X
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
৪ চৈত্র ১৪৩১

স্থগিত কেন্দ্রের ভোটে নৌকার পপি জয়ী

ময়মনসিংহ প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২৪, ২১:১৩আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ২১:১৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ আসনে আওয়ামী লীগের নিলুফার আনজুম পপি বিজয়ী হয়েছেন। স্থগিত হওয়া কেন্দ্রসহ তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৫৪ হাজার ৪৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের সোমনাথ সাহা পেয়েছেন ৫২ হাজার ৫৬৬ ভোট।

শনিবার (১৩ জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত ভোট গ্রহণ শেষে গণনা করে সন্ধ্যায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল করিম এই ফল ঘোষণা করেন।

গত ৭ জানুয়ারি সংসদ নির্বাচনের ভোট চলাকালে ব্যালট বাক্স ছিনতাই ও হামলার কারণে গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের ভালুকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছিল। স্থগিত হওয়া কেন্দ্রে তিন হাজার ৩২ ভোটার। এর মধ্যে শনিবার এক হাজার ৬৭৭ জন ভোট দিয়েছেন। তার মধ্যে নৌকা প্রতীকের নিলুফার আনজুম পপি পেয়েছেন এক হাজার ২৯৫ এবং ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা পান ৩৫৫ ভোট। বাকি ভোট অন্য প্রার্থীরা পেয়েছেন। 

এর ফলে নিলুফার আনজুম পপি প্রথমবার নৌকার মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হলেন। পপি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও সাবেক ছাত্রলীগ নেতা প্রয়াত মাহবুবুল হক শাকিলের স্ত্রী। ২০২২ সালের শেষ দিকে আওয়ামী লীগের গৌরীপুর উপজেলার সভাপতি নির্বাচিত হন। তার শ্বশুর অ্যাডভোকেট জহিরুল হক ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। পপির নিকটতম প্রতিদ্বন্দ্বী সোমনাথ সাহা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

এর আগে শনিবার সকাল ৮টায় ভালুকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। এই আসনে ১০ ইউনিয়ন ও এক পৌরসভায় মোট দুই লাখ ৭৬ হাজার ৪০ জন ভোটার। মোট ভোটকেন্দ্র হচ্ছে ৯২টি। এখানে ৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ হাসান অনু কেটলি প্রতীকে ৯ হাজার ২৩০ ভোট পেয়েছেন। আরেক আওয়ামী লীগ নেতা নাজনীন আলম পেয়েছেন দুই হাজার ২৫১ ভোট।

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল করিম বলেন, ‌‘কোনও ধরনের বিশৃঙ্খলা ছাড়াই ভালুকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।’

ময়মনসিংহ-৩ আসনের ফল ঘোষণার মধ্য দিয়ে দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টির ফল প্রকাশ পেলো। এর মধ্যে ২২৩টি আসনে জয় পেয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকার প্রার্থীরা। বাকি ৬২ জন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। যাদের মধ্যে ৫৯ জনই আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। এর বাইরে জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন। একটি করে আসনে জয় পেয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এবং বাংলাদেশ কল্যাণ পার্টি। বাকি নওগাঁ-২ আসনের একজন প্রার্থীর মৃত্যুতে সেখানে ভোট হবে আগামী ১২ ফেব্রুয়ারি।

/এএম/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১৩ জানুয়ারি ২০২৪, ২১:১৩
স্থগিত কেন্দ্রের ভোটে নৌকার পপি জয়ী
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
যারা বাবার বিরুদ্ধে মিথ্যা মামলা-সাক্ষ্য দিয়েছে তারা অবশ্যই শাস্তি পাবে: মাসুদ সাঈদী
সাবেক এমপি ছানোয়ার ১৯ দিনের রিমান্ডে
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল
সর্বশেষ খবর
মসজিদে কুপিয়ে জখমের ঘটনায় আরেকজনের মৃত্যু, নিহত বেড়ে ৪
মসজিদে কুপিয়ে জখমের ঘটনায় আরেকজনের মৃত্যু, নিহত বেড়ে ৪
৩৭তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্বে তাছবীর ও নাছিম
৩৭তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্বে তাছবীর ও নাছিম
বিমানের মৌখিক পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী আটক
বিমানের মৌখিক পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী আটক
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে গাজায় যুদ্ধে ফেরার দাবি ইসরায়েলের 
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে গাজায় যুদ্ধে ফেরার দাবি ইসরায়েলের 
সর্বাধিক পঠিত
খুলছে উড়াল সেতু, এবার উত্তরের ঈদযাত্রা হবে স্বস্তির
খুলছে উড়াল সেতু, এবার উত্তরের ঈদযাত্রা হবে স্বস্তির
ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনের নেতাদের নামে মামলা, ছাত্রদলের প্রতিবাদ
ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনের নেতাদের নামে মামলা, ছাত্রদলের প্রতিবাদ
পল্লবীতে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২
পল্লবীতে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২
খেলাপি ঋণের অর্ধেকের বেশি ৫ ব্যাংকে, ১৬টির মূলধন ঘাটতি
ঝুঁকির মুখে ব্যাংক খাতখেলাপি ঋণের অর্ধেকের বেশি ৫ ব্যাংকে, ১৬টির মূলধন ঘাটতি
জাবির ২৮৯ শিক্ষার্থীকে বহিষ্কারসহ বিভিন্ন শাস্তি, ৯ শিক্ষক সাময়িক বরখাস্ত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাজাবির ২৮৯ শিক্ষার্থীকে বহিষ্কারসহ বিভিন্ন শাস্তি, ৯ শিক্ষক সাময়িক বরখাস্ত