজন আমাদের বাড়িতে হামলা চালিয়েছে। ঘরের তালা গুলি করে ভেঙে ভেতরে গিয়ে টিভি, ফ্রিজ সব কিছু নষ্ট করে দিয়েছে। আমরা এই সুষ্ঠু বিচার চাই।’

জানতে চাইলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আহসান হাবীব বলেন, ‘দুই পক্ষের হামলা-পাল্টা হামলার ঘটনায় আলাদা আলাদা দুটি মামলা করা হয়েছে। এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশ কাজ করছে।’

/কেএইচটি/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১৩ জানুয়ারি ২০২৪, ২০:৩৪
নৌকা-ঈগলের সমর্থকের বাড়িতে পাল্টাপাল্টি হামলা-ভাঙচুরের অভিযোগ
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
পরাজয় ঢাকতে অভিযোগ তুলছে বিএনপিনির্বাচনে অংশ নিতে জাপার ওপর চাপ ছিল: জি এম কাদের
পুঁজিবাজার নিয়ে গুজব ছড়িয়ে যেভাবে চলতো কারসাজি
পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে গ্রেফতার ২০
সর্বশেষ খবর
নির্বাচনে অংশ নিতে জাপার ওপর চাপ ছিল: জি এম কাদের
পরাজয় ঢাকতে অভিযোগ তুলছে বিএনপিনির্বাচনে অংশ নিতে জাপার ওপর চাপ ছিল: জি এম কাদের
কুড়িগ্রামে বিএনপির ৩ নেতাকে দল থেকে বহিষ্কার
কুড়িগ্রামে বিএনপির ৩ নেতাকে দল থেকে বহিষ্কার
বাগদাদে ইরাকি টিকটক তারকাকে গুলি করে হত্যা
বাগদাদে ইরাকি টিকটক তারকাকে গুলি করে হত্যা
লিভারপুলের শিরোপার আশায় এবার ধাক্কা দিলো ওয়েস্ট হ্যাম
লিভারপুলের শিরোপার আশায় এবার ধাক্কা দিলো ওয়েস্ট হ্যাম
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা